মৌসুমীর চমক

MEn || নতুন চমক নিয়ে দর্শকদের সামনে হাজির হবেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমি হামিদ। কারণ আগামি আগস্ট মাসেই তার নতুন দুটি ছবি মুক্তির আলো দেখবে। এ সিনেমাদুটিতে মৌসুমীকে দর্শকরা নতুন রুপো আবিষ্কার করবে। ছবি দুটি হচ্ছে সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘ব্ল্যাকমানি’ এবং অনন্য মামুনের ‘ব্ল্যাকমেইল’। আগস্টের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে মুক্তি পেতে যাচ্ছে এ তারকার দুই ছবি। সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘ব্ল্যাকমানি’ এরইমধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে। ২৯ মে ছবিটি মুক্তি দেওয়ার ইচ্ছে ছিল প্রযোজনা প্রতিষ্ঠানের। কিন্তু সিদ্ধান্ত বদলানো হয়েছে। ৭ আগস্ট মুক্তি পাচ্ছে এ ছবিটি। এ ছবিতে মৌসুমি হামিদের পাশাপাশি অভিনয় করেছেন সায়মন সাদিক, কেয়া, মিশা সওদাগর, সাদেক বাচ্চু, রেহানা জলি, রেবেকা, আফজাল শরীফ এবং চিত্রনায়ক রুবেল। অন্যদিকে, ‘ব্ল্যাকমেইল’ ছবিরও কাজ শেষ করেছেন মৌসুমী। আগামি ১৪ আগস্ট ছবিটির মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন নির্মাতা। ১০ মার্চ সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে ছবিটি।ছবিতে মৌসুমি হামিদ ছাড়াও অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, ববি, মিশা সওদাগরসহ অনেকে। এই দুটি ছবি নিয়ে মৌসুমি হামিদ বলেন, দুই ছবিতে দুই ধরনের চম...