Posts

Showing posts with the label Tisha

অন্যরকম অভিজ্ঞতায় তিশা

Image
অন্যরকম অভিজ্ঞতায় তিশা ইনফো ডেস্ক ॥ অন্যরকম অভিজ্ঞতার মুখোমুখি হলেন দেশের জনপ্রিয় টিভি অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। অতীতে অনেক ঈদ ও পূজার নাটকে অভিনয় করেছেন এই অভিনেত্রী। সেগুলোর শুটিংও হয়েছে বিচ্ছিন্নভাবে। তবে এবার পূজা ও ঈদের নাটকের মাধ্যমে ভিন্নধর্মী অভিজ্ঞতা অর্জন হলো তার। চলতি মাসের ৪ঠা সেপ্টেম্বর পূজার নাটক সন্ধ্যাকমল এবং ঠিক তার পরদিনই ঈদের নাটক ‘লাভ এন্ড ওয়ার'-এর শুটিং করেছেন তিশা। বিষয়টি নিয়ে খুব শিহরিত তিশা। কারণ, পূজার ঠিক বিপরীত সাজ ও লুকেই তাকে হাজির হতে হয়েছে ঈদের নাটকে। দুটি নাটকের গল্পের প্রেক্ষাপটও ছিল একদমই বিপরীতমুখী। এই প্রথমবারের মতো পর পর পূজা ও ঈদের নাটকের শুটিং করলেন তিশা। সন্ধ্যাকমল নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সুমন আনোয়ার। এখানে আফরান নিশোর বিপরীতে দেখা যাবে তাকে। নাটকে আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, শিমুল প্রমুখ। নাটকের গল্পে ব্রাহ্মণ পরিবারের ছেলে নিশোর স্ত্রী তিশা। পরবর্তীতে তাদের দাম্পত্য জীবনে তৈরি হয় দূরত্ব। এক সময় তিশাকে বাড়ি ছাড়াও হতে হয়। এরপরই ঘটনা মোড় নেয় অন্যদিকে। নাটকটি আসছে দুর্গাপূজা উপলক্ষ্য্যে আরটিভিতে প্রচার হবে।লাভ এন্ড ওয়ার একটি স...

আবার হাওয়া বদল

Image
আবার হাওয়া বদল  ইনফো ডেস্ক : বাড়ি থেকে পালিয়ে স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে নিশা আর মিশু একটি রিসোর্টে উঠে। এই রিসোর্টে নিশা আর মিশু ছাড়া আরও দুই দম্পতী আছে। শিহাব ও তানিয়া নতুন বিয়ে করেছে। ঢাকা থেকে তারা এসেছে হানিমুন করতে। কিন্তু তাদের একটা বড় প্রবলেম হল তার দুজনই খুব সন্দেহ বাতিক। যে কোন ব্যাপারেই একজন আরেকজন কে সন্দেহ করে বসে। এই নিয়ে নিজেদের মধ্যে ঝগড়াও হয় প্রচুর, তবে সেটা বাইরের লোকদের আড়ালে। বাইরের লোকদের কাছে অবশ্য তারা দুজনই খুব সুখী দম্পতী হিসেবে পরিচিত। আনিস আর শিমু বেশীদিন হয়নি বিয়ে হয়েছে। তবে শিমুর চাইতে আনিসের বয়সের পার্থক্যটা একটু বেশী হওয়ায় দুজনের চাওয়া-পাওয়া গুলোর মধ্যে ব্যাপক পার্থক্য। ঘরমুখো স্বভাবের আনিস আর ঠিক তার উল্টো শিমু। দিপা আনিসের একমাত্র বোন। ভাই ভাবীর সাথে সেও ঘুরতে এসেছে। ঘরের মধ্যে একজন আরেকজনকে এড়িয়ে চললেও বাইরের লোকদের কাছে এরাও খুব সুখী পরিবার হিসেবেই পরিচিত। এই তিন দম্পতির নানা রকম হাসির আর মজার ঘটনাকে কেন্দ্র করেই এগিয়ে যায় আমাদের গল্প আবার হাওয়া বদল। দেশ টিভিতে প্রচারিত হবে ঈদের ৭ দিন রাত ৯টায়। চিত্রনাট্য ও পরিচালনায় ইমরাউল রাফাত। অভি...