Posts

Showing posts with the label Bollywood Cinema

এবার আমিরের নামে আইনি নোটিশ

Image
CEn || বলিউড সুপারস্টার আমির খানের নামে এক কর্মী এবারে এক আইনি নোটিশ পাঠালেন। আমিরের জনপ্রিয় ‘সত্যমেভ জয়তে’ টেলিভিশন শোয়ের জন্য আমির খান সরকারের অনুমতি না নিয়েই দেশের প্রতীক ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে। মনোরঞ্জন রয় নামের কর্মীর অভিযোগ, ‘সত্যমেভ জয়তে’ নামটি ভারতের জাতীয় প্রতীকের একটি অংশ। মনোরঞ্জন রয়ের উকিল জানান, ‘সত্যমেভ জয়তে’ শোয়ের প্রযোজককে সরকারের অনুমতিপত্র দেখাতে হবে। অন্যথায় তার মক্কেল তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন। এই নোটিশ যাদের নামে দেওয়া হবে তারা হলেন বলিউড অভিনেতা আমির খান, তার স্ত্রী কিরণ রাও (প্রযোজক) এবং নির্মাতা সত্যজিত ভাটকাল। অবশ্য এ বিষয়ে আমির খানের মন্তব্য এখন পর্যন্ত জানা যায়নি।

শিলংয়ে হারিয়ে গেলেন শ্রদ্ধা কাপুর!

Image
MEn || হারিয়ে যাওয়ার জন্য শিলং নিঃসন্দেহে দারুণ সুন্দর জায়গা। হিমালয়ের পাদদেশে সবুজে মোড়া সারি সারি পাহাড় আর সবুজের চাদর বিছানো উপত্যকা। দূরে মেঘের দেশ ফুঁড়ে বরফের টুপি মাথায় দাঁড়িয়ে আছে গুরুগম্ভীর পর্বত চূড়া। এমন দৃশ্যপটে কার না হারিয়ে যেতে ইচ্ছে করবে। মুম্বাইয়ের জনপ্রিয় নায়িকা শ্রদ্ধা কাপুরও তাই হারিয়ে গেলেন শিলংয়ে গিয়ে। কিছুদিন আগেই বলিউডের ‘রক অন’ ছবির সিকুয়েলে অন্যতম প্রধান চরিত্রে অভিনয়ের ডাক পান শ্রদ্ধা কাপুর। অর্জুন রামপাল আর ফারহান আখতার অভিনীত ‘রক অন’ ছবিটি তরুণ প্রজন্মের মধ্যে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। ফলে ছবিটির সিকুয়েল নিয়েও এরইমধ্যে শোরগোল শুরু হয়েছে বিটাউনে। বলিউডের অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।‘রক অন টু’ নামে এই সিকুয়েলের শুটিং হবে শিলংয়ে। সে জন্যই সিনেমা ইউনিটের লোকজনের সঙ্গে শিলংয়ে যান শ্রদ্ধা। লোকেশন বাছাই এবং অন্যান্য টুকিটাকি চূড়ান্ত করার জন্য পরিচালকসহ দলের অনেকেই এখন সেখানে। কিন্তু মহারাষ্ট্রে জন্ম নেওয়া শ্রদ্ধা শিলংয়ের রূপে মুগ্ধ হয়ে আর নিজেকে ধরে রাখতে পারেননি। ‘রক অন টু’ সিনেমার নায়িকা তাই টুইটারে এক বার্তায় লিখেছেন,‘লস্ট ইন শিলং।’

