Posts

Showing posts with the label Mosarrof Karim

শুরু হলো ‘অজ্ঞাতনামা’র শুটিং

Image
MEn || ২৬ মে থেকে রাজবাড়ি জেলার পাংশায় শুটিং শুরু হয়েছে তৌকীর আহমেদ পরিচালিত ‘অজ্ঞাতনামা’ ছবির শ্যুটিং। এ দিন শুটিংয়ে অংশ নেন মোশাররফ করিম ও নিপুণ। ৪ জুন পর্যন্ত পাংশাতেই চলবে এর শুটিং। এরপর শুরু হবে রাজবাড়ির গোয়ালন্দে। অপরাধ জগতের গল্প নিয়ে নির্মিত এ চলচ্চিত্রে ফরহাদ নামের একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম আর বিউটি চরিত্রে অভিনয় করেছেন নিপুণ। উল্লেখ্যেএটি তৌকির আহমেদ পরিচালিত চতুর্থতম চলচ্চিত্র। এর আগে তিনি নির্মাণ করেন ‘দারুচিনি দ্বীপ’, ‘জয়যাত্রা’, ‘রূপকথার গল্প’।

‘ফাঁদ’ নাটকে জুটিবদ্ধ মোশারফ করিম-ফারিয়া

Image
MEn || প্রথমবারের মতো ফারিয়ার ফাঁদে ধরা পড়েছেন মোশাররফ করিম। তবে তা বা¯Íবে নয়, ‘ফাঁদ’ শিরোনামে ছয় পর্বের একটি ধারাবাহিক নাটকে। ঈদের জন্য নির্মিত নাটকটিতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন এই দুই তারকা। নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা তুহিন হোসেন বলেন, নাটকের চরিত্রে মোশাররফ করিম বরিশালের মানুষ। ঘটনাচক্রে ঢাকায় আসে সে। কিন্তু ঢাকায় পা রাখার পর থেকেই বিভিন্ন রকম ফাঁদে পড়তে থাকে। একপর্যায়ে ফারিয়ার ফাঁদেও ধরা পড়ে। তিনি আরো বলেন, নাটকটি মোশাররফ-ফারিয়া জুটির প্রথম কাজ। তা ছাড়া এই নাটকে একসঙ্গে এমন অনেক অভিনেতা রয়েছেন যাঁরা মজার মানুষ

ঢাকাইয়া ভাষায় মোশাররফ করিম

Image
MEn || বিভিন্ন চরিত্র এবং বিভিন্ন আঞ্চলিক ভাষায় অভিনয় করে দর্শকদের হৃদয়ে অনেক আগেই জায়গা করে নিয়েছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এরই ধারাবাহিকতায় এবার ঢাকাইয়া ভাষায় অভিনয় করলেন তিনি। মুহাম্মদ আবু রাজীনের রচনা ও শেখ সেলিমের পরিচালনায় ঈদের বিশেষ নাটক ‘চাঁদে চন্দ্রবিন্দু নেই’ নাটকে মোশাররফ করিমকে দেখা যাবে ঢাকাইয়া ভাষায়। আর তার সঙ্গে জুটিবদ্ধ হয়ে প্রথমবারের মতো অভিনয় করেছেন আজমেরী আশা। এছাড়াও নাটকে বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন উজ্জ্বল মাহমুদ। আসছে ঈদকে সামনে রেখে নাটকটির শুটিং সম্প্রতি কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়িত হয়। নাটকটি প্রযোজনা করেছে পেকাপ প্রোডাকশন।

মোশাররফ-জুঁই দম্পতির ‘অনন্ত প্রেম’

Image
মোশাররফ-জুঁই দম্পতির ‘অনন্ত প্রেম’ টেকনো ডেস্ক : জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও তার স্ত্রী জুঁই করিমকে নিয়ে মাছরাঙা টেলিভিশন নির্মাণ করেছে ঈদের বিশেষ অনুষ্ঠান ‘অনন্ত প্রেম’। অনুষ্ঠানে নিজেদের প্রেম-ভালোবাসার গল্প বলবেন টিভি নাটকের জনপ্রিয় এই দম্পতি। সেই সাথে নিজেদের ভালো-মন্দ, মান-অভিমান, অভিযোগ-অনুযোগের কথাও বলবেন তারা। দু’জনের কন্ঠে গানও শোনা যাবে এতে।  মোশাররফের লেখা গান গেয়ে শোনাবেন জুঁই। এছাড়া সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত কবিতা ‘কেউ কথা রাখেনি’ আঞ্চলিক ভাষায় আবৃত্তি করবেন মোশাররফ করিম। উত্তর দেবেন মজার মজার প্রশ্নের। সামিয়া আফরিনের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন স্বীকৃতি প্রসাদ বড়–য়া। ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে প্রচারিত হবে এ অনুষ্ঠান।

সোনার ডিম

Image
সোনার ডিম   ইনফো ডেস্ক : গ্রামের সহজ সরল এবং অলস একটি ছেলে ঢেঁকী মোঃ হাশেম। তার কথা পৃথিবীর আট দশ জন ধনী থাকলে সেও একদিন ধনী হতে পারবে। তাই বাড়ির উঠানে বসে বসে তার প্রিয় একটি হাঁসকে আদরযতœ করাই তার কাজ। তার কথা এই হাঁস দিয়ে সে একদিন অনেক ধনী হবে। হাশেম লাবনী নামে একটি মেয়েকে ভালবাসে। লাবনী বাবা মার বড় মেয়ে, আর বাবার অঢেল টাকা থাকার কারনে গ্রামের অনেকে তাকে বিয়ে করতে চায়। লাবনী জানে হাশেমের কথা বলে সে দুই তিন বছরের জন্য তার বাবার বাড়িতে থাকতে পারবে না, তাই বুদ্ধি করে চার বছর মেট্রিক পরীক্ষায় খারাপ করে, এতে করে বাবা তাকে বিয়ের জন্য তারা দিতে পারে না। আর লজ্জা হয় তারই ছোট ভাই তাকে টপকে কলেজে পরে। প্রত্যেকদিনের মত হাশেম তার উঠানে বসে হাঁসের যতœ করছিলো, এমন সময় একজন ফকির তার উঠানে এসে আল্লাহের নামে ভিক্ষা চায়। হাশেম রাতে খাবার চালাবার দুটি ডিম ফকিরকে দিয়ে দেয়। ফকির খুশি হয় আর বলে আমারতো দেবার মত কিছু নাই খালি দোয়া করতে পারি। তখন হাশেম বলে আমার জন্য দোয়া না করে আমার হাঁসের জন্য দোয়া করেন যাতে করে আমার হাঁস সোনার ডিম পারে। ফকির তখন হাশেমের কথা শুনে হাঁসি দিয়ে চলে যায়। পরদিন ভোরবে...