আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন যেসব জনপ্রিয় নারী তারকারা

আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন যেসব জনপ্রিয় নারী তারকারা ইনফো ডেস্ক: আত্মহত্যার প্রবণতা যেন দিন দিন বেড়েই চলছে। মিতা নূর, মম, রবিন উইলিয়ামসের পর এবার ন্যান্সির আত্মহত্যার খবরে মুখরিত পুরো দেশ। আর এই ঘটনাটি নতুন কিছু নয়। আলোয় ঝিলমিল বিনোদন জগতের আর একটি দিক যে রয়েছে তা আমরা ভুলে যাই প্রতিনিয়ত। তবে চলুন একঝলক দেখে নেই হলিউড, বলিউড এবং ঢালিউদের তারকাদের সেই তালিকা, যাদের গভীর কষ্ট ও বিষণœতা ঠেলে দিয়েছে আত্মহননের পথে। বাংলাদেশের বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সিও বেছে নিয়েছেন এই পথ। স্বামী ময়মনসিংহ পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তা নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে মান-অভিমান অন্যতম। অভিমানের সূত্র ধরেই আত্মঘাতী এ সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন তিনি। স্বামীর সঙ্গে দ্বন্দ্বের জের ধরে ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ন্যান্সি। তবে এই অভিনেত্রীও ব্যর্থ হন। বর্তমানে তিনি ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। স্বামী ডেভিড জাস্টিসের সাথে বিচ্ছেদের পর অস্কার জয়ী এই তারকা যাকে কিনা হলিউডের নারী শক্তির অন্যতম উদাহরণ মনে করা হয়, সেই হ্যালি বেরি আত্মহত্যার চেষ্টা করেন। তবে সেই চেষ...