‘হেরা ফেরি’র ৩য় পর্বে আসছে জন আব্রাহাম ও নেহা শর্মা

Image
MEn || বলিউডে সুনীল শেঠী, অক্ষয় কুমার ও পরেশ রাওয়াল অভিনীত জনপ্রিয় কমেডি সিনেমা হেরা ফেরি। জনপ্রিয় এই সিনেমাটির পরের সিক্যুয়াল ফের হেরা ফেরি-তেও একসঙ্গে অভিনয় করে বলিউড মাতিয়েছিলেন এই তিন অভিনেতা। এবার নির্মিত হতে যাচ্ছে সিনেমাটির তৃতীয় পর্ব হেরা ফেরি ৩। নতুন সিক্যুয়ালটিতে সুনীল শেঠী ও পরেশ রাওয়াল যে যার জায়গায় ঠিক আছেন। কিন্তু অক্ষয়ের জায়গায় হেরা ফেরি ৩-তে আসছেন জন আব্রাহাম। এ খবর ইতোমধ্যে অনেকেরই জানা। তবে জনের নায়িকা কে হবেন তা নিয়ে গুঞ্জন চলছিল বলিউডে। শোনা যাচ্ছিল নার্গিস ফাখরি থাকতে পারেন জনের বিপরীতে। সম্প্রতি জানা গেছে, নার্গিস নন, জনের বিপরীতে থাকছেন নেহা শর্মা। নেহা এর আগে ক্রুক সিনেমায় ইমরান হাসমির বিপরীতে অভিনয় করেছেন। ইয়ংগিস্তান সিনেমাতেও ছিলেন তিনি। কেয়া সুপার কুল হ্যায় হাম ও ইয়ামলা পাগলা দিওয়ানা ২-তেও দেখা গেছে তাকে। জন আব্রাহাম, নেহা শর্মা, পরেশ রাওয়াল ও সুনীল শেঠী ছাড়াও হেরা ফেরি ৩-তে থাকছেন কে কে মেনন, অভিষেক বচ্চন। ছবিটি পরিচালনা করছেন নীরজ ভোরা।

হট হয়েও ফ্লপ যে নায়িকারা

Image
MEn || সাফল্য পেতে নিজের শরীর মেলে ধরতে পিছপা হননি তাঁরা। কিন্তু আসে নি সাফল্য। বৃথা গিয়েছে তাঁদের চেষ্টা। আজ আমারা চোখ রাখব সেই সব অসফল সেলেব কাহিনির দিকে। যাদের শরীরি আবেদন পর্দায় ঝড় তুললেও দাগ কাটানি দর্শক মনে। সোনালি রাউত: ‘এক্সপোজ’ ছবিতে একটি দৃশ্য শোরগোল ফেলেছিল সোনালী রাউত। যেখানে রাউত উত্তেজক ভঙ্গিমায় শাড়ি পড়েছিলেন। এই ছবিতে ছিলেন হিমেশ রেশমিয়া। বীণা মালিক: টেলিভিশনের পর্দায় বেশ জনপ্রিয় নাম বীনা মালিক। কিন্তু বলিউডে তিনি তেমন কোনও ছাপ রাখতে পারেননি। ‘মুম্বই ১২৫ কিমি’ সিনেমায় বেশ কয়েকটি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছিলেন। ইন্দ্রা বর্মা: ‘কামসূত্র’-এ অভিনয় করে ছিলেন ফাটিয়ে। তবে চরিত্রের প্রয়োজনে

আমির খানের স্বাস্থ্য নিয়ে ভয়ে তার স্ত্রী ও মা!

Image
MEn || আমির খান বলিউডের এমন একজন অভিনেতা, যিনি সিনেমায় চরিত্রের প্রয়োজনে কখনো নিজের ওজন বাড়িয়ে ফেলেন, আবার কখেনো বা ওজন একেবারে কমিয়ে দেন। আমির খানের স্বাস্থ্যের এমন ওঠানামায় দারুণ শঙ্কিত তার মা ও স্ত্রী। জানা গেছে, আসন্ন সিনেমা ‘দঙ্গল’-এ চরিত্রের প্রয়োজনে ফের স্বাস্থ্য বাড়াচ্ছেন মিস্টার পারফেকশনিস্ট। যেখানে তাকে একজন রেস্লার (কুস্তিগির) হিসেবে দেখা যাবে। আর এরজন্য তিনি নিজের ওজন বাড়িয়ে ৯৫ কেজিতে উঠিয়েছেন। এ সম্পর্কে আমির খান বলেন, বর্তমানে আমার ওজন ৯৫ কেজি। এটা দঙ্গলের চরিত্রের জন্য যথেষ্ঠ। কিন্তু ওজন বাড়ানোয় আমার মা ও স্ত্রী দারুণ শঙ্কিত। তারা ভাবছে, আমি আমার শরীর নিয়ে তাচ্ছিল্য করছি। এমনকি আমিও তাই ভাবছি! তবে আমির খান বলেন, দঙ্গল সিনেমার শ্যুটিং চলবে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত, তারপর ঠিকই আমি ওজন কমিয়ে আগের অবস্থায় ফিরে যাবো। একেবারে ‘পিকে’ সিনেমায় দর্শক আমাকে যেভাবে দেখেছে।

