দশ বছর পর কামব্যাক কমল

CEn ||দশ বছর পর বলি ইন্ডাস্ট্রিতে কামব্যাক করছেন কমল হাসান। কমলের আক্ষেপ বলিউডে এখন আর সেই মানের অ্যাকশন ছবি তৈরি হয় না। তাই ময়দানে নামছেন তিনি। একটি অ্যাকশন বেস ছবি পরিচালনা করতে চলেছেন তিনি। ছবির নাম এখনও ঠিক হয়নি। তবে নায়ক আগেই বেছে রেখেছেন হাসান। নবাব সইফ আলি খানকে তিনি তাঁর ছবিতে নিতে চান। কিন্তু নায়িকা কে সে বিষয়ে এখনই মুখ খোলেননি এই তামিল সুপারস্টার। তবে গুঞ্জন শোনা যাচ্ছে, এই ছবিতে তিনি তাঁর মেয়েকে নেবেন। তবে ছোট মেয়ে অক্ষরা না বড় মেয়ে শ্রুতি তা নিয়ে দ্বিধায় রয়েছেন তিনি। শেষ মুক্তি পেয়েছে কমল হাসানের ছবি ‘উত্তামা ভিলেন’। অন্যদিকে শোনা যাচ্ছে, অভিনেতা-পরিচালক কমল হাসানকে খুব শীঘ্রই সুপারহিট বলিউড ছবি ‘পিকে’-র তামিল রিমেকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।