Posts

Showing posts with the label Poriniti

পরিণীতি এবার জিরো ফিগারে

Image
পরিণীতি এবার জিরো ফিগারে ইনফো ডেস্ক : হাসি-খুশি, মিষ্টি চেহারার পরিণীতি চোপড়া ইতিমধ্যেই রুপালি পর্দায় ভিন্ন ধারায় অভিনয় করে নজর কে পড়েছেন।  তবে বিশ্বস্ত সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী এবার ‘হাসি তো ফাঁসি’ র অভিনেত্রী নাকি সাইজ জিরো হওয়ার জন্য উঠে-পড়ে লেগেছেন। বি টাউনে গুঞ্জন চলছে আবার বলিউডি অভিনেত্রীদের জিরো ফিগার হওয়ার কম্পিটিশন শুরু হয়ে গেছে। এই কয়েক দিন আগে জানা গেছে অভিনেত্রী সোনম কাপুর সালমান খানের আগামী ছবিতে অভিনয়ের জন্য আট কেজি ওজন কমিয়ে ফেলেছেন। এবার পালা পরিণীতি চোপড়ার, শোনা যাচ্ছে জি টিভির একটি নতুন রিয়েলিটি অনুষ্ঠানে তাঁর নতুন লুক ও ফিগারে সবাইকে চমকে দিয়েছেন ‘ইসকজাদে’র নায়িকা। তবে পরিণীতি নাকি তাঁর ফিগারে খুব একটা খুশি নন তিনি আরো ওজন ঝরিয়ে ফেলতে চান। অর্থাৎ স্বপ্ননগরীর নায়িকারা এবার আবার করিনা কাপুরের ‘জিরো’ ফিগারের দিকে লক্ষ্য রেখে এগোচ্ছেন।