সানার গ্র্যান্ড মাস্তি

Image
MEn || বলিউডের প্রাপ্ত বয়স্ক ছবি ‘গ্র্যান্ড মাস্তি’র সিক্যুয়াল ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’তে অভিনয় করবেন বিগ বস ও ফিয়ার ফ্যাক্টর খ্যাত হট অভিনেত্রী সানা খান। তবে এ অভিজ্ঞাতাটা সানার জন্য নতুন নয়। এর আগেও তিনি ২০০৫ সালে কম বাজেটের একটি প্রাপ্তবয়স্ক ছবিতে অভিনয় করেছেন। এরপর অবশ্য স্রোতে গা ভাসাননি। কাজ করেছেন বেশ কিছু টিভি সিরিয়াল ও বিজ্ঞাপন চিত্রে। এ পর্যন্ত ৫০টিরও বেশি বিজ্ঞাপনে দেখা গেছে তাকে। বিগ বসে সুযোগ পান ২০১২ সালে। অভিনয় করেছেন একাধিক তামিল ছবিতে। আর বলিউডের ছবি সর্বশেষ দেখা গিয়েছিল সালমানের ‘জয় হো’তে। বিতর্ক ও আছে এই তারকাকে ঘিরে। এ পর্যন্ত দুবার গ্রেপ্তার হতে হয়েছিল সানাকে। দুবারই অবশ্য জামিনে ছাড়া পান।

আবার আদালতে সালমান খান

Image
 MEn || শিরোনাম পড়েই সালমানভক্তরা হয়তো ভাবছেন, হায় হায় আবার কি হলো আমাদের প্রিয় তারকার? না না, ভয় পাওয়ার কিছুই নেই। এবার কোনো অপরাধ করে আদালতে যেতে হয়নি বলিউড অভিনেতা সালমান খানকে। গাড়িচাপা দিয়ে মানুষ হত্যা মামলায় দোষী প্রমাণিত হওয়ায় ৬ মে পাঁচ বছরের কারাদÐ পেয়েছেন বলিউডের অভিনেতা সালমান। তবে এখন পর্যন্ত জেলের চার দেয়ালের ভেতর যেতে হয়নি তাকে। জামিনে মুক্তি পেয়ে এখন ব্য¯Í সময় পার করছেন কাশ্মিরে তার নতুন ছবি ‘বজরঙ্গি ভাইজান’ এর শুটিং নিয়ে।কাশ্মীরে কয়েকদিন শ্যুটিং করার পর এবার দুবাই যেতে চান। কিন্তু দেশ ছাড়ার

বলিপাড়ার নায়িকাদের পছন্দের গাড়ি

Image
MEn || বলিউডের স্টারদের নিয়ে আমাদের কৌতুহলের শেষ নেই৷ তারা কী খাওয়া দাওয়া করে, কী পোশাক পরে, কী গাড়ি চড়ে সব কিছু আমাদের জানা চাই৷ তাদের লাইফস্টাইল, কোথায় কার সঙ্গে ডেটিং করছে সব কিছু নিয়েই আমাদের জানার কৌতূহল থাকে৷ কিন্তু এটা কী জানেন, বলিউড স্টারদের গাড়ি প্রেমও কম নয়!  তারা সুযোগ পেলেই বেরিয়ে পড়েন তাদের প্রিয় গাড়ির সঙ্গে৷ আজ আমরা আপনাদের জানাব বলিউড নায়িকাদের বাড়ির গ্যারেজে কী গাড়ি রয়েছে এবং সেই গাড়ির দামও বা কত- সোনাক্ষী সিনহা : দাবাং স্টার সোনাক্ষী সিনহা গাড়ি প্রেম কম নয়৷তিনি নিজে ড্রাইভ করতেই ভালোবাসেন বলে জানিয়েছে বেশ কয়েকবার। তার বাড়ির

সাইফ-কারিনার বিচ্ছেদ!

Image
সাইফ-কারিনার বিচ্ছেদ!  বিনোদন: সাইফ-কারিনাপাঁচ বছর প্রেম করার পর ২০১২ সালের ১৬ অক্টোবর গাঁটছড়া বাঁধেন পতৌদির নবাব ও বলিউডের অভিনেতা সাইফ আলী খান এবং ‘হিরোইন’ তারকা কারিনা কাপুর খান। এই তো মাত্র গত মাসেই দ্বিতীয় বিবাহবার্ষিকী উদযাপন করেছেন তাঁরা। এখন পর্যন্ত বলিউডের অন্যতম সুখী দম্পতি হিসেবে সাইফ-কারিনার নামই বেশি উচ্চারিত হয়। কিন্তু এরই মধ্যে বিচ্ছেদ? সম্প্রতি ‘সাইফ আলী খানের সঙ্গে কারিনা কাপুরের বিচ্ছেদ’ এই শিরোনামে খবর প্রকাশ করেছে ওয়ান ইন্ডিয়া। অবশ্য এ খবরে সাইফ-কারিনা ভক্তদের আপাতত দুশ্চিন্তার কোনো কারণ নেই। এ বিচ্ছেদ বাস্তবের নয়, হ্যাপি এন্ডিং ছবিতে বিচ্ছেদের দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে এ তারকা দম্পতিকে। সাইফের ইলুমিনাতি ফিল্মসের ব্যানারে নির্মিত হ্যাপি এন্ডিং ছবিটি মুক্তি পাচ্ছে ২১ নভেম্বর। ছবিতে অতিথি চরিত্রে দেখা যাবে সাইফের সহধর্মিণী কারিনাকে। ছবিতে সাইফের প্রেমিকা চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছবির একটি দৃশ্যে দেখা যাবে, কারিনা তাঁর মধ্যমা আঙুল দেখিয়ে সাইফকে ছেড়ে চলে যাচ্ছেন। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া। গত বছর সাইফ প্রযোজিত ও অভিনীত জোম্বি কমেডিধর্ম...

ঐশ্বরিয়ার সাথে কাজ করতে চলেছেন শ্রদ্ধা কাপুরের ভাই!

Image
ঐশ্বরিয়ার সাথে কাজ করতে চলেছেন শ্রদ্ধা কাপুরের ভাই!   বিনোদন: শ্রদ্ধা কাপুরের ভাই সিদ্ধার্থ কাপুর বর্তমানে আনন্দে ভেসে বেড়াচ্ছেন। আর কেনই বা আনন্দিত হবে না বলুন? স্বপ্নের নায়িকার সঙ্গে সিনেমায় চুক্তিবদ্ধ হলেন ২০১৩ সালে ‘শ্যুটআউট অ্যাট ওয়াডলা’ দিয়ে বলিউডে পা রাখা সিদ্ধার্থ কাপুর। তিনি আসলে সঞ্জয় গুপ্তর ‘জসবা’ সিনেমাতে কাজ করছেন। ঐশ্বরিয়া রায়ও এই সিনেমায় অভিনয়ের মাধ্যমে দীর্ঘদিন পর আবার বলিউড সিনেমায় ফিরে আসছেন। তাই স্বপ্নের নায়িকার সঙ্গে কাজ করার প্রস্তাব পাওয়া থেকেই সিদ্ধার্থ এক প্রকার পাগলই হয়ে গেছেন। সিদ্ধাথের্র এই সিনেমাতে কাজ করার কথা পরিচালক ‘মুম্বাই মিরর’ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন। সিনেমাতে ঐশ্বরিয়া একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করছেন। অন্যদিকে সিদ্ধার্থ এমন চরিত্রে অভিনয় করছেন যিনি মানসিকভাবে কারও কাছে সাহায্যপ্রার্থী। এছাড়া সিনেমাতে ইরফান খান একজন বহিষ্কৃত পুলিশ কর্মকর্তা এবং তার অধ্যাপিকা মায়ের চরিত্রে অভিনয় করছেন শাবানা আজমী।

কাট-রণবীরের লিভ টুগেদার

Image
কাট-রণবীরের লিভ টুগেদার ইনফো ডেস্ক ॥ লিভ টুগেদার করছেন বলিউডের লাভ বার্ডখ্যাত জুটি রণবীর কাপুর ও কাটরিনা কাইফ। তবে লুকোচুরি করে নয়, খোলামেলাভাবেই এখন এক ছাদের নিচে থাকছেন তারা। মুম্বইয়ের কার্টার রোডে আগেই একটি বাড়ি কিনেছিলেন এ যুগল। অবশেষে সেই বাড়িতে উঠেছেন রণবীর ও কাটরিনা। এর আগে অনেক চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গেছে তাদের সম্পর্ক। মাঝে সম্পর্ক ভেঙেও গিয়েছিল তাদের। তবে গত কয়েক মাসে আবারও ঘনিষ্ঠ হয়েছেন এ জুটি। বিভিন্ন স্থানেও তাদের একসঙ্গে ডেটিং করতে দেখা গেছে। অবশেষে তাদের প্রেমেরই জয় হলো। নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী একই সঙ্গে থাকা শুরু করেছেন তারা। জানা গেছে, সম্প্রতি রণবীরের একটি সার্জারি হয়েছে। এর জন্য শুটিং বন্ধ রেখেছেন তিনি। আর তার যতœআত্তির দায়িত্ব নিয়েছেন কাটরিনা। এ কারণে এ অভিনেত্রীও অভিনয় থেকে সাময়িক ছুটি নিয়েছেন। কাটরিনার একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এ জুটি গত দু’দিন ধরে এক ছাদের নিচে থাকছেন। মূলত এ কারণেই তারা বাড়িটি নিয়েছিলেন মুম্বইয়ে। আপাতত দু’জনই শুটিং বন্ধ রেখেছেন। একান্ত কিছু সুন্দর মুহূর্ত তারা পার করছেন। এদিকে লিভ টুগেদার থেকে তাদের সম্পর্কটা বিয়ে পর্যন্ত গড়াবে কিনা সে...

রণবীরকে নিয়ে আতংকে পরিণীতি

Image
রণবীরকে নিয়ে আতংকে পরিণীতি ইনফো ডেস্ক ॥ সিনেমার জন্য অভিনেতাদের প্রায়শই নগ্ন হতে দেখা যায়। আর বলিউডের জন্য এই ব্যাপারটি নতুন কিছুই নয়। কিন্তু সিনেমার শুটিংয়ের প্রয়োজনের বাইরেও প্যান্ট ছাড়াই ঘুরে বেড়াতে দেখা যায় এক তারকাকে। তবে এমনও শোনা যায়, এই তারকার ব্যক্তিগত ভ্যানে প্রবেশের আগে সহকর্মীরা বেশ আতংকেই থাকেন। তবে কে সেই তারকা যিনি প্যান্ট ছাড়াই ঘুরে-বেড়ান শুটিং স্পটে? অন্যরা যে পোশাক বা লুক নিয়ে এক্সপেরিমেন্ট করার কথা ভাবতেই পারেন না, বলিউডের জনপ্রিয় নায়ক রণবীর সিং অনায়াসে তা করে দেখান। সাহস তার বরাবরই বেশি। তবে শুধুমাত্র স্টাইল বা লুক নিয়েই এক্সপেরিমেন্ট করে তিনি ক্ষান্ত হন না। মাঝে মধ্যে তো পরনের প্যান্ট ছাড়াই সেটে ঘুরে বেড়ান রণবীর সিং। হ্যাঁ, ঠিক এমনটাই জানিয়েছেন ‘কিল দিল’-এ তার সহ-অভিনেত্রী পরিণীতি চোপড়া। এমনিতে অন্য কোনও সহ-অভিনেতার মেক-আপ ভ্যানে ঢোকার আগে বিশেষ চিন্তা করেন না তিনি। কিন্তু রণবীরের ভ্যানে ঢোকার আগে হাজার বার চিন্তা করেন এবং অবশ্যই রণবীরকে জিজ্ঞাসা করে তবে প্রবেশ করেন ভিতরে।  কেন? কারণ রণবীর বিশ্রাম নিচ্ছেন কিনা এই চিন্তা নয়, তিনি তটস্ত থাকেন এই ভেবে যে ত...

এবার অ্যাডাল্ট সিনেমায় ইভলিন শর্মা

Image
এবার অ্যাডাল্ট সিনেমায় ইভলিন শর্মা ইনফো ডেস্ক ॥অভিনয়ে নেমে প্রথম থেকেই বেশ সাহসিকতার পরিচয় দিয়েছেন জার্মান-ভারতীয় মডেল ও অভিনেত্রী ইভলিন শর্মা। আর এবার দিলেন বোমা ফাঁটানোর মতো খবর। নিজের মুখেই ইভলিন জানালেন অ্যাডাল্ট সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। জানা গেছে, তার নতুন এ ছবির নাম ‘ডানক’। পরিচালনা করছেন হাসনাইন হায়দরাবাদওয়ালা। ক্রাইম-থ্রিলারধর্মী এ ছবিতে অভিনয়ের জন্য এরই মধ্যে বলিউডের দাপুটে অভিনেতা অনুপম খেরের কাছে হিন্দি ভাষার প্রশিক্ষণ নিচ্ছেন ইভলিন। কারণ, হিন্দি ভাষা এখনও শুদ্ধভাবে উচ্চারণ করতে পারেন না তিনি। প্রায় প্রতিদিনই তার এই হিন্দি ভাষার প্রশিক্ষণ চলছে। এ ছবিতে রাফ এন্ড টাফ চরিত্রেই আবিষ্কার করা যাবে ইভলিন শর্মাকে। আর খবর হলো, এ ছবিটিকে প্রাপ্তবয়স্কদের ছবি হিসেবে মুক্তি দিতে যাচ্ছেন পরিচালক। কারণ, ছবিতে বেশ কিছু আপত্তিকর দৃশ্য এরই মধ্যে ধারণ করা হয়েছে। ছবির একাধিক দৃশ্যে নগ্ন হয়ে ক্যামেরাবন্দি হয়েছেন ইভলিন শর্মা। এছাড়া এক তরুণ অভিনেতার সঙ্গে রগরগে দৃশ্যে পারফরম করতেও দেখা যাবে এ অভিনেত্রীকে। অবশ্য পাশাপাশি এ ছবিতে একজন অভিনেত্রী হিসেবে নিজেকে মেলে ধরার যথেষ্ট সুযোগ প...

