Posts

Showing posts with the label Hot Story

এবার জ্যাকুলিনে মজেছেন সালমান

Image
এবার জ্যাকুলিনে মজেছেন সালমান  ইনফো ডেস্ক : ক্যাটরিনার সঙ্গে সম্পকের্র ইতি ঘটার পর কিছুদিন একাই ছিলেন সালমান খান। গুঞ্জন চলছে, এবার জ্যাকুলিনে মজেছেন সালমান। অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে তিন কামরার একটি ফ্ল্যাট উপহার দিয়ে দিলেন সালমান খান। শ্রীলঙ্কান এই সুন্দরীও নিজের পুরোনো ঠিকানা ছেড়ে বান্দ্রার ওই ফ্ল্যাটে উঠেছেন। ফ্ল্যাট উপহার দিয়ে সেই গুঞ্জনকে আরও উসকে দিলেন ৪৮ বছর বয়সী এই অভিনেতা। এমনকি ‘কিক’ ছবির একটি গানের দৃশ্যে নিজে থেকেই জ্যাকুলিনের সঙ্গে চুমুর দৃশ্যে অভিনয়ের আগ্রহ দেখান সালমান। তবে এই সম্পকের্র নাম ‘প্রেমিকা’ নাকি তা অবশ্য স্পষ্ট বলেননি। তবে জ্যাকুলিন ফ্ল্যাট পাওয়ার পর মজা করে বলেছেন, ‘সালমান এখন থেকে আমার রুমমেট।’