আলোচিত-সমালোচিত পোশাক কানে আগত তারকাদের

MEn || আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কান। দক্ষিণ ফ্র্যান্সের কান নগরীতে ১৯৪৬ সাল থেকে আয়োজিত হচ্ছে উৎসবটি। এবার ছিল এ উৎসবটির ৬৮ তম আসর। পৃথিবীর বিভিন্ন দেশের তারকারা তাদের হাজির হন এ উৎসবে। চলচ্চিত্র উৎসব হলেও মূলত সকলের নজর থাকে অনুষ্ঠানের লালগালিচা এবং তারকাদের নানা রঙের পোশাকের দিকে। তারকারা বর্ণিল পোশাকে হাজির হন কানের লালগালিচায়। নতুন নতুন পোশাকে কোনো কোনো তারকা হন আলোচিত এবং নন্দিত। কিন্তু নিন্দিতও হতে হয় অনেককে। এবারের কান চলচ্চিত্র উৎসবের তারকাদের আলোচিত এবং সমালোচিত কিছু পোশাক নিয়েই আমাদের আজকের রচনা। ঐশ্বরিয়া রাই বচ্চন : এবারের আসর দিয়ে মোট ১৪ বার কান উৎসবের হাজির হন ঐশ্বরিয়া রাই বচ্চন। আর অ্যাশ মানেই যেন বিশেষ কিছু। ভারতীয় অভিনেত্রী হিসেবে তিনিই প্রথম কানের লালগালিচায় হেঁটেছিলেন। কয়েক বার পোশাকের কারণে সমালোচিত হলেও এবার তার রাল্ফ অ্যান্ড রুশো গাউন সবাইকে