‘জিদ’এ মান্নারার শরীরী শিহরণ

Image
‘জিদ’এ মান্নারার শরীরী শিহরণ ইনফো ডেস্ক ॥‘জিদ’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেকেই আলোড়ন ফেলেছেন প্রিয়ঙ্কা চোপড়ার তুতো বোন বার্বি হান্ডা ওরফে মান্নারা। সিনেমায় অনেক ঘনিষ্ট দৃশ্য রয়েছে মান্নারা। সিনেমার ট্রেলারেই আগুন ছড়িয়েছেন তিনি। এবার সিনেমার প্রথম গান ‘সাসোঁ কো’ মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই তা ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।  অরিজিত সিংহর মায়াবী কন্ঠ, সাকিল আজমির মন ছুঁয়ে যাওয়া লেখা এবং শারিব তোশির সুর, সবমিলিয়ে সম্মোহণ তৈরি হয়েছে সাসোঁ কো গানে। আর তার সঙ্গে মান্নার শরীরী বিভঙ্গ-বাড়তি আকর্ষণ জুড়েছে। মান্নারা তো নিজেই বলেছেন, তাঁর আকর্ষণীয় শরীর রয়েছে আর তা দেখাতে কোনও সমস্যাই নেই। জিদ সিনেমার পরিচালক বিবেক অগ্নিহোত্রী। প্রযোজক অনুভব সিনহা। রোমান্টিক এই থ্রিলার সিনেমা আগামী ২৮ নভেম্বর মুক্তি পাবে।

অর্জুনকে পেতে বোনকে পটানোর চেষ্টা করছেন সোনাক্ষির!

Image
অর্জুনকে পেতে বোনকে পটানোর চেষ্টা করছেন সোনাক্ষির!  ইনফো ডেস্ক ॥বলিউড এখন মুখরিত অর্জুন-সোনাক্ষির ডুবে ডুবে জল খাওয়া নিয়ে। আর গুঞ্জনের শুরু তো তারাই করেছেন। খুব সম্প্রতি তেভার সিনেমার শুটিং শেষ করেও যেন একে অপরের থেকে দূরে যাওয়ার ইচ্ছা নেই সোনাক্ষি-অর্জুনের। সিনেমার কাজে সমাপ্তি টানলেও গোপনে গোপনে দেখা করা এবং ঘুরে বেড়ানো যেন কিছুতেই বাদ দিতে পারছেন না তারা। এসবই প্রথম দিকে কেবল গুঞ্জন মনে করা হলেও সম্প্রতি অর্জুনের বোনের সাথে বিভিন্ন জায়গায় সোনাক্ষিকে দেখা যাচ্ছে। আর তাই গোপনে গোপনে প্রেমের খবরটি যেন সত্য প্রমাণিত হতেই চলেছে। কেবল শপিংয়েই নয়, সোনাক্ষি আর অর্জুন কাপুরের বোনকে সম্প্রতি গন গার্ল সিনেমার প্রিমিয়ারে একসাথে দেখা যায়। বরাবরই সোনাক্ষিকে অর্জুন বাড়ি পৌঁছে দিতে গেলেও এইদিন আশুলা কাপুরকে বাড়িতে পৌঁছে দেন সোনাক্ষি স্বয়ং। আর এমন সময়েই ক্যামেরাবন্দী হন তারা। ধারনা করা হচ্ছে সোনাক্ষি এবং অর্জুন দুজনই তাদের সম্পর্ক নিয়ে বেশ সিরিয়াস এবং সফল পরিনতি টানতেই অর্জুনের বোন আশুলাকে পটানোর চেষ্টা করছেন সোনাক্ষি।

