Posts

Showing posts with the label Anuska Sharma

বিয়ের খবর, গুজব বলে ওড়ালেন আনুষ্কা শর্মা

Image
বিয়ের খবর, গুজব বলে ওড়ালেন আনুষ্কা শর্মা  ইনফো ডেস্ক : গুজবে কান দেবেন না! সাফ জানালেন বলিউড সুন্দরী আনুষ্কা শর্মা। ভারতীয় ক্রিকেট তারকা ভিরাট কোহলির সঙ্গে এখনই বিয়ের সম্ভাবনা এক কথায় নাকচ করলেন তিনি। খবর জিনিজের। ক্রিকেট আর বলিউডের নয়া এই হিট-হট জুটি চিরকালই নিজেদের সম্পর্ক নিয়ে মিডিয়ার কাছে সবসময় মুখে কুলুপ এঁটে রেখেছেন। যদিও তাতে বিন্দুমাত্র কমেনি মিডিয়ার উৎসাহ। তার মধ্যেই ইংল্যান্ড সফরে বোডের্র কাছ থেকে ইংল্যান্ড সফরে আনুষ্কাকে নিয়ে যাওয়ার অনুমতি জোগার করেন ভিরাট। তাই নিয়ে অবশ্য সমালোচনা কম হয়নি। ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজে ভিরাটের শোচনীয় পারফরম্যান্সের জন্য অনেকেই আনুষ্কাকে দায়ী করা শুরু করেছেন।  আনুষ্কার ম্যানেজার রীতিমত বিবৃতি দিয়ে জানিয়েছেন ‘'আনুষ্কার বিয়ে নিয়ে ইন্টারনেটে এখন প্রচুর গল্প রটেছে। আমি পরিস্কারভাবে জানাতে চাই এই গল্প গুলোর কোনও সত্যতাই নেই। এগুলি নেহাতই গুজব। আমি সবাইকে এই সমস্ত গুজবে কান না দেওয়ার অনুরোধ জানাচ্ছি। '' কিছুদিন আগেই বিসিসিআই-এর তরফ থেকে জানানো হয়েছে ইংল্যান্ড সফরে তারা ভারতের সহ অধিকায়কের সঙ্গে আনুষ্কাকে যাওয়ার অনুমতি দিয়েছে কারণ...