Posts

Showing posts with the label Kolkata bangla

বাংলা ছবিতে আগ্রহী বিপাশা বসু

Image
বাংলা ছবিতে আগ্রহী বিপাশা বসু ইনফো ডেস্ক: আপাতত আগামী ছবি ক্রিয়েচার থ্রিডি ছবি নিয়ে ব্যস্ত থাকলেও বাংলা ছবির প্রতি টান ব্যক্ত করলেন বঙ্গতনয়া বিপাশা বসু। জানালেন, বাণিজ্যিক ছবির পাশাপাশি ভিন্ন ধারার ছবিতে অভিনয় করতে ইচ্ছুক তিনি। একইসঙ্গে জানিয়ে দিলেন বাংলা ছবিতে অভিনয়ের ক্ষেত্রেও আগ্রহী বিপাশা। ২০০৯ সালে ঋতুপর্ণ ঘোষের সব চরিত্র কাল্পনিক ছবিতে দেখা গিয়েছিল বিপাশাকে। বিপাশার কথায়, "আমি আরও বাংলা ছবিতে কাজ করতে চাই। আমার হাতে সময় আছে, এবং আমি এই বিষয়ে মনস্থির করেছি। আমি নতুন নতুন ধরণের চরিত্র অভিনয় করতে চাই। তাই বাণিজ্যিক ছবির পাশাপাশি অফবিট ছবি করার বিষয়েও আমি আগ্রহী। " আইএএনএস-কে দেওয়া একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বিপাশা। একইসঙ্গে বিপাশার কথায়, "যে ছবিতে বিনোদনের হরেক মশলা আছে সেই ধরণের ছবি করতে আমার ভাল লাগে, তাছাড়া যে সব ছবিতে আমার অভিনয়ের সুযোগ আছে সেই ধরণের ছবিও আমার অত্যন্ত প্রিয়। " সম্প্রতি বিক্রম ভটের ক্রিয়েচার থ্রিডি ছবির প্রচারেই ব্যস্ত তিনি। তবে এখনো পর্যন্ত কোনো বাংলা ছবির পরিচালক বা প্রযোজকের সঙ্গে কথা হয়েছে কি না সে বিষয়ে কিছু জানাননি বিপাশা। -ও...

সবাইকে পেছনে ফেলে শীর্ষে দেব

Image
সবাইকে পেছনে ফেলে শীর্ষে দেব    ইনফো ডেস্ক : অনলাইন ভোটের মাধ্যমে কলকাতার ২০১৩ সালের ২৫ জন মোস্ট ডিজায়ারেবল পুরুষ ও নারীর তালিকা প্রকাশ করেছে। এতে পুরুষের তালিকায় টালিউডের রূপালি পর্দা আর রাজনীতির ময়দানের মতো এখানেও সবাইকে পেছনে ফেলে শীর্ষে রইলেন কলকাতার চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা দেবে। এদিকে, নারীদের মধ্যে শীর্ষস্থান দখল করলেন আয়ত চোখ ও আভিজাত্যের প্রতীক রাইমা সেন। টালিউড নায়িকাদের মধ্যে অষ্টম স্থানে জায়গা পেয়েছেন কঙ্কনা সেন শর্মা। রয়েছেন রাইমা’র বোন রিয়া সেনও। চলচ্চিত্র নায়িকাদের বাইরে আছেন জাতীয় টেলিভিশনের পূজা বোস, বরখা বিস্ত সেনগুপ্ত। তবে প্রায় অচেনা মুখ হিসেবে চমক দিয়েছেন নেহা পান্ডা ও সোনিকা চৌহানের মতো নতুনরাও। এই খ্যাতি অর্জন প্রসঙ্গে টাইমস অফ ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে রাইমা বলেন, ‘যারা আমাকে ‘টাইমস মোস্ট ডিজায়ারেবল ওয়ামেন ২০১৩ এর জন্য ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। নিজেকে প্রশংসিত এবং সম্মানিত বোধ করছি।’ রাইমা১নিজের কোন দিকটি তাকে সবচেয়ে আকাক্সিক্ষত নারী করে তুলেছে বলে তিনি মনে করেন, এর উত্তরে এই বাঙালি সুন্দরী জানান, ‘আমি বিশ্বাস করি শ...

নায়ক তাপস রাজনাীতিতে খলনায়ক

Image
নায়ক তাপস রাজনাীতিতে খলনায়ক   ইনফো ডেস্ক : ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক তাপস পাল রাজনাীতিতে এসে ভালোই সাড়া ফেলেছিলেন। তুমুল জনপ্রিয়তা নিয়ে তৃণমূলের হয়ে এক ধাক্কায় কৃষ্ণনগর আসন থেকে লোকসভার সদস্যও নির্বাচিত হয়ে গিয়েছিলেন। কিন্তু এক মন্তব্যে নায়ক থেকে পুরো দেশজুড়ে খলনায়কে পরিণত হয়েছেন এ অভিনেতা। বিতর্কিত মন্তব্যের পর পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা তাপস পালের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সোচ্চার হয়েছেন ভারতের অন্যান্য দলের নেতারা। সম্প্রতি নদীয়ার চৌমাহা গ্রামে এক সমাবেশে রাজনৈতিক প্রতিপক্ষ সিপিএমের নারী কর্মীদের লক্ষ করে তাপস পাল বলেন, ‘আমার মা, বোন, বাবা, বাচ্চা কারোর গায়ে যদি হাত পড়ে, আমি ছেড়ে কথা বলব না। বাড়ি বাড়ি লোক পাঠিয়ে রেপ করে দেব।’ সোমবার টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাপস পালের বক্তব্যের ভিডিওটি প্রচারিত হওয়ার পর থেকে সমালোচনার ঝড় ওঠে। লোকসভার সদস্য তাপসকে সংসদ অধিবেশনের প্রথম দিন থেকেই যাতে বরখাস্ত করা হয়, এ জন্য চেষ্টা চালাচ্ছে বিজেপি, কংগ্রেস ও সিপিএম। আগামী সোমবার বাজেট অধিবেশনে তাপস পাল সংসদে এলে লোকসভার নারী সংসদ সদস্যরা তার বিরুদ্ধে একযোগে প্রতিব...