আট কোটি দিয়ে যাত্রা শুরু মেরি কমের

Image
আট কোটি দিয়ে যাত্রা শুরু মেরি কমের ইনফো ডেস্ক ॥ মুক্তির প্রথম দিনেই আট কোটির ব্যবসা করে বক্স অফিস চ্যম্পিয়ন হল প্রিয়াঙ্কা অভিনীত মেরি কম। পাঁচবার বিশ্বচ্যম্পিয়ন বক্সার মেরি কমের জীবনীর চিত্রায়ন ওমাঙ্গ কুমারের ‘মেরি কম’। এই ছবিটি সম্পূর্ণ হিরোইন কেন্দ্রিক একটি ছবি। আর এই ছবিতে প্রিয়াঙ্কা তার দুর্দান্ত অভিনয় কৌশলের মাধ্যমে বড় পর্দায় ফুটিয়ে তুলেছে বাস্তব মেরি কমের চরিত্রকে। এই ছবি তাকে আরো একবার সুযোগ দিল নিজের অভিনয় দক্ষতাকে সকলের সামনে তুলে ধরতে। ৫ সেপ্টম্বর অর্থাৎ ছবি মুক্তির প্রথমদিন। সেই দিন সমগ্র দেশের প্রায় ১৮০০ টি হলে দর্শকের মুখোমুখি হয়েছে রুপোলি পর্দার মেরি কম। এমনকি টরেন্টো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালেও দোখানো হবে এই ছবি । ভারতীয় চলচিত্র জগতের ক্ষেত্রে এটি নিয়ে আসে এক অন্য মাত্রা। ‘মেরি কম’ ছবির প্রচারে সকলের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। মণিপুরের সাধারণ ঘরের মেয়ে মেরি কমের বাস্তব জীবনের ওপর আলোকপাত করা হয়েছে এই ছবিতে। ছবি তৈরির জন্য মোট খরচ হয়েছে প্রায় ১৫ থেকে ১৮ কোটি। মুকক্তির প্রথমদিনেই মেরি কমের ঝুলিতে ৮ কোটি আসলে সপ্তাহ শেষে সোমবারের মধ্যে ২৪ থেকে ২৮ কোটির আসা রাখ...

দিল্লিতে দিয়ার মির্জার বিয়ে

Image
দিল্লিতে দিয়ার মির্জার বিয়ে  ইনফো ডেস্ক :সাবেক ভারতীয় সুন্দরী ও বলিউড অভিনেত্রী দিয়া মির্জার বিয়ের আনুষ্ঠানিকতা দিল্লিতে সম্পন্ন হবে। আগামী ১৮ অক্টোবর দীর্ঘদিনের প্রেমিক প্রযোজক-পরিচালক সাহিল সাঙ্ঘার সঙ্গে গাঁটছড়া বাঁধবেন তিনি। তাদের বিবাহোত্তর সংবর্ধনা হবে মুম্বাইতে। দ্য ইনডিয়ান এক্সপ্রেসের খবরে জানা গেছে, দিয়ার হবু বর সাহিল সাঙ্ঘার পরিবার বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা দিল্লিতেই করার সিদ্ধান্ত নিয়েছেন। পুরোপুরি ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা পালিত হবে। এ প্রসঙ্গে দিয়া বলেন, সাহিলের সব আত্মীয়-স্বজন দিল্লিতে থাকেন। তাই তাদের সুবিধার কথা মাথায় রেখে উভয় পরিবার দিল্লিতে বিয়ের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। সূত্রটি আরো জানিয়েছে, বিয়ের পর মুম্বাইয়ে জমকালো আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে বলিউডের সব রথী-মহারথীরা আমন্ত্রিত থাকবেন। বর্তমানে দিয়া বিয়ের শপিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ২০১১ সালের মুক্তিপ্রাপ্ত ‘লাভ ব্রেক আপ জিন্দেগি’ ছবির মাধ্যমে দিয়া-সাহিল পরস্পরের কাছাকাছি আসেন। ঠিক ওই সময়ই তাদের প্রেমের বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায়। শুধু তাই নয়, এ জুটি তাদের প্র...

