‘ফাঁদ’ নাটকে জুটিবদ্ধ মোশারফ করিম-ফারিয়া

MEn || প্রথমবারের মতো ফারিয়ার ফাঁদে ধরা পড়েছেন মোশাররফ করিম। তবে তা বা¯Íবে নয়, ‘ফাঁদ’ শিরোনামে ছয় পর্বের একটি ধারাবাহিক নাটকে। ঈদের জন্য নির্মিত নাটকটিতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন এই দুই তারকা। নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা তুহিন হোসেন বলেন, নাটকের চরিত্রে মোশাররফ করিম বরিশালের মানুষ। ঘটনাচক্রে ঢাকায় আসে সে। কিন্তু ঢাকায় পা রাখার পর থেকেই বিভিন্ন রকম ফাঁদে পড়তে থাকে। একপর্যায়ে ফারিয়ার ফাঁদেও ধরা পড়ে। তিনি আরো বলেন, নাটকটি মোশাররফ-ফারিয়া জুটির প্রথম কাজ। তা ছাড়া এই নাটকে একসঙ্গে এমন অনেক অভিনেতা রয়েছেন যাঁরা মজার মানুষ