Posts

Showing posts with the label Amir Khan

এবার আমিরের নামে আইনি নোটিশ

Image
CEn || বলিউড সুপারস্টার আমির খানের নামে এক কর্মী এবারে এক আইনি নোটিশ পাঠালেন। আমিরের জনপ্রিয় ‘সত্যমেভ জয়তে’ টেলিভিশন শোয়ের জন্য আমির খান সরকারের অনুমতি না নিয়েই দেশের প্রতীক ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে। মনোরঞ্জন রয় নামের কর্মীর অভিযোগ, ‘সত্যমেভ জয়তে’ নামটি ভারতের জাতীয় প্রতীকের একটি অংশ। মনোরঞ্জন রয়ের উকিল জানান, ‘সত্যমেভ জয়তে’ শোয়ের প্রযোজককে সরকারের অনুমতিপত্র দেখাতে হবে। অন্যথায় তার মক্কেল তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন। এই নোটিশ যাদের নামে দেওয়া হবে তারা হলেন বলিউড অভিনেতা আমির খান, তার স্ত্রী কিরণ রাও (প্রযোজক) এবং নির্মাতা সত্যজিত ভাটকাল। অবশ্য এ বিষয়ে আমির খানের মন্তব্য এখন পর্যন্ত জানা যায়নি।

বলিউডে বিরল দৃশ্য, সালমানের প্রচারণায় শাহরুখ-আমির!

Image
MEn || বলিউডের প্রভাবশালী তিন তারকা অভিনেতা সালমান, শাহরুখ ও আমির খান। তাঁদের মধ্যে নীরব প্রতিযোগিতা সব সময়ই চলে। ছবির সাফল্যের মানদন্ডে কে কাকে ছাপিয়ে যাবেন সে চেষ্টাই থাকে তাঁদের। তবