Posts

Showing posts with the label Boollywood

এবার কিক খাচ্ছেন জ্যাকুলিন

Image
CEn || গত বছর ‘কিক’ সিনেমায় জুটি বেধে দর্শকদের মাতিয়েছিলেন বলিউডের বিগহার্ট লাভার বয় ও সুন্দরী অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। তারই ধারাবাহিকতায় নির্মাণ হতে চলেছে ‘কিক’ এর সিক্যুয়েল। তবে দুঃসংবাদ হলো এতে সালমানের বিপরীতে জ্যাকুলিন থাকছেন না। সালমান খান দুবাইয়ের আইবা অ্যাওয়ার্ডে জানিয়ে দিলেন এ খবর। কোনও সৌজন্যতার ধার না ধেরেই বলে দিলেন, কিকের সিক্যুয়েল থেকে জ্যাকুলিন ফার্নান্দেজকে ‘কিক’ড আউট করা হয়েছে। এ খবরে ভ্রূ কুঁচকে যাওয়ারই কথা। কারণ, কিকের সাফল্যের পর জ্যাকুলিন সালমানের বেশ ঘনিষ্টই হয়েছিলেন বলা যায়। তবে গত মে’তেই বদলে যায় সমীকরণ। সালমানের মাথার ওপর তখন মামলার খাড়া ঝুলছে। যেকোনও সময় কারাগারে যায় যায় অবস্থা। ওই সময় গোটা বলিউডের অর্ধেক লোকজন চলে এসেছিল সালমানের পাশে। ছিলেন না কেবল জ্যাকুলিন। কারণটা তাই পরিষ্কার।