এবার আমিরের নামে আইনি নোটিশ

CEn || বলিউড সুপারস্টার আমির খানের নামে এক কর্মী এবারে এক আইনি নোটিশ পাঠালেন। আমিরের জনপ্রিয় ‘সত্যমেভ জয়তে’ টেলিভিশন শোয়ের জন্য আমির খান সরকারের অনুমতি না নিয়েই দেশের প্রতীক ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে। মনোরঞ্জন রয় নামের কর্মীর অভিযোগ, ‘সত্যমেভ জয়তে’ নামটি ভারতের জাতীয় প্রতীকের একটি অংশ। মনোরঞ্জন রয়ের উকিল জানান, ‘সত্যমেভ জয়তে’ শোয়ের প্রযোজককে সরকারের অনুমতিপত্র দেখাতে হবে। অন্যথায় তার মক্কেল তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন। এই নোটিশ যাদের নামে দেওয়া হবে তারা হলেন বলিউড অভিনেতা আমির খান, তার স্ত্রী কিরণ রাও (প্রযোজক) এবং নির্মাতা সত্যজিত ভাটকাল। অবশ্য এ বিষয়ে আমির খানের মন্তব্য এখন পর্যন্ত জানা যায়নি।