Posts

Showing posts with the label Deshi Model

স্কুলজীবনে অনেক প্রেমপত্র পেয়েছি মম

Image
স্কুলজীবনে অনেক প্রেমপত্র পেয়েছি মম ইনফো ডেস্ক : অভিনেত্রী ও মডেল মম‘র সম্প্রতি ছবি ‘প্রেম করব তোমার সাথে’ ডাবিং শেষ করে। বর্তমানে শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’ ছবির শুটিং করছেন। এই ছবি তিনি নীলা নামে একটি চরিত্রের অভিনয় করছেন মম। ‘প্রেম করব তোমার সাথে’ ডাবিং করার অভিজ্ঞতা আমার একেবারেই নেই বলেই চলে। তাই প্রথম প্রথম অনেক ভয় পেয়েছিলাম। ডাবিং করার সময় আসলে নিজেকেই নকল করতে হয়। তাই কাজটি করা সত্যিই অনেক কঠিন। তবে সবার সাহায্যে আমি ভালোভাবেই কাজটি শেষ করতে পেরেছি। ‘ছুঁয়ে দিলে মন’ ছবির শুটিং... শুটিং অনেক ভালো হচ্ছে। শিহাব শাহীন অসাধারন একজন পরিচালক। তাঁর পরিচালনায় আগেও বিভিন্ন নাটকে অভিনয় করেছি। এবার চলচ্চিত্রে অভিনয় করে অনেকটাই ভালো লাগছে। ইতি মধ্যে ছবিটির প্রায় আশি ভাগ কাজ শেষ। ’ছুঁয়ে দিলে মন’ ছবিতে আমার সহ-শিল্পী আরিফিন শুভ। এর আগে আমরা একসঙ্গে দুটি নাটকে অভিনয় করেছিলাম। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো। ‘ছুঁয়ে দিলে মন’ ছবিতে আমাকে নীলা চরিত্রে দেখা যাবে। চরিত্রটি সম্পর্কে শুধু বলব, অসাধারন একটি চরিত্র। এখানে নীলাকে দেখলেই ভালোবাসতে ইচ্ছে হবে। তবে আমার বাস্তব জীবনের সঙ্গে চরিত...