বিয়ের খবর, গুজব বলে ওড়ালেন আনুষ্কা শর্মা

Image
বিয়ের খবর, গুজব বলে ওড়ালেন আনুষ্কা শর্মা  ইনফো ডেস্ক : গুজবে কান দেবেন না! সাফ জানালেন বলিউড সুন্দরী আনুষ্কা শর্মা। ভারতীয় ক্রিকেট তারকা ভিরাট কোহলির সঙ্গে এখনই বিয়ের সম্ভাবনা এক কথায় নাকচ করলেন তিনি। খবর জিনিজের। ক্রিকেট আর বলিউডের নয়া এই হিট-হট জুটি চিরকালই নিজেদের সম্পর্ক নিয়ে মিডিয়ার কাছে সবসময় মুখে কুলুপ এঁটে রেখেছেন। যদিও তাতে বিন্দুমাত্র কমেনি মিডিয়ার উৎসাহ। তার মধ্যেই ইংল্যান্ড সফরে বোডের্র কাছ থেকে ইংল্যান্ড সফরে আনুষ্কাকে নিয়ে যাওয়ার অনুমতি জোগার করেন ভিরাট। তাই নিয়ে অবশ্য সমালোচনা কম হয়নি। ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজে ভিরাটের শোচনীয় পারফরম্যান্সের জন্য অনেকেই আনুষ্কাকে দায়ী করা শুরু করেছেন।  আনুষ্কার ম্যানেজার রীতিমত বিবৃতি দিয়ে জানিয়েছেন ‘'আনুষ্কার বিয়ে নিয়ে ইন্টারনেটে এখন প্রচুর গল্প রটেছে। আমি পরিস্কারভাবে জানাতে চাই এই গল্প গুলোর কোনও সত্যতাই নেই। এগুলি নেহাতই গুজব। আমি সবাইকে এই সমস্ত গুজবে কান না দেওয়ার অনুরোধ জানাচ্ছি। '' কিছুদিন আগেই বিসিসিআই-এর তরফ থেকে জানানো হয়েছে ইংল্যান্ড সফরে তারা ভারতের সহ অধিকায়কের সঙ্গে আনুষ্কাকে যাওয়ার অনুমতি দিয়েছে কারণ...

বদলাপুরের শুটিং শেষ হলো

Image
বদলাপুরের শুটিং শেষ হলো ইনফো ডেস্ক: শ্রীরাম রাঘবন পরিচালিত অ্যাকশান থ্রিলার মুভি বদলাপুর। ২০১৪-এর মে মাস থেকে শুরু হয়ে ছিল ছবির শুটিং। প্রায় তিন মাস পর শেষ হলো বদলাপুর ছবির শুটিং। সাইফ আলি খানের প্রযোজনায় প্রথমবার কাজ করলেন বরুণ-ইয়ামি। ছবি মুক্তির তারিখ নিয়ে এখনো পর্যন্ত কিছু জানাননি ছবির পরিচালক শ্রীরাম রাঘবন। বদলাপুর ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন স্টুডেন্ট অব দ্য ইয়ার খ্যাত বরুণ ধাওয়ান ও ভিকি ডোনারের নায়িকা ইয়ামি গৌতম। বদলাপুর ছবিতে বরুণ ধাওয়ানের স্ত্রী-র চরিত্রে রয়েছেন ইয়ামি গৌতম, অনদিকে এক যৌনকর্মীর ভূমিকায় দেখা যাবে হুমা কুরেশীকে। এ ছাড়াও ছবির অন্যান্য চরিত্রে থাকছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী, রাধিকা আপতে সহ অন্যান্যরা। কখনো রোমান্টিক আবার কখনো কমেডি নায়কের চরিত্রেই দেখা গেছে ২৭ বছর বয়সী বরুণকে। বদলাপুর ছবিতে বরুণ ধাওয়ানকে প্রথম কোনো সিরিয়াস চরিত্রে অভিনয় করতে দেখবে দর্শক।

ঘরোয়া ব্যানারে রানির নতুন ছবি

Image
ঘরোয়া ব্যানারে রানির নতুন ছবি ইনফো ডেস্ক: এবার হোম প্রোডাকশান যশরাজ ফিল্মের ব্যানারে কাজ করবেন আদিত্য পতœী রানি চোপড়া (মুখার্জি) । তবে, ছবি-সংক্রান্ত কোনো বিষয়ে মিঞা-বিবি কেউই এখনও সেভাবে মুখ খোলেননি। ২২ আগস্ট বড়পর্দায় মুক্তি পাবে প্রদীপ সরকার পরিচালিত ও রানি চোপড়া (মুখার্জি) অভিনীত মর্দানী। এই ছবিটির প্রযোজনা করেছে যশরাজ ফিল্মস। মর্দানী ছবিতে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের অফিসার শিবানী শিবাজী রায়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে রানিকে। আপাতত সেই ছবির প্রোমোশনে ব্যস্ত রয়েছেন তিনি। রানি আরও জানিয়েছেন পরিচালক বা প্রযোজক হওয়ার কোনো ইচ্ছাই তাঁর নেই। তিনি তাঁর অভিনয় দক্ষতা দিয়েই চিরকাল মানুষের মন জয় করতে চান।