দেবের সাথে কাজ করবেন মিষ্টি

দেবের সাথে কাজ করবেন মিষ্টি ইনফো ডেস্ক ॥ ঢালিউডের নবাগত মিষ্টির প্রথম ছবি ‘লাভ স্টেশন’ মুক্তি পেয়েছে গত ৫ সেপ্টেম্বর। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি। গত রবিবার এ নায়িকা জানিয়েছেন, এবার নাকি তিনি কলকাতার নায়ক দেবের সঙ্গেও অভিনয় করতে যাচ্ছেন! তিনি জানান, ঢাকা এবং কলকাতার যৌথ প্রযোজনায় ছবিটির বাংলাদেশের অংশটি পরিচালনা করবেন সজল আহমেদ। মিষ্টি বলেন, ছবিটি নিয়ে অনেকদিন ধরেই কথা চলছে। কয়েকদিন আগে মৌখিকভাবে সব চূড়ান্ত করা হয়েছে। এখন শুধু আনুষ্ঠানিক চুক্তি বাকি। খুব শিগগিরই আমি আর পরিচালক সজল আহমেদ কলকাতা যাব। সেখানেই সাইন হবে। তিনি আরও বলেন, আমি সত্যিই আনন্দিত। চেষ্টা করব নিজেকে আরও ভালোভাবে মেলে ধরতে। ছবিটির শ্যুটিং আগামী নভেম্বর মাসে শুরু হতে পারে বলে জানিয়েছেন মিষ্টি। কলকাতা থেকে প্রযোজক রমেশ দাশগুপ্ত ছবিটি প্রযোজনা করলেও এখনও সেখানকার পরিচালক ঠিক হয়নি। এ বিষয়ে পরিচালক সজল বলেন, ছবির নাম এখনও ঠিক হয়নি। তবে দেবের সঙ্গে আমার মৌখিক কথা হয়েছে। তিনিও আগ্রহ প্রকাশ করেছেন। আর ছবিটি নিয়ে একদিকে যেমন আমি আনন্দিত অন্যদিকে কিছুটা শঙ্কিতও। কারণ যৌথ প্রযোজনার ছবি নিয়ে বাংলাদেশে...