নতুন পরী মৌটুসী ...

নতুন পরী মৌটুসী ... ইনফো ডেস্ক :দেশীয় চলচ্চিত্রে ‘পরী’ নামটি দুটি চলচ্চিত্রে বিশেষভাবে আলোচিত হয়েছে। একটি গিয়াস উদ্দিন সেলিমের ‘মনপুরা’তে অন্যটি জাকির হোসেন রাজুর ‘পোড়ামন’ ছবিতে।’মনপুরা’তে পরী ছিলেন ফারহানা মিলি অন্যদিকে ‘পোড়ামন'এ পরী ছিলেন মাহিয়া মাহি। তবে এবার বড় পর্দায় নয় ছোটপর্দায় দেখা যাবে নতুন পরীকে। নতুন পরী চরিত্রে অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস। ফেরারী ফরহাদের রচনায় ও রাশেদ রাহার নির্দেশনায় মৌটুসী অভিনয় করেছেন ‘তেতুল তলার পরী’ নাটকে অভিনয় করেছেন মৌটুসী। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। গত সপ্তাহে আসছে ঈদের জন্য নির্মিত এ নাটকের কাজ শেষ করেছেন মৌটুসী বিশ্বাস। নাটকের মূল গল্প রচিত হয়েছে মৌটুসীকে ঘিরে। কেমন লাগলো নতুন নাটকটিতে কাজ করতে? জবাবে মৌটুসী বলেন, ‘গল্পটা সত্যিই অসাধারণ ছিলো। তা না হলে এতো কষ্ট সহ্য করে পরপর দু'দিন গাজীপুরের হোতাপাড়ায় গিয়ে শুটিং করা আমার পক্ষে কোনরকমভাবেই সম্ভব ছিলোনা। আমি ভীষণ এনজয় করেছি পরী চরিত্রটিতে অভিনয় করতে। এর আগে নানানমাত্রিক চরিত্রে নিজেকে মেলে ধরার চেষ্টা করেছি। তবে পরী চরিত্রটি আমার ক্যারিয়াওে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আমি বিশ্ব...