Posts

Showing posts with the label Faria

‘ফাঁদ’ নাটকে জুটিবদ্ধ মোশারফ করিম-ফারিয়া

Image
MEn || প্রথমবারের মতো ফারিয়ার ফাঁদে ধরা পড়েছেন মোশাররফ করিম। তবে তা বা¯Íবে নয়, ‘ফাঁদ’ শিরোনামে ছয় পর্বের একটি ধারাবাহিক নাটকে। ঈদের জন্য নির্মিত নাটকটিতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন এই দুই তারকা। নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা তুহিন হোসেন বলেন, নাটকের চরিত্রে মোশাররফ করিম বরিশালের মানুষ। ঘটনাচক্রে ঢাকায় আসে সে। কিন্তু ঢাকায় পা রাখার পর থেকেই বিভিন্ন রকম ফাঁদে পড়তে থাকে। একপর্যায়ে ফারিয়ার ফাঁদেও ধরা পড়ে। তিনি আরো বলেন, নাটকটি মোশাররফ-ফারিয়া জুটির প্রথম কাজ। তা ছাড়া এই নাটকে একসঙ্গে এমন অনেক অভিনেতা রয়েছেন যাঁরা মজার মানুষ

এবারই প্রথম চয়নিকার নির্দেশনায় ফারিয়া

Image
এবারই প্রথম চয়নিকার নির্দেশনায় ফারিয়া ইনফো ডেস্ক ॥ লাক্স তারকাভিনেত্রী ফারিয়া এবারই প্রথম নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরীর নির্দেশনায় একটি খন্ড নাটকে কাজ করলেন। জাকারিয়া শৌখিনের রচনায় ‘তুমি নীরবে এলে’ নাটকে অভিনয় করেছেন ফারিয়া। এরইমধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। ফারিয়ার অনেকদিনের ইচ্ছে ছিলো চয়নিকা চৌধুরীর নির্দেশনায় একটি ভালো গল্পের নাটকে কাজ করার। এবার তার সেই ইচ্ছে পূরণ হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘নাটকে আমার চরিত্র, নাটকের গল্প সবকিুছই আমার এতো ভালোলেগেছে যে কাজটি আমি অনেক আন্তরকিতা নিয়ে করেছি। আমি চয়নিকা দিদির কাছে ভীষণ কৃতজ্ঞ যে তিনি আমাকে তার নাটকে কাজ করার সুযোগ দিয়েছেন। তার নির্মাণৈশলী সবসময়ই আমার ভালোলাগে। তারসাথে এটা আমার প্রথম কাজ হলেও কাজের পরিবেশ সবমিলিয়ে এতো চমসৎকার ছিলো যে মনেই হয়নি তারসঙ্গে আমি প্রথম কাজ করছি। আমার বিশ্বাস অনেক ভালো  একটি কাজ দাঁড়িয়েছে, ভালোলাগবে দর্শকের।’ চয়নিকা চৌধুরী বলেন, ‘ফারিয়া একজন ট্যালেন্ট্যাড অভিনেত্রী। কিন্তু কেন যে ফারিয়া কম অভিনয় করেন জানিনা। ফারিয়া অভিনয়ে নিয়মিত হলে তিনি আরো অনেক ভাল...

অভিনয়ে নিয়মিত হচ্ছেন ফারিয়া

Image
অভিনয়ে নিয়মিত হচ্ছেন ফারিয়া  ইনফো ডেস্ক ॥ শুধুমাত্র ঈদ এলেই লাক্সতারকা মডেল কাম অভিনেত্রী ফারিয়াকে অভিনয়ে নিয়মিত দেখা যায়। বছড়জুড়ে অভিনয় করতে দেখা যায়না এই অভিনেত্রীকে। কিন্তু কেন? প্রশ্ন রাখতেই ফারিয়ার সহজ সরল জবাব ছিলো এমন যে, ’ অন্য অনেকের মতো আমারও ইচ্ছে করে নিয়মিত অভিনয় করার। কিন্তু ভালো স্ক্রিপ্ট পাইনা। কিন্তু ঈদ এলে গুণী গুণী নির্মাতারা ভালো ভালো স্ক্রিপ্ট নিয়ে নাটক নির্মাণ করার চেষ্টা করেন। আমিও মনেরমতো কয়েকটি নাটকে অভিনয় করার চেষ্টা করি। তাছাড়া বছরজুড়ে আমার কাছে ধারাবাহিক নাটকে কাজ করার অফার আসে। কিন্তু আমি ধারাবাহিক নাটকে কাজ করতে চাইনা।’ এবারের ঈদ উপলক্ষ্যে এরইমধ্যে ফারিয়া তুহিন হোসেনের রচনা ও পরিচালনায় তিনি ‘ফাঁদ’ নামের ছয় পবের্র একটি ধারাবাহিক নাটকে কাজ করছেন। ’ঘাসফড়িং’ এর প্রযোজনায় আসছে ঈদে নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। কেমন লাগলো নাটকটিতে কাজ করতে? ফারিয়া বলেন, ‘ সাধারণত আমাকে যে ধরনের চরিত্রে দেখে অভ্যস্ত দর্শক তারচেয়ে ব্যতিক্রম একটি চরিত্রে অভিনয় করছি আমি। গল্পটি বলতে চাইনা। শুধু এতোটুকু বলবো যে প্রেমের গল্প, বসে বসে বাদাম খাচ্ছি-এমন টাইপের গল্...