Posts

Showing posts from June, 2014

ঈদে রনি দিবে সাত দিন

Image
ঈদে রনি দিবে সাত দিন ইনফো ডেস্ক : রেদওয়ান রনির পরিচালনায় ‘বিহাইন্ড দ্য সিন’ ধারাবাহিক নাটকটি প্রচারিত হয়েছিলো ২০১১ সালের ঈদে। নাটকটি প্রচারের পরপরই চারদিকে ব্যাপক আলোচনা শুরু হয়। তাই দীর্ঘ তিন বছর পর রেদওয়ান রনি নিয়ে আসছেন ‘বিহাইন্ড দ্য ট্র্যাপ’ শিরোনামে সাত পবের্র নতুন একটি ধারাবাহিক নাটক।  সম্প্রতি রাজধানীর সদরঘাট এবং কুয়াকাটায় নাটকটির চিত্রধারণ করা হয়েছে। নাটকটি নির্মাণ প্রসঙ্গে রেদওয়ান রনি বলেন, ‘অনেক বাধা বিপত্তি পেরিয়ে নাটকটির চিত্রধারণ করতে হয়েছে। কারণ কুয়াকাটায় শ্যুটিং করার সময় তিন নম্বর বিপদসংকেত চলছিলো অর্থ্যাৎ সাগর উত্তাল। এর মধ্যেই আমরা শ্যুটিং করেছি। তবে এ জন্যে শ্যুটিং ইউনিটের পুরো টিমকে কৃতজ্ঞাতা জানাতে হয় কারণ তারা আমাকে সব ধরনের সহযোগিতায় করেছে।’ নাটকটির গল্পে, দুই বন্ধু কুয়াকাটায় অভিযানে বের হয়। ঘটনাচক্রে জড়িয়ে পড়ে স্থানীয় রাজনীতির সঙ্গে। তারপরই ঘটতে থাকে মজার মজার সব ঘটনা । নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, ফারুক আহমেদ, সুমাইয়া শিমু, উর্মিলা শ্রাবন্তী কর, মম মোর্শেদ, মাজনুন মিজান, মিঠু, কচি খন্দকার, সাব্বির, নাদিয়া নদী প্রমুখ। উল্লেখ্য, সা...

ঈদের নাটক ‘শাশুড়ি পটানো অভিযান'

Image
ঈদের নাটক ‘শাশুড়ি পটানো অভিযান' ইনফো ডেস্ক : ঈদ উপলক্ষে নাট্য নির্মাতারা ব্যাস্ত নাটক তৈরি নিয়ে। ইতিমধ্যে অনেক নাটকের কাজ শেষ, আবার কিছু নাটক টিভি চ্যানেলগুলোতে জমাও পরে গেছে। এরই ধারাবাহিকতায় ঈদের বিশেষ নাটক একুশে টেলিভিশনের ‘শাশুড়ি পটানো অভিযান’। নাটকটি রচনা ও চিত্রনাট্য করেছেন অনামিকা মন্ডল ও ইন্দ্রজিৎ ইমন। পরিচালনায় ইকরাম আহমেদ পূষন ও যৌথ প্রযোজনায় রয়েছেন ডাঃ খান মোহাম্মদ রাজি ও হারুন উর রশিদ।

কাকাবাবুর ভূমিকায় প্রসেনজিত

Image
কাকাবাবুর ভূমিকায় প্রসেনজিত     ইনফো ডেস্ক : সম্প্রতি বলিউডের অভিনেত্রী বিদ্যা বালান কলকাতায় নতুন সিনেমা ‘ববি জাসুস’-এর প্রচারণা করতে গিয়ে টালিগঞ্জের সুপারস্টার প্রসেনজিতের সঙ্গে দেখা করেন। বিখ্যাত গোয়েন্দা চরিত্র কাকাবাবুর ভূমিকায় অভিনয় করেছিলেন প্রসেনজিৎ আর তার সঙ্গে ববি জাসুস হিসেবেই দেখা করেছেন বিদ্যা। বিদ্যা বলেন, ‘অনেকদিন ধরেই প্রসেনজিতের সঙ্গে অভিনয় করার ইচ্ছা থাকলেও উপযুক্ত চিত্রনাট্যের অভাবে তা এখনও হয়ে ওঠেনি। ' বিদ্যা আরও বলেন, ‘আমি তাকে ‘পারিনিতা’ সিনেমায় অভিনয়ের সময় থেকে চিনি। প্রয়াত নির্মাতা ঋতুপর্ণ ঘোষ আমাদের দুজনকে নিয়ে একটি সিনেমা তৈরি করতে চেয়েছিলেন। আমরা দুজন সবসময়ই ভাবি, ঋতুপর্ণ বেঁচে না থাকলেও আমাদের একসঙ্গে একটি সিনেমায় কাজ করা উচিত। তবে আমরা এখনও তেমন কোনো ভালো কাহিনি পাইনি। ' প্রিয় অভিনেতা প্রসেনজিৎকে ‘বুম্বা দা’ বলে সম্বোধন করেন বিদ্যা। গোয়েন্দা চরিত্রে অভিনয়ের জন্য তাকে অনেকটাই অনুপ্রাণিত করেছেন প্রসেনজিৎ। বিদ্যা জানান, তার প্রতিটি সিনেমা মুক্তির আগে এসএমএসের মাধ্যমে শুভেচ্ছা জানান ভারতীয় বাংলা সিনেমার এই তারকা।

‘এক ভিলেন’ সিনেমার কিছু চমক

Image
‘এক ভিলেন’ সিনেমার কিছু চমক    ইনফো ডেস্ক : সিনেমা রিলিজ পাওয়ার আগেই সিনেমার গান সুপার হিট কেবল হিট বললে কমই হবে প্রতিদিন যেন এক ভিলেন সিনেমার সং গুলোতে হিটের সংখ্যা বেড়েই যাচ্ছে। তবে কেবল কী গান সিনেমাটির নায়ক নায়িকা থেকে শুরু করে কে আসলেই সিনেমাটির ভিলেন প্রতিদিন যেন কৌতূহল জন্ম দিয়ে যাচ্ছে শ্রদ্ধা কাপুর- সিদ্ধার্থ মালহোত্রা- রিতেশের এক ভিলেন সিনেমাটি। তবে গান বলুন আর কলাকুশলী বলুন আসলেই কী সিনেমাটি দেখার মতো হতে যাচ্ছে। তবে চলুন জেনে নেই এক ভিলেন সিনেমাটি যে চমক গুলো আপনাকে বাধ্য করবে সিনেমাটি দেখতে। (১) সিদ্ধার্থ - শ্রদ্ধা কাপুরের রসায়নঃ সিনেমাটির প্রোমো রিলিজ পাওয়ার পর থেকেই সাধারণ মানুষের মুখে কেবল শ্রদ্ধা- সিদ্ধাথের্র নামই উচ্চারিত হচ্ছে। শ্রদ্ধা এবং সিদ্ধাথের্র ধোঁয়া উঠানো কেমেস্ট্রি এক ভিলেনকে যেন দিয়েছে জাদুকরী ছোঁয়া। এই দুই তারকা জুটি এবারই প্রথম একে অপরের বিপরীতে অভিনয় করার সুযোগ পেয়েছেন। আর ধারণা করা হচ্ছে এই নতুন জুটি সিনেমাটিতে নতুন স্বাদ এনে দিবে।  (২) আশিকি টু সিনেমার পরিচালক মোহিত সুরিঃ বলিউডের এসময়ের অন্যতম সফল পরিচালকদের অন্যতম। ভাট ক্যাম্পের ...

ভোকাল তন্ময় তানসেন গায়ক নয় পরিচালক

Image
ভোকাল তন্ময় তানসেন গায়ক নয় পরিচালক   ইনফো ডেস্ক : বিখ্যাত ব্যান্ড ভাইকিংস আর সেই ব্যান্ডের বিখ্যাত ভোকাল তন্ময় তানসেন। তবে এবার শুধু গায়ক রূপেই নয়, ফিরছেন তিনি পরিচালক রূপেও। তৈরি করছেন সিনেমা "রান আউট"! দ্রুত চলছে ছবির শুটিং আর সেই সাথে প্রচারণাও। এই ছবি দিয়েই বড় পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে নায়লা নাইমের, রান আউটে দারুণ একটু আইটেম গানে অংশ নিয়েছেন তিনি। একই সাথে রান আউটের সকল প্রচারণাতেও হয়েছে তার সরব উপস্থিতি! ইতিমধ্যেই ফেসবুক ও মিডিয়ায় ঝড় তুলেছে রান আউটের নানা পোস্টার ও প্রকাশিত ছবি। যদিও মূল চরিত্রে আছেন সজল ও মৌসুমি নাগ। কিন্তু নায়লা নাইমের সাথে সজলের জুটিই বেশি প্রশংসা পাচ্ছে। প্রায়ই ফেসবুকে পেজে প্রকাশিত হচ্ছে নায়লা নাইম ও সজলের দারুণ সব ছবি! এবং ছবিগুলো বেশ অন্তরঙ্গ ও আবেদনময়। এবং সকলেই বলছেন বেশ মানিয়ে গেছে তাঁদের। তাই না? রান আউট ছবিতে মূল চরিত্রে সজল এবং মৌসুমী নাগের পাশাপাশি অভিনয় করেছেন রোমানা, তানভীর হোসেন প্রবাল, মাহমুদুল ইসলাম সেলিম, সাবিহা মাসুম, জুবায়ের হিল্লোল, জারা এবং তারিক আনাম খান। এছাড়াও অরিন্দম নাট্য গোষ্ঠীর সদস্যরা অংশ নিয়েছেন এ ছবিতে।

সিক্যুয়েল থেকে বাদ পড়লেন ক্রিস্টেন

Image
সিক্যুয়েল থেকে বাদ পড়লেন ক্রিস্টেন   ইনফো ডেস্ক : ক্রিস্টেন স্টুয়াটর্ ২০১২ সালে মুক্তি পাওয়া রুপার্ট স্যান্ডারস পরিচালিত ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান’ ছবিতে স্নো হোয়াইট চরিত্রে দেখা গেছে হলিউডের আলোচিত অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্টকে। এবার ‘দ্য হান্টসম্যান’ শিরোনামে ছবিটির সিক্যুয়েল তৈরি হচ্ছে। কিন্তু সিক্যুয়েল থেকে বাদ পড়েছেন ক্রিস্টেন। সিক্যুয়েল পরিচালনার ক্ষেত্রেও রদবদল এসেছে। রুপার্ট স্যান্ডারসের পরিবর্তে পরিচালকের আসনে বসেছেন ‘দ্য গ্রিন মাইল’ ছবির নির্মাতা ফ্র্যাঙ্ক ডারাবন্ট।  সিক্যুয়েল থেকে ক্রিস্টেনের বাদ পড়ার পেছনের কারণ হিসেবে বলা হয়েছে, স্নো হোয়াইট চরিত্রকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে না ‘দ্য হান্টসম্যান’ ছবির কাহিনি। মূলত এ কারণেই ছবিটিতে ঠাঁই হয়নি ২৪ বছর বয়সী ক্রিস্টেনের। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে হলিউড রিপোর্টার। ‘দ্য হান্টসম্যান’ ছবির নাম ভূমিকায় কে অভিনয় করবেন তা চূড়ান্ত না হলেও শোনা যাচ্ছে, ছবিটিতে হান্টসম্যান চরিত্রে থাকছেন ‘থর: দ্য ডার্ক ওয়ার্ল্ড’খ্যাত অস্ট্রেলীয় অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ। মূল ছবিতেও হান্টসম্যান চরিত্রে অভিনয় করেছিলেন ক্রি...
Image
কমল’র অজান্তে ভালোবাসা তোমারই আছি তোমারই থাকবো ছবির কয়েকটি দৃশ্য   তোমারই আছি তোমারই থাকবো ছবির কয়েকটি দৃশ্য   তোমারই আছি তোমারই থাকবো ছবির কয়েকটি দৃশ্য তোমারই আছি তোমারই থাকবো ছবির কয়েকটি দৃশ্য তোমারই আছি তোমারই থাকবো ছবির কয়েকটি দৃশ্য তোমারই আছি তোমারই থাকবো ছবির কয়েকটি দৃশ্য তোমারই আছি তোমারই থাকবো ছবির কয়েকটি দৃশ্য তোমারই আছি তোমারই থাকবো ছবির কয়েকটি দৃশ্য তোমারই আছি তোমারই থাকবো ছবির কয়েকটি দৃশ্য তোমারই আছি তোমারই থাকবো ছবির কয়েকটি দৃশ্য তোমারই আছি তোমারই থাকবো ছবির কয়েকটি দৃশ্য তোমারই আছি তোমারই থাকবো ছবির কয়েকটি দৃশ্য তোমারই আছি তোমারই থাকবো ছবির কয়েকটি দৃশ্য তোমারই আছি তোমারই থাকবো ছবির কয়েকটি দৃশ্য তোমারই আছি তোমারই থাকবো ছবির কয়েকটি দৃশ্য তোমারই আছি তোমারই থাকবো ছবির কয়েকটি দৃশ্য তোমারই আছি তোমারই থাকবো ছবির কয়েকটি দৃশ্য এস.চৌধুরী চলচ্চিত্র জগতে এক নামেই পরিচিত শাহাবুদ্দিন কমল । যদিও তিনি চলচ্চিত্রে অভিনয়কে এখনও পেশা হিসেবে নেননি, নিয়েছেন নেশা হিসেবে। চলচ্চিত্রকে ...

‘ভালোবাসা অভিনয়’

Image
 ‘ভালোবাসা অভিনয়’ ইনফো ডেস্ক :  মোস্তাফিজুর রহমান প্রযোজিত ও মান্নান গাজী পরিচালিত ‘ভালোবাসা অভিনয়’ ছবির একটি দৃশ্যে রুবিনা বৃষ্টি। ইতিমধ্যে ছবির শ্যুটিং শেষ হয়েছে। এ ছবিতে রুবিনা বৃষ্টির বিপরীতে রয়েছেন নিলয়। মোস্তাফিজুর রহমান প্রযোজিত ‘ভালোবাসা অভিনয়’ তার দ্বীতীয় প্রয়াস। চলচ্চিত্রের হিরন্ময় ভুবনে পদার্পন করে তিনি দর্শকদের উপহার দেন জীবন নদীর তীরে।

স্কুলজীবনে অনেক প্রেমপত্র পেয়েছি মম

Image
স্কুলজীবনে অনেক প্রেমপত্র পেয়েছি মম ইনফো ডেস্ক : অভিনেত্রী ও মডেল মম‘র সম্প্রতি ছবি ‘প্রেম করব তোমার সাথে’ ডাবিং শেষ করে। বর্তমানে শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’ ছবির শুটিং করছেন। এই ছবি তিনি নীলা নামে একটি চরিত্রের অভিনয় করছেন মম। ‘প্রেম করব তোমার সাথে’ ডাবিং করার অভিজ্ঞতা আমার একেবারেই নেই বলেই চলে। তাই প্রথম প্রথম অনেক ভয় পেয়েছিলাম। ডাবিং করার সময় আসলে নিজেকেই নকল করতে হয়। তাই কাজটি করা সত্যিই অনেক কঠিন। তবে সবার সাহায্যে আমি ভালোভাবেই কাজটি শেষ করতে পেরেছি। ‘ছুঁয়ে দিলে মন’ ছবির শুটিং... শুটিং অনেক ভালো হচ্ছে। শিহাব শাহীন অসাধারন একজন পরিচালক। তাঁর পরিচালনায় আগেও বিভিন্ন নাটকে অভিনয় করেছি। এবার চলচ্চিত্রে অভিনয় করে অনেকটাই ভালো লাগছে। ইতি মধ্যে ছবিটির প্রায় আশি ভাগ কাজ শেষ। ’ছুঁয়ে দিলে মন’ ছবিতে আমার সহ-শিল্পী আরিফিন শুভ। এর আগে আমরা একসঙ্গে দুটি নাটকে অভিনয় করেছিলাম। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো। ‘ছুঁয়ে দিলে মন’ ছবিতে আমাকে নীলা চরিত্রে দেখা যাবে। চরিত্রটি সম্পর্কে শুধু বলব, অসাধারন একটি চরিত্র। এখানে নীলাকে দেখলেই ভালোবাসতে ইচ্ছে হবে। তবে আমার বাস্তব জীবনের সঙ্গে চরিত...

মার্শাল আর্ট শিখতে ব্যাস্ত রানী

Image
মার্শাল আর্ট শিখতে ব্যাস্ত রানী   ইনফো ডেস্ক : রানী মুখার্জির আপকামিং ফিল্ম ‘মর্দানি' ছবিতে তিনি কঠোর একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন বলেই রানী এই বিশেষ মার্শাল আটের্র ট্রেনিং নেয়া। যশরাজ ফিল্মস প্রযোজিত ও প্রদীপ সরকার পরিচালিত ‘মর্দানি'তে সমস্ত স্টান্ট নিজে করেছেন রানী মুখাজি। এর জন্য রানী ‘ক্রাব মাগা’ টেকনিকও শিখেছেন। এই টেকনিকের সাহায্যে দুর্বল লোকেরাও আত্মরক্ষা করতে পারেন! ছবির শ্যুটিং শুরু হবার আগে রানী মুখার্জিকে বেশ কিছু নারী পুলিশের সঙ্গে দেখা করেছে বলে জানতে পারেন, বিভিন্ন পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জন্য নিজেকে তৈরি রাখা জরুরি। সে কারণেই ছবিতে ডামি ব্যবহার না করে ফাইট সিন ও স্টান্ট নিজেই করেছেন রানী। এর আগের সিনেমাতে অন্য ধারার বিভিন্ন চরিত্রে অভিনয় করলেও অ্যাকশন দৃশ্যে কাজ করেননি রানী। ছবির ট্রেলার ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২২ আগস্ট। সূত্র: ইন্টারনেট 

হিতে-বিপরীত ঘটলো বিদ্যা

Image
হিতে-বিপরীত ঘটলো বিদ্যা  http://my1info.blogspot.com/   ইনফো ডেস্ক : বিদ্যা বালানের আপকামিং ফিল্ম ‘ববি জাসুস’ এর প্রচারে বেশ ব্যস্ত বিদ্যা বালান। এই ফিল্মে ১২টি চেহারায় দেখা যাবে তাঁকে। ‘ববি জাসুস’এর প্রচারে ভাদোদরায় পৌছান বিদ্যা বালান। ভেবেছিলেন প্রচারে ১৩তম চেহারায়ন রেন্দ্র মোদির বেশ ধরে দর্শকদের সামনে এসে সকলকে চমকে দেবেন তিনি। কিন্তু তাতেই গোল বেধেছে। তা দেখেই ক্ষুব্ধ বিজেপি নেতারা।   সেখানে নমো-র চেহারার প্রচার করতে চেয়েছিলেন বিদ্যা বালান। সূত্রে জানা যায় যে, বিদ্যা বালান ওরফে ববি জাসুস ওই চায়ের দোকানেও যেতে চেয়েছিলেন, যে দোকানের মালিক লোকসভা নির্বাচনে প্রার্থী পদের জন্য মোদির নাম প্রস্তাব করেছিলেন। কিন্তু নমোর গেটআপে বিদ্যাকে দেখেই ক্ষোভে জ্বলে ওঠেন বিজেপি নেতারা। তাঁর বিরুদ্ধে বিক্ষোভও প্রদর্শন করেন তাঁরা।

বলিউডে পা রাখাছেন গোবিন্দা কন্যা

Image
বলিউডে পা রাখাছেন গোবিন্দা কন্যা ইনফো ডেস্ক : বাবার পাশা-পাশি নিজেকে দেখতে চান বলিউডের পর্দায় গোবিন্দা কন্যা নর্মদা। সম্প্রতি একটি পাঞ্জাবি সিনেমার মাধ্যমে অভিনয় জগতে আসতে চলেছেন গোবিন্দা কন্যা নর্মদা। গোবিন্দা তার বিখ্যাত স্ট্রিট ডান্স স্টাইল ও অভিনয়ের মধ্যে দিয়ে বলিউডে নিজের একটি নিজস্ব স্থান তৈরি করে নিয়েছেন। তিনি চান তার কন্যাও প্রথম সিনেমার মধ্যে দিয়েই অভিনয় জগতে এক স্বতন্ত্র স্থান তৈরি করুক। লন্ডনে ফিল্ম স্টাডিস নিয়ে পড়াশোনা শেষ করে ভারতে ফিরে আসেন নর্মদা। কন্যার অভিনয় জগতে পা রাখা নিয়ে অসম্ভব উত্তেজিত বাবা গোবিন্দা। পাঞ্জাবি অভিনেতা গিপ্পি গারেওয়ালের বিপরীতে অভিনয় করবেন নর্মদা। গিপ্পি গারেওয়াল পাঞ্জাবি সিনেমার বেশ জনপ্রিয় একজন অভিনেতা। স্মীপ কাংগ পরিচালনায় এই ছবিটি সিনেমাটি রোমান্টিক কমেডি ধরনের সিনেমা। পাঞ্জাবি সিনেমায় অভিনয়ের পর এখন নর্মদা খাস বলিউডের সিনেমায় এন্ট্রি নেওয়ার জন্য খুবই ব্যস্ত। সূত্রে জানা গেছে নর্মদা জানিয়েছেন যে, তার অভিনয় ভবিষ্যৎ নির্ধারিত হবে পাঞ্জাবি সিনেমার সাফল্যের মধ্যে দিয়ে। নর্মদা ও গিপ্পি অভিনীত এই সিনেমাটি আগামী আগস্ট মাসে মুক্তি পেতে চলেছে। - ও...

লাইভ পারফর্সেন্স আলিয়ার প্রেম নিবেদন

Image
লাইভ পারফর্সেন্স আলিয়ার প্রেম নিবেদন http://my1info.blogspot.com/ ইনফো ডেস্ক : ‘সুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির পর আবারো দেখা মিলছে বরুণ ধাওয়ান ও আলিয়া ভাটের আপকামিং ফিল্ম ‘হাম্পটি শর্মা কি দুল্হানিয়া’তে। তাই আজকাল খুবই ব্যস্ত এই জুটি। ছবির প্রমোশনের জন্য সম্প্রতি একটি অ্যাওয়ার্ড ফাংশনে দেখা মিলছে এই জুটির এবং সেখানে আলিয়া যা করলেন তা দেখে সকলেই অবাক হয়ে গেলেন। এই শোতে আপকামিং ফিল্ম ‘হাম্পটি শর্মা কি দুল্হানিয়া’ একটি গানে লাইভ পারফর্সেন্স দিচ্ছিলেন বরুণ এবং আলিয়া। মঞ্চ কাপানো পারফর্সেন্স মাঝে হঠাৎই নাচ থামিয়ে সমস্ত দর্শকের সামনে হাঁটু গেড়ে বসে বরুণকে প্রেম নিবেদন সেরে ফেললেন এই তারকা। আলিয়ার এই কা-ে প্রথমে একটু ঘাবড়ে গেলেও পড়ে সকলে মজাই পেলেন ‘হাম্পটি শর্মা কি দুল্হানিয়া’ ছবির নির্মাতা কারন জোহর এই ছবিতে অর্জুনও আলিয়া দ্বিতীয়বার এক সঙ্গে কাজ করছেন এক আগেও ‘সুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবিতে আলিয়া ও অর্জুনকে একসঙ্গে দেখা গিয়েছিল- ওয়েবসাইট।

বাধা মানছেন না শিল্পীরা

Image
বাধা মানছেন না শিল্পীরা   ইনফো ডেস্ক : সামনেই ঈদ শিল্পীরা এখন মহাব্যস্ত। খারাপ আবহাওয়ার মাঝেও চলছে ঈদের নাটকের শুটিং। গত শনিবার থেকে পুরো সপ্তাহ জুরে পটুয়াখালী আর কুয়াকাটায় ছিল তিন নম্বর বিপৎসংকেত। ঝোড়ো হাওয়া আর বৃষ্টি, সাগর উত্তাল। সামনেই ঈদ হাতে সময় খুবই অল্প কিন্তু উপায় নেই। আবার নতুন করে তাঁদের সময় পাওয়া একেবারেই সম্ভব না। তাই বিপৎসংকেতও মানছেন না শিল্পীরা। তাই বিপৎসংকেত উপেক্ষা করেই শুটিং করতে হবে।  তার মধ্যেই বিহাইন্ড দ্য ট্র্যাপ নাটকের শুটিং হলো। ঈদে সাত পবের্র এই ধারাবাহিক নাটকটি প্রচারিত হবে এনটিভিতে। ২০১১ সালে ঈদের জন্য রেদওয়ান রনির পরিচালিত ধারাবাহিক নাটক বিহাইন্ড দ্য সিনে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছিলেন মোশাররফ করিম ও ফারুক আহমেদ। তিনি জানান, ওই নাটকে উপেক্ষা করে তৈরি হলো বিহাইন্ড দ্য ট্র্যাপ নাটকটি। দুই বন্ধু এবার কুয়াকাটা অভিযানে বের হয়। ঘটনাচক্রে তারা গ্রাম্যরাজনীতির সঙ্গে জড়িয়ে যায়। এরপর ঘটতে থাকে নানা মজার ঘটনা। এ দুই বন্ধুর সঙ্গে আছেন সুমাইয়া শিমু ও ঊর্মিলা। রনি জানান, গত সপ্তাহে তিনি নাটকটির শুটিং করেছেন সদরঘাট, পটুয়াখালী আর কুয়াকাটায়। আরও অভিনয় ...

বিতর্কিত ৬ দেশি সুন্দরী নায়িকা

Image
বিতর্কিত ৬ দেশি সুন্দরী নায়িকা    ইনফে ডেস্ক : মিডিয়া মানেই নানান আলোচনা আর সমালোচনার যায়গা। তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই একটু বেশিই মাতামাতি হয় মিডিয়াতে। আর তাই মিডিয়ার জালে জড়িয়ে অনেক তারকাই হয়ে যান বিতর্কিত। বাংলাদেশের বিনোদন জগতের এমনই ৬ সুন্দরী নায়িকার সম্পর্কে জেনে নিন । শখ: মডেলিং এর শুরুতেই বেশ জনপ্রিয়তা লাভ করেন এই তারকা। বাংলালিঙ্কের বিজ্ঞাপনের মাধ্যমে দিন দিন তার জনপ্রিয়তা বৃদ্ধি পায়। কিন্তু হঠাৎ তার একটি নগ্ন ভিডিও ফেসবুকে ছড়িয়ে পরায় বেশ সমালোচনার পাত্রী হয়ে উঠেন শখ। ভিডিওটি নিয়ে অনেক আলোচনা আর সমালোচনার ছড়িয়ে পরে মিডিয়াতে। কেউ বলেছেন সেটা শখ আবার কেউ বলেছেন শখের মত দেখতে অন্য কেউ। এছাড়াও শিডিউল নিয়ে প্রায়ই বেশ অবহেলা করেন শখ যা সবাইকেই বেশ বিরক্তিকর পরিস্থিতিতে ফেলেছে। সারিকা: শখের পাশাপাশি প্রায় একই সময়েই গ্ল্যামার জগতে পা রেখেছেন সারিকা। পরিবারে বাবা মায়ের একমাত্র কন্যা সারিকা। সুন্দরী এই তারকা জড়িয়েছেন একের পর এক বিতর্কে। সম্পকের্র ভাঙা গড়া ছাড়াও সিডিউল ফাকি দেয়া এবং  ইয়াবা আসক্তি কারণে অনেকটাই সমালোচনার সৃষ্টি হয়েছে তাকে নিয়ে। এছাড়াও সারিক...

আবারও একত্রে শাকিব ও জয়া

Image
আবারও একত্রে শাকিব ও জয়া http://my1info.blogspot.com/   ইনফে ডেস্ক : চলচ্চিত্রে আবার জুটি হতে যাচ্ছেন শাকিব খান ও জয়া আহসান। ছবির নাম পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি ২। সাফিউদ্দিন সাফি পরিচালনায় পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি ২ ছবিতে শাকিব খান ও জয়া আহসানকে এক সাথে অভিনয় করতে দেখা যাবে। ফ্রেন্ডস মুভিজের প্রযোজনা পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনির সিক্যুয়াল। প্রতিষ্ঠান  প্রথমটির ব্যবসায়িক সাফল্যই দ্বিতীয় ছবিটি নির্মাণে উৎসাহ জুগিয়েছে। এরই মধ্যে শাকিব ও জয়ার সঙ্গে আলোচনা চূড়ান্ত করেছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। দুজনই অভিনয়ের ব্যাপারে তাঁদের সম্মতি জানিয়েছেন। সাফিউদ্দিন সাফি বলেন, ‘ছবির শুটিং শুরু হবে ১০ সেপ্টেম্বর। প্রথমটির মতো দ্বিতীয়টিও যেন দর্শক ভালোভাবে গ্রহণ করে, আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’ ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন রুম্মান রশীদ খান। তিনি বলেন, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি ছবির মধ্য দিয়ে আমরা নতুনত্বের ছোঁয়া দিতে চেয়েছি। প্রথমটির সঙ্গে এবার কিছুটা মিল থাকলেও চমক থাকবে বেশি।’ পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি ছবির গান নিয়ে তৈরি অডিও অ্যালবাম বেশ জনপ্রিয় হয়।

অমিত-আঁচল ভাই-বোন!

Image
অমিত-আঁচল ভাই-বোন!    ইনফে ডেস্ক : অমিত হাসানের সঙ্গে মাত্র দু’টি ছবিতে অভিনয় করেছেন আঁচল।’প্রেম প্রেম পাগলামী’ এবং ‘ফাঁদ’ নামের এ দু’টি ছবিতে আঁচল ছিলেন নায়িকা আর অমিত খলনায়ক। আবার তারা একই ছবিতে অভিনয় করছেন। তবে নায়িকা-খলনায়ক নয়, এবার দর্শকরা তাদের পাবেন ভাই-বোনের চরিত্রে। মনতাজুর রহমান আকবরের পরিচালনায় ‘বোঝেনা সে বোঝেনা’ নামের ছবিটির দৃশ্যধারণ হচ্ছে পূবাইলে।  অমিত হাসান এখন খলনায়ক চরিত্রেই কাজ করছেন বেশি।’বোঝেনা সে বোঝেনা’ ছাড়াও শফিক হাসানের ‘ধূমকেতু’, চাষী নজরুল ইসলামের ‘অন্তরঙ্গ’, মনতাজুর রহমান আকবরের ‘তোমার প্রেমে দিওয়ানা’, নজরুল ইসলামের ‘চিনি বিবি’সহ বেশ কিছু ছবিতে কাজ করছেন তিনি। অন্যদিকে আঁচলের হাতে রয়েছে ইস্পাহানী আরিফ জাহানের ‘গুন্ডামী’ এবং শাহেদ চৌধুরীর ‘আড়াল’।

প্রীতি-নেস’র সমঝোতার চেষ্টা

Image
প্রীতি-নেস’র সমঝোতার চেষ্টা  http://my1info.blogspot.com/   ইনফে ডেস্ক : প্রীতি জিন্টা-নেস ওয়াদিয়া বিতর্কে সামনে উঠে এল নয়া তথ্য। শোনা যাচ্ছে, দুজনের মধ্যে গোপন সমঝোতার চেষ্টা করা হচ্ছিল। বিষয়টি যাতে বেশিদূর না গড়ায় তাই এই চেষ্টা হয়। তবে সূত্রের খবর, সব চেষ্টা বিফলে গেছে। মুখোমুখি বসে কথা বলতে রাজি হননি কেউই। শোনা যাচ্ছে, তিন জন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি মধ্যস্থতাকারীর কাজ করছিলেন। এদের মধ্যে একজন বিশিষ্ট শিল্পপতি, অপর জন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। তৃতীয় ব্যক্তি একজন স্বনামধন্য আইনজীবী। তবে এদের কারোর চেষ্টাই শেষ পর্যন্ত কাজে আসেনি। প্রাক্তন প্রেমিক তথা কিংস ইলেভেন পাঞ্জাবের যুগ্ম মালিক নেস ওয়াদিয়ার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন প্রীতি। শীঘ্রই নেস ওয়াদিয়াকে জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিস। ইতিমধ্যে বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীর বয়ান রেকর্ড করা হয়েছে। সূত্রের খবর, তাদের বয়ান প্রীতির অভিযোগকে সত্যি প্রমাণ করছে। - ওয়েবসাইট।

পুত্রসন্তানের পিতা হলেন অপূর্ব

Image
পুত্রসন্তানের পিতা হলেন অপূর্ব   ইনফে ডেস্ক : বিয়ের এক বছর পরই বাবা হলেন অপূর্ব। চিকিৎসক আগেই জানিয়ে দিয়েছিলেন অপূর্ব তার জন্মদিনেই (২৭ জুন) প্রথম সন্তানের বাবা হবেন। শেষ পর্যন্ত তা-ই হলো।  ২৭ জুন অপূর্ব ও তার স্ত্রী নাজিয়া হাসানের পুত্রসন্তান জন্ম নিয়েছে। হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জন্মদানের প্রক্রিয়া সম্পন্ন হয়। নবজাতকের নাম রাখা হয়েছে আয়েশ।  পুত্র সন্তানের বাবা হওয়া প্রসঙ্গে অপূর্ব ফেসবুক পেজে লিখেছেন, ‘আমার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না। আজ জীবনের সেরা জন্মদিনের উপহার পেয়েছি। ধন্যবাদ নাজিয়া হাসানকে আমাকে একটি পুত্রসন্তান [আয়েশ] উপহার দেওয়ার জন্য। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের জন্য দোয়া করেছেন।

দেবের ছবিতে হাবিবের গান

Image
দেবের ছবিতে হাবিবের গান  ইনফে ডেস্ক : হাবিবের গানে ঠোঁট মেলাবেন অভিনেতা থেকে সাংসদ হওয়া দেব। ভারতের ‘বিন্দাস’ ছবিতে গান গাইবেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী হাবিব। রাজীব বিশ্বাসের ‘বিন্দাস’ ছবিতে এই দৃশ্য দেখা যাবে। ’তোমাকে ছেড়ে আমি’ শিরোনামের গানটিতে হাবিবের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী তুলসী কুমার। পর্দায় তুলসীর গাওয়া লাইনগুলোতে ঠোঁট মেলাবেন ভারতের বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। সম্প্রতি গ্রিসে এর চিত্রায়ন হয়েছে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো ভারতের বাংলা ছবির জন্য কাজ করলেন হাবিব ওয়াহিদ। তিনিই এই গানের সুর ও সঙ্গীতায়োজন করেছেন। এ প্রসঙ্গে হাবিব বলেছেন, ‘পশ্চিমবঙ্গের নামি প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। আমার গান নিয়ে ‘বিন্দাস’ ছবিটি মুক্তি পাবে আসছে রোজার ঈদে। 'এরই মধ্যে ‘তোমাকে ছেড়ে আমি’ গানটির অংশবিশেষ ইউটিউবে প্রকাশ হয়েছে। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ফেসবুক পেজে জানানো হয়েছে, ২৯ জুন গানটির পূর্ণাঙ্গ ভিডিও ইউটিউবে ছাড়া হবে। জানা গেছে, ছবিটির প্রচারণামূলক অনুষ্ঠানে অংশ নিতে আগামী সপ...

স্বামীর পদবী যুক্ত করছেন না রানী

Image
স্বামীর পদবী যুক্ত করছেন না রানী  ইনফে ডেস্ক : বিয়ের পর কারিনা কাপুর খান, ঐশ্বরিয়া রাই বচ্চনের পথ অনুসরণ করতে নারাজ রানী মুখার্জি । নিজের অভিনীত নতুন ছবি ‘মারদানি’র ট্রেলার প্রকাশনা অনুষ্ঠানে রানী জানিয়েছেন, ‘নিজের নামটা আমার খুব প্রিয়। তাই স্বামীর পদবী নিজের নামের সঙ্গে যুক্ত করতে চান না তিনি। চলচ্চিত্রের সুবাদে সবাই আমাকে রানী মুখার্জি হিসেবেই চেনে। আর এই নামেই আমাকে আগামী দিনেও লোকে চিনবে। ভবিষ্যতে ছেলেমেয়ে হলে ওদের স্কুলে ভর্তি করাতে গেলে পদবী বদলাতে পারি। কিন্তু ভক্তদের জন্য আমি চিরকাল রানী মুখার্জিই থাকব।’ গত এপ্রিলে ইতালিতে যশরাজ ফিল্মসের অন্যতম অংশীদার আদিত্য চোপড়াকে বিয়ে করেন রানী। বিয়ে প্রসঙ্গে ৩৬ বছর বয়সী এই বলিউড তারকা বলেন, ‘বিয়ের ব্যাপারে আমার নিজস্ব কোনো মতামত ছিলো না। ইতালিতে বিয়ের পরিকল্পনা ছিল আদিত্যর। একথা জানার পর আমার কিছুই বলার ছিলো না।’ যশরাজ ফিল্মস প্রযোজিত ও প্রদীপ সরকার পরিচালিত ‘মারদানি’তে পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে রানীকে। এরই মধ্যে ছবিটির ট্রেলার মুগ্ধ করেছে বলিউড তারকা আমির খান-সহ অনেককে। এটি মুক্তি পাবে আগামী ২২ আগস্ট। বিয়ের পর এটাই হবে...

স্বামী সিদ্ধার্থকে বিদ্যার ধন্যবাদ

স্বামী সিদ্ধার্থকে বিদ্যার ধন্যবাদ ইনফো ডেস্ক : বিদ্যা বালন তাঁর পরবর্তী ছবি ‘ববি জাসুসে’র প্রচার নিয়ে এখন ভীষণ ব্যস্ত।  আর বিয়ের পর কাজ নিয়ে সেই একইরকম ব্যস্ত থাকতে পারার জন্য তিনি তাঁর স্বামী সিদ্ধার্থ রায় কপূরকে ধন্যবাদ জানিয়েছেন। কারণ, সিদ্ধার্থ তাঁকে নিজের সম্পত্তি ভাবেন না। তাঁর কাজের প্রতি আগ্রহকে সম্মান করেন, তাই বিয়ের পরও একইভাবে কাজ করে যেতে পারছেন বিদ্যা। বিদ্যার কথায়, ২০০৭-০৮ সালেও তিনি বছরে একটি করেই ছবি করতেন, এখনও তাই করেন। বিশেষ কোনও পরিবর্তন হয়নি। আর সেটা সম্ভব হয়েছে সিদ্ধার্থের নিজস্ব মনোভাবের জন্যই। বিদ্যা যখন সিদ্ধার্থের সঙ্গে সম্পর্কে ছিলেন, তখন যে গতিতে তাঁর জীবন কাটত, এখন সিদ্ধার্থের স্ত্রী হওয়ার পরও অবস্থার কোনও পরিবর্তন হয়নি। তিনি তাঁর বাবা-মার বিষয়ও বলতে গিয়ে জানান, বিদ্যার বাবা নিজের মেয়ের ছবির জগতে আসার সিদ্ধান্তর সপক্ষে থাকলেও, মা বিপক্ষেই ছিলেন। তাই বিদ্যার মা শুরুর দিকে মেয়ের শ্যুটিংয়ে আসলেও, এখন আর আসেন না। কারণ, বিদ্যার কথায় তিনি জানেন তাঁর মেয়ে নিরাপদই আছে। বিদ্যার পরবর্তী ছবি যা এখন মুক্তির অপেক্ষায় দিন গুনছে, তা হল ববি জাসুস।

৮ কেজি ওজন কমাতে হচ্ছে সোনমকে

Image
৮ কেজি ওজন কমাতে হচ্ছে সোনমকে ইনফো ডেস্ক : ৬ থেকে ৮ কেজি ওজন কমাতে হবে সোনম কাপুরকে। পরিচালক সুরজ বরজাতিয়ার ‘প্রেম রতন ধন পায়ো’ ছবিতে সালমান খানের নায়িকা তিনি। শুটিং শুরু হয়ে গিয়েছে, কিন্তু ছবির গল্পের প্রয়োজনে তাঁকে মেদ ঝরাতে বলা হয়েছে। তবে মাছ, চিকেন, স্যালাড সবই খেতে পারবেন তিনি, যদিও পরিমিত পরিমাণে। এর আগে আরবাজ খানের ‘ডলি কি ডোলি’ ছবির জন্যও। ওজন কমাতে হয়েছিল সোনমকে। ওই ছবিতে পাঞ্জাবী মেয়ের চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। ফের ওজন ঝরাতে প্রতিদিন প্রচুর কসরত করছেন সোনম। তাঁর ব্যক্তিগত ট্রেনার রাধিকা কার্লে জানিয়েছেন, লোহা তুলছেন তিনি। হৃদযন্ত্র সংক্রান্ত কিছু ব্যায়াম করছেন। ইন্টারভ্যাল ট্রেনিং ও নিচ্ছেন। সোনম নাকি সালমানের সঙ্গে অভিনয় করবেন বলে মুখিয়ে ছিলেন। এর আগে দুজনে একসঙ্গে কাজ করেছেন একটিমাত্র ছবিতে, সাওয়ারিয়া-তে। প্রেম রতন ধন পায়ো-তে অফার পেয়ে তিনি নাকি লুফে নেন। ছবিতে ডাবল রোলে রয়েছেন সালমান। তাঁর বিপরীতে রয়েছেন সোনম।

ফেরদৌসের রচনায় ও প্রযোজনায় নাটকে রিয়াজ-নিপুন

ফেরদৌসের রচনায় ও প্রযোজনায় নাটকে রিয়াজ-নিপুন  ইনফো ডেস্ক : তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক ফেরদৌস আহমেদ এবারই প্রথম একটি নাটক রচনা করেছেন। একটি বিদেশী গল্পের ছায়া অবলম্বনে ফেরদৌস ‘কনফিউশন’ নামের একটি নাটক রচনা করেছেন। নাটকটি তিনি তার নাটক-টেলিফিল্মের প্রযোজনা সংস্থা ‘সিনেমাস্কোপ’ থেকেই নির্মাণ করেছেন। নাটকটি নির্মাণ করেছেন আবীর খান। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌসেরই ঘনিষ্ঠ বন্ধু তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক রিয়াজ ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা নিপুন। নাটকে রিয়াজ ও নিপুন স্বামী স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। গত মঙ্গলবার রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং শেষ হয়েছে। হঠাৎ গল্প রচনা প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘ সত্যি বলতে কী কনফিউশন এমন একটি নাটক যার গল্প শেষ হয়েও হবেনা শেষ। এর বিষয়বস্তুটি ভালোলাগায় নিজেই নাটকটি রচনা করেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ছাত্র। নাটক রচনা করার বিষয়টি আমারও চর্চায় থাকা উচিত বলে আমি মনেকরি।’ রিয়াজ, ‘ ফেরদৌসের স্টোরি টেলিং আমার কাছে অনেক ভালোলেগেছে। নিজের বন্ধুর প্রযোজনায় নাটক করেছি-সেটাও অন্য...

মিউজিক ভিডিওতে লিজা

Image
মিউজিক ভিডিওতে লিজা  ইনফো ডেস্ক : ক্লোজআপ ওয়ান বিজয়ী সঙ্গীতশিল্পী ও জনপ্রিয় উপস্থাপিকা সানিয়া সুলতানা লিজা আসন্ন ঈদ উপলক্ষে একটি মিউজিক ভিডিও তৈরি করেছেন। সম্প্রতি গানটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। ‘এসো না-২’ শিরোনামের এ যৌথ গানে লিজার পাশাপাশি দেখা যাবে আরেক শিল্পী মোহনকে। ‘এসো না’ শিরোনামের গানটি লিখেছেন আরাফাত সেতু। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন পারভেজ জুয়েল। এ প্রসঙ্গে লিজা বলেন, ‘গানটির মতোই ভিডিওটির মেকিং ভালো হয়েছে। আমি এর আগেও দুটি মিউজিক ভিডিওতে মডেল হয়েছিলাম। এটা নিয়ে তিনটি হলো। আশা করছি, কাজটি প্রশংসিত হবে।’ ভিডিওটি নির্দেশনা দিয়েছেন সৈকত রেজা। সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন বিকাশ সাহা।

একসাথে দশ চ্যানেলে উপস্থাপনায় রিচি

Image
একসাথে দশ চ্যানেলে উপস্থাপনায় রিচি   ইনফো ডেস্ক : আসছে রমজান মাসের প্রথম দিন থেকে একসঙ্গে দশটি চ্যানেলে জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মানকে উপস্থাপনা করতে দেখা যাবে। রান্না বিষয়ক অনুষ্ঠান ‘নর (কহড়ৎৎ) টেস্ট এ্যা- টুইস্ট’ অনুষ্ঠানের উপস্থাপনা করছেন তিনি। রিচির ভাষ্যমতে এটাই তার প্রথম উপস্থাপনা যেখানে তিনি উপস্থাপনায় নিজেকে একেবারেই ভিন্নভাবে তুলে ধরতে পেরেছেন। রিচি বলেন , ’ আমার সবসময়ই এমন একটি ইচ্ছে ছিলো যে যদি কখনো উপস্থাপনা করতেই হয় তাহলে এমন কোন অনুষ্ঠানের উপস্থাপনা করবো যেখানে সত্যিকার অর্থে আমার শেখার মতো কিছু থাকবে। তো ‘নর টেস্ট এ্যা- টুইস্ট’ অনুষ্ঠানটিতে উপস্থাপনা করতে গিয়ে আমি মজার মজার রান্না করতে শিখেছি-এ বিষয়টি আমি ভীষণ উপভোগ করেছি।’ রিচি আরও বলেন , ‘আমি রান্না করতে যেমন ভীষণ ভালোবাসি ঠিক তেমনি তা পরিবারের সদস্যদের কিংবা অতিথিদের খাওয়াতেও স্বাচ্ছন্দ্যবোধ করি। নতুন অনেক কিছু রান্না করতে শিখেছি যা আমার নিজের জীবনে অনেক কাজে লাগবে।’ এদিকে আসছে ঈদ উপলক্ষ্যে রিচি সোলায়মান এরইমধ্যে মাহফুজ আহমেদের নির্দেশনায় তিনটি খন্ড নাটক, ইমরাউল রাফাতের নির্দেশনায় দুটি খ- নাটক এবং চয়নিকা...

এবার কিস্তিমাতের আইটেম গানে সিন্ডি

Image
এবার কিস্তিমাতের আইটেম গানে সিন্ডি  ইনফো ডেস্ক : নোমান রবিনের ‘কমন জেন্ডার দ্য ফিল্ম’ এবং রেদওয়ান রনির ‘চোরাবালি’ ছবির আইটেম গানে নেচেছিলেন বাংলাদেশি বংশোদ্ভুত মার্কিন অভিনেত্রী সিন্ডি রোলিং। এবার তাকে দেখা যাবে আশিকুর রহমানের ‘কিস্তিমাত’ ছবির আইটেম গানে। এর শিরোনাম ‘মেহবুবা’।  ২৫ জুন এফডিসির একটি ফ্লোরে গানটির চিত্রায়ন হয়েছে।  এ প্রসঙ্গে সিন্ডি রোলিং বাংলানিউজকে বলেন, ‘আমেরিকা আর বাংলাদেশে যাওয়া-আসার মধ্যে থাকি আমি। কাজের জন্যই মূলত দেশে আসি। সম্প্রতি চুক্তিবদ্ধ হলাম ‘কিস্তিমাত’ ছবির সঙ্গে। আমরা আগামী দুই-তিনদিন টানা কাজ করব। আশা করছি, আগের দুটি আইটেম গানের মতো নতুনটিও দর্শকদের মন ভরাবে।’ এরই মধ্যে ‘কিস্তিমাত’ ছবির চিত্রায়ণ শেষ হয়েছে। এ ছবিতে অভিনয় করেছেন আরিফিন শুভ ও আঁচল।

ঈদের ছবি নিয়ে ব্যস্ত ববি

Image
ঈদের ছবি নিয়ে ব্যস্ত ববি http://my1info.blogspot.com/ ইনফো ডেস্ক : http://my1info.blogspot.com/ ২০১০ সালের ইফতেখার চৌধুরী পরিচালিত খোঁজ দ্যা সার্চ এর মাধ্যমে চলচ্চিত্র জগতে পা। এ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন। তবে ছবিটি দিয়ে বেশ আলোচনায় চলে আসেন ববি। এরপর তার দেহরক্ষী ছবিটি মুক্তি পায়। এ ছবিটিও দর্শকমহলে প্রশংসা অর্জন করে। পরে ফুল অ্যান্ড ফাইনাল ও ইঞ্চি ইঞ্চি প্রেম ততটা আলোড়ন সৃষ্টি করতে না পারলেও রাজত্ব দিয়ে আবারও লাইমলাইটে চলে আসেন ববি।  বর্তমানে ববির হাতে রয়েছে পাঁচটি ছবি। এগুলো হলো ইফতেখার চৌধুরীর পরিচালনায় অ্যাকশন জেসমিন, ওয়ান-ওয়ে, শফিক হাসানের স্বপ্নছোঁয়া, বদিউল আলম খোকনের হিরো: দ্য সুপারস্টার ও মোহাম্মদ হোসেনের আই ডোন্ট কেয়ার। ছবিগুলোয় ববির সঙ্গে শাকিব খান, আনিসুর রহমান মিলন, বাপ্পী ও সাইমন অভিনয় করছেন। ববি বলেন, চলচ্চিত্রের নায়িকা হবো, সে কথা কখনও ভাবিনি। তবে মিডিয়ায় নিয়মিত কাজ করার ইচ্ছা ছিল। এ লক্ষ্যকে সামনে রেখেই ছোট পর্দায় আমার পথচলা শুরু হয়। এ পথচলার মধ্যে হঠাৎ একদিন পরিচালক ইফতেখার চৌধুরীর সঙ্গে আমার পরিচয় হয়। এরপরই আমার জীবনের নতুন দিগন্তের সূচনা ঘটে।...

চাকরি দেবেন সালমান খান

Image
চাকরি দেবেন সালমান খান   ইনফো ডেস্ক : বলিউডের অভিনেতা সালমান খান এবার তার ভক্তদের বেকারত্ব দূর করার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন। বুধবার মাইক্রোব্লগিং সাইট টুইটারে এক ঘোষণায় তিনি এ তথ্য জানান। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস। সালমান খান তার ভক্তদের ফেসবুকে শুধু সময় পার না করে চাকরি খোঁজারও পরামর্শ দিয়েছেন। সালমান লিখেছেন, ‘আপনার ফেসবুক পেজ শুধু সময় পার করার জন্য নয়। এটি কাজ খোঁজার কাজেও লাগান।’ এরপর তিনি একটি ওয়েবসাইটের ঠিকানা পোস্ট করেছেন- http://beinghumanworkshop.com সালমান আরও লিখেছেন, ‘আমার ফেসবুক পেজের যাদের চাকরি নেই, আমি আমার বন্ধুদের সঙ্গে কথা বলেছি তাদের চাকরির জন্য। তবে অবশ্যই আপনার যোগ্যতা অর্জন করতে হবে।’

বলিউডের খিলাড়ি

Image
বলিউডের খিলাড়ি ইনফো ডেস্ক : নাহ, ফুটবলটা কিছুতেই পিছু ছাড়ছে না। গোলের মৌসুমে বলিউড বক্স অফিসকে এক জোড়া গোল উপহার দিয়ে ফেললেন বিটাউনের এক খিলাড়ি। বক্স অফিস আয়ে তাঁর ছবি এখন এক-এর পেছনে গোল দুটো শূন্য বসিয়ে এক শ কোটি ক্লাবের জালে। শুধু কি তাই! চলতি বছরে এ পর্যন্ত সর্বাধিক আয় করা সালমানের ছবি জয় হোকেও যেকোনো মুহূর্তে পেছনে ফেলে দেবে তাঁর এই ছবি। হ্যাঁ, ছবির নাম হলিডে। আর সেই ছবির নায়ক ‘খিলাড়ি’খ্যাত বলিউড অভিনেতা অক্ষয় কুমারের কথাই বলছি আজ। যাঁরা ভুলে গেছেন, তাঁদের মনে করিয়ে দিই, বলিউডে অক্ষয়ের শুরুটা নব্বইয়ের দশকে। আর সেই থেকে আজ অবধি প্রায় ২৫ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার। বলিউডে সবচেয়ে বেশি নায়িকার সঙ্গে জুটি বাঁধার রেকর্ডটাও তাঁরই। মাধুরী, জুহি, ঐশ্বরিয়া, কাজল, মনীষা, শিল্পা, রাবিনা, পূজা ভাটের পাশাপাশি ক্যাটরিনা, কারিনা, প্রিয়াঙ্কা কিংবা জেন ওয়াইয়ের দীপিকা, আনুশকা, সোনাক্ষীÑখিলাড়ির নায়িকা কে হয়নি বলুন? ১৯৯১ সালে সুগন্ধা ছবির মধ্য দিয়ে অক্ষয়ের বলিউড অভিষেক। পরের বছরেই আব্বাস-মাস্তানের সাসপেন্স থ্রিলার হিট ছবি খিলাড়ি দিয়েই ‘খিলাড়ি’ তকমাটা পেয়ে গেলেন অক্ষয়। ক্যারিয়ারের প্রথম হিট ছবি এ...

নায়লার মতই খোলামেলা হতে চাইছেন তৃণ?

Image
নায়লার মতই খোলামেলা হতে চাইছেন তৃণ? ইনফো ডেস্ক : নায়লা নাইম এখন একটি আলোচিত নাম। বার বারই খোলামেলা পোশাকের কারণে আলোচনায় আসছেন তিনি। বাঙালি মডেল হয়ে অন্তর্বাসের মডেলিং করার পর থেকেই তাকেই নিয়ে কানাঘুষা চলছে সবখানে। আর মাত্র কয়েকদিন আগেই তাকে নিয়ে আলোচনাটা আরো জমে উঠেছে যখন তিনি ব্রাজিলের পতাকার থিমে খুবই স্বল্প বসনে ফটোসেশন করেন। সেটা নিয়ে আলোচনা চলতে চলতেই আবার তিনি ফেসবুকে দেন আর্জেন্টিনার পতাকা পরা ছবি।  নায়লাকে নিয়ে আলোচনা এখনো চলছে। কিন্তু এই আলোচনাতেই বুঝি ভাগ বসাতে চাইছেন মডেল তৃণ। অনেকটা নায়লার অনুকরণেই তিনি ব্রাজিলের পতাকা গায়ে জড়িয়ে বেশ খোলামেলা ভাবেই ছবি তুলে ফেসবুকের প্রোফাইল ছবি দিয়েছেন। আর সেটা নিয়ে উঠেছে আলোচনা-সমালোচনার ঝড়। ছবিটি প্রসঙ্গে তৃণ জানিয়েছেন যে ব্রাজিল তার প্রিয় দল। নেইমারের খেলা দেখতে দেখতে কোথায় যেন হারিয়ে যান তিনি। আর তাই প্রিয় দলের পতাকা পরে ফটোসেশন করেছেন তিনি। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়–য়া তৃণ দীর্ঘদিন ধরে র‌্যাম্প মডেল হিসেবে কাজ করছেন। সম্প্রতি রাজধানীর হোটেল র্যানডিসনে বলিউড অভিনেত্রী সোহা আলী খানের সঙ্গে ‘পন্ডস প্রেজেন্টস দ্য লাস্ট্রস রানও...

সর্বকালের সেরা ১০টি ব্যয়বহুল সিনেমা

Image
সর্বকালের সেরা ১০টি ব্যয়বহুল সিনেমা  ইনফো ডেস্ক : সিনেমা আজকের দিনে সবচেয়ে জনপ্রিয় বিনোদন মাধ্যম। একটা ভালো সিনেমা তৈরি করতে বেশ অর্থ ব্যয় করতে হয়। কোন কোন নির্মাতা তাঁর চিন্তাটিকে দর্শকের চোখে পৌঁছে দিতে প্রচুর অর্থ ব্যয় করেন। আর ভালো সিনেমা প্রযোজকের বিনিয়োগকৃত অর্থ ফিরিয়ে আনার পাশাপাশি আর্থিক ভাবেও সফলতা আনে। এর ব্যতিক্রমও হয় অনেকক্ষেত্রে। যাইহোক, আসুন জেনে নিই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ১০টি সিনেমা সম্পর্কে। ১০। দ্য ক্রনিক্যালস অব নারনিয়া: প্রিন্স কাস্পিয়ান সি এস লুইসের শিশুতোষ উপন্যাস অবলম্বনে এপিক ফ্যান্টাসি সিনেমা ‘দ্য ক্রনিক্যালস অব নারনিয়া: প্রিন্স কাস্পিয়ান’ নির্মাণ করেন পরিচালক এন্ড্রু এ্যাডামসন। ২২৫ মিলিয়ন মার্কিন ডলারে তৈরি এ সিনেমাটি ১৬ মে, ২০০৮ এ মুক্তি পেয়ে বক্স অফিসে এ পর্যন্ত ফিরিয়ে দিয়েছে ৪১, ৯৬, ৬৫, ৫৬৮ মার্কিন ডলার। ৯। পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: ডেড ম্যান’স চেস্ট এটি গোর ভার্বিনস্কি পরিচালিত পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান সিরিজের দ্বিতীয় সিনেমা। তারকা অভিনেতা জনি ডেপ, অরলেন্দু ব্লিউম অভিনীত ফ্যান্টাসি ধর্মী সিনেমাটি নির্মানে খরচ হয়েছে ২২৫ মিলিয়ন মার্ক...

বলিউডের ৬ জনপ্রিয় তারকার গোপন মেধা!

Image
বলিউডের ৬ জনপ্রিয় তারকার গোপন মেধা!  ইনফো ডেস্ক : বলিউডের অভিনেতা অভিনেত্রীদের অভিনয়ের প্রতিভায় আমরা মুগ্ধ হয়ে যায় প্রতিনিয়তই। প্রতিটি সিনেমার চরিত্রের সাথেই যেন তাঁরা মিশে যেতে পারেন খুব সহজেই। কিন্তু আমরা তাদের লুকানো অনেক প্রতিভার কথা হয়তো একেবারেই জানিনা। জেনে নিন বলিউডের নামীদামী ৬ তারকার লুকিয়ে রাখা মেধা সম্পর্কে। পরিনীতি চোপড়া পরিনীতি চোপড়া অত্যন্ত মেধাবী একজন অভিনেত্রী। মানুষ যেখানে একটি ডিগ্রী অর্জন করতে হিমশিম খায় সেখানে তার আছে তিন তিনটি ডিগ্রী। ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে তিনি বিজনেস, ফিন্যান্স ও ইকোনোমিক্সের উপরে ডিগ্রী অর্জন করেছেন। পরবর্তিতে তিনি ইয়াস রাজ ফিল্মসে চাকরি নেন এবং সেখান থেকেই তিনি ইয়াস রাজ ফিল্মসে অভিনয় করার প্রস্তাব পান। অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চন হতে চেয়েছিলেন রেডিও জকি। কিন্তু তার ভারী কন্ঠের কারণে তিনি বাদ পড়ে গিয়েছিলেন অল ইন্ডিয়া রেডিও এর অডিশন থেকে। এই অমিতাভই পরে হয়ে উঠেছেন বলিউডের সেরা একজন নায়ক। আমিশা প্যাটেল মিষ্টি হাসির অধিকারিণী এই অভিনেত্রী হৃতিকের বিপরীতে কাহো না প্যায়ার হ্যায় সিনেমায় অভিনয় করেছিলেন। আমিশা কিন্তু শুধু এক...

ঈদে আসছেন বর্ষা

Image
ঈদে আসছেন বর্ষা  ইনফো ডেস্ক : ঈদ উৎসবের প্রতিযোগিতায় নায়িকাদের মধ্যে সবচেয়ে নির্ভার আলোচিত নায়িকা বর্ষা। ছবি মুক্তি নিয়ে কোন টেনশন কাজ করে না তার মধ্যে। বরং আত্মবিশ্বাস এতো বেশি থাকে যে, কার সঙ্গে কোন ধরনের প্রতিযোগিতা হবে এসব নিয়েও মাথা ঘামান না তিনি। কারণ, নিজের অভিনীত ছবিগুলোর সাফল্য এবং পর্দা উপস্থিতিতে বর্ষা বরাবরই সন্তুষ্ট। ছবির প্রযোজক, পরিচালক ও নায়ক অনন্ত বর্ষাকে যথাযথভাবে পর্দায় আনতে কোন কার্পণ্য করেন না। আসন্ন ঈদ উৎসবে মুক্তির জন্য প্রস্তুত ‘মোস্ট ওয়েলকাম টু’ ছবিতেও অনন্ত বর্ষাকে দর্শকদের পছন্দের মতো করে তুলতে সবদিক দিয়েই চেষ্টা করেছেন। বিশেষ করে আগের ছবিগুলোর তুলনায় অনেক বেশি যতœ নিয়েছেন অনন্ত ছবিটি নিজের পরিচালিত বলে।’মোস্ট ওয়েলকাম টু’ অনন্ত পরিচালিত দ্বিতীয় ছবি। তার পরিচালিত প্রথম ছবি ‘নিঃস্বার্থ ভালবাসা’ ভাল ব্যবসা করার পর আরও বেশি মেধা খাটিয়ে অনন্ত নির্মাণ করেছেন ‘মোস্ট ওয়েলকাম টু’। এর আগে তার প্রযোজিত ও অভিনীত ‘মোস্ট ওয়েলকাম’ দুর্দান্ত ব্যবসা করেছিল। অনন্য মামুন পরিচালিত এ ছবিতে নায়িকা ছিলেন বর্ষা। অনন্ত-বর্ষা জুটির ৫ নম্বর ছবি হচ্ছে ‘মোস্ট ওয়েলকাম টু’। ৫টি ...

রানীর নতুন ছবির ট্রেলার

Image
রানীর নতুন ছবির ট্রেলার http://my1info.blogspot.com/ ইনফো ডেস্ক : যশরাজ ফিল্মসের অংশীদার আদিত্য চোপড়াকে বিয়ের পর রানী মুখাজির্র নতুন ছবি মুক্তির অপেক্ষা। আলোচনার তুঙ্গে থাকা ‘মারদানি’ নামের ছবিটির প্রথম ট্রেলার মুক্তি পেয়েছে। এর মধ্য দিয়ে ভক্তদের প্রতীক্ষা একটু হলেও কমেছে। যশরাজ ফিল্মস প্রযোজিত ছবিটি রানীকে মহাসাফল্য এনে দেবে বলে আশা করা হচ্ছে। ‘মারদানি’ ছবিটি মারধরে ভরপুর। এতে ৩৬ বছর বয়সী বলিউডের এই অভিনেত্রীকে দেখা যাবে একজন জেদি ও কর্তব্যপরায়ণ পুলিশ কর্মকর্তার ভূমিকায়। তার চরিত্রের নাম শিবানী শিবাজি রায়। মুম্বাইয়ের অপরাধ বিভাগের এই কর্মকর্তা শিশুপাচারকারীদের নির্মূল করতে বদ্ধপরিকর। সত্যি ঘটনা অবলম্বনে ছবিটি পরিলনা করেছেন প্রদীপ সরকার। এর আগে তার পরিচালনায় ‘লাগা চুনারি মে দাগ’-এ কাজ করেছিলেন রানী। আদিত্যর সঙ্গে রানীর বিয়ের কারণে এ ছবির কাজ আটকে ছিল। অবশেষে জানা গেছে, ‘মারদানি’ সারাভারতে মুক্তি পাবে ২২ আগস্ট। 

পুলিশের মুখোমুখি প্রীতি

Image
পুলিশের মুখোমুখি প্রীতি  http://my1info.blogspot.com/   ইনফো ডেস্ক : মঙ্গলবার ওয়াংখেড়ে স্টেডিয়ামেই প্রীতি জিন্টার বয়ান নিলো পুলিস। আই পি এল ম্যাচ চলাকালীন এখানে নেস ওয়াদিয়া তার শ্লীলতাহানি করেছিলেন, গালাগালি দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন অভিনেত্রী। ১২ জুন মেরিন ড্রাইভ থানায় অভিযোগ লিখিয়ে আমেরিকা চলে গিয়েছিলেন প্রীতি। ফিরেছেন রোববার। পুলিশ তাকে জানায়, স্পট রিপোর্ট লিখতে সুবিধা হবে বলে যেখানে ঘটনা ঘটেছিল সেই ওয়াংখেড়ে স্টেডিয়ামেই বয়ান নিতে চাই আমরা। প্রীতি বান্দ্রার বাড়িতেই বয়ান দিতে আগ্রহী থাকলেও শেষে স্টেডিয়ামেই আসেন। উপস্হিত সাংবাদিকদের ক্যামেরার ঝলকানির মধ্যে প্রায় দৌড়ে স্টেডিয়ামে ঢুকে যান তিনি। স্টেডিয়ামের কোন স্ট্যান্ডে, কোন আসনের সামনে ঘটনা ঘটেছিল তা অভিনেত্রীর কাছে জানতে চায় পুলিশ। ঘটনার সময়ে কে কে উপস্হিত ছিলেন তাও খতিয়ে দেখবে তারা। এদিকে, অভিনেত্রী-শিল্পপতি দ্বন্দ্ব ঘিরে ক্রমশ জলঘোলা হচ্ছে বিভিন্ন সংবাদমাধ্যমে। বম্বে ডাইংয়ের চেয়ারম্যান ও নেসের বাবা নাসলি অভিযোগ করেছেন, প্রীতির হয়ে বেশ কয়েকবার তাকে ফোনে হুমকি দিয়েছে পলাতক ডন রবি পূজারি। এছাড়া বিভিন্ন সংবাদমাধ্য...