বিজয় দিবসে ‘একাত্তরের মা জননী’

বিজয় দিবসে ‘একাত্তরের মা জননী’ ইনফো ডেস্ক : আগামী বিজয় দিবসে মুক্তি পাচ্ছে শাহ আলম কিরণ পরিচালিত মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘একাত্তরের মা জননী’। ২০১২ সালের অর্থবছরে সরকারের কাছ থেকে অনুদান পেয়ে ছবিটি নির্মিত হয়েছে। এর নাম ভূমিকায় অভিনয় করেছেন নিপুণ আকতার। নিপুন জানান, শুরু থেকেই এ ছবিটি নিয়ে আমার ব্যাপক আগ্রহ রয়েছে। শতভাগ মনোযোগ দিয়ে ছবিটিতে অভিনয় করেছি। আশা করি, এর মাধ্যমে দর্শক ইতিহাস নিভর্র একটি মানসম্পন্ন ছবি দেখতে পাবেন। তিনি আরও বলেন, এ ছবিতে আমাকে তিন রূপে দেখা যাবে। মুক্তিযুদ্ধের আগে, মুক্তিযুদ্ধের সময় এবং মুক্তিযুদ্ধের ৫৫ বছর পরের ঘটনা নিয়ে ছবির প্রেক্ষাপট গড়ে উঠেছে। তিন বয়সের তিন চরিত্র ফুটিয়ে তুলতে আমাকে বেশ বেগ পেতে হয়েছে। তারপরও যথাযথভাবে ছবির কাজ সম্পন্ন করতে পেরেছি। বর্তমানে আমি ছবিটির মুক্তির প্রতীক্ষায় রয়েছি। নিপুণ ছাড়াও ছবিটিতে আরো অভিনয় করেছেন শাকিল আহমেদ, মম মোর্শেদ, আগুন, সাজু, শিশুশিল্পী সোহান প্রমুখ। ছবির আবহ সংগীত করেছেন ইমন সাহা।