Posts

Showing posts with the label Siddharto

গোপনে বিয়ে সারলেন সিদ্ধার্থ-আলিয়া

Image
MEn || সম্প্রতি সবার গোপনে নিজেরদের বিয়ে সেরে ফেরলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও অভিনেত্রী আলিয়া ভাট। ‘রিয়েল’ লাইফে না হলেও ‘রিল’ লাইফে বর-কনের বেশে একটি বিজ্ঞাপনের ফটোশুট করেছেন এ ২ বলিউড তারকা। আর সেই ছবি ঘিরেই তৈরি হয়েছে গুজব। তাদের সম্পর্ক নিয়ে বলিউডে কান পাতলেই শোনা যায় গুঞ্জন। মাঝে মধ্যেই ডেটিং করেন তারা। এহেন প্রেমের সম্পর্ক আরো উস্কে দিল কোকাকোলার এ বিজ্ঞাপনটি। এ বিজ্ঞাপনে নবদম্পতির ভূমিকায় দেখা গেছে আলিয়া-সিদ্ধার্থকে। বিজ্ঞাপনটিতে মিষ্টি প্রেমের গল্প আনন্দ দেবে আপনাকেও।