ঈদে রনি দিবে সাত দিন

ঈদে রনি দিবে সাত দিন ইনফো ডেস্ক : রেদওয়ান রনির পরিচালনায় ‘বিহাইন্ড দ্য সিন’ ধারাবাহিক নাটকটি প্রচারিত হয়েছিলো ২০১১ সালের ঈদে। নাটকটি প্রচারের পরপরই চারদিকে ব্যাপক আলোচনা শুরু হয়। তাই দীর্ঘ তিন বছর পর রেদওয়ান রনি নিয়ে আসছেন ‘বিহাইন্ড দ্য ট্র্যাপ’ শিরোনামে সাত পবের্র নতুন একটি ধারাবাহিক নাটক। সম্প্রতি রাজধানীর সদরঘাট এবং কুয়াকাটায় নাটকটির চিত্রধারণ করা হয়েছে। নাটকটি নির্মাণ প্রসঙ্গে রেদওয়ান রনি বলেন, ‘অনেক বাধা বিপত্তি পেরিয়ে নাটকটির চিত্রধারণ করতে হয়েছে। কারণ কুয়াকাটায় শ্যুটিং করার সময় তিন নম্বর বিপদসংকেত চলছিলো অর্থ্যাৎ সাগর উত্তাল। এর মধ্যেই আমরা শ্যুটিং করেছি। তবে এ জন্যে শ্যুটিং ইউনিটের পুরো টিমকে কৃতজ্ঞাতা জানাতে হয় কারণ তারা আমাকে সব ধরনের সহযোগিতায় করেছে।’ নাটকটির গল্পে, দুই বন্ধু কুয়াকাটায় অভিযানে বের হয়। ঘটনাচক্রে জড়িয়ে পড়ে স্থানীয় রাজনীতির সঙ্গে। তারপরই ঘটতে থাকে মজার মজার সব ঘটনা । নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, ফারুক আহমেদ, সুমাইয়া শিমু, উর্মিলা শ্রাবন্তী কর, মম মোর্শেদ, মাজনুন মিজান, মিঠু, কচি খন্দকার, সাব্বির, নাদিয়া নদী প্রমুখ। উল্লেখ্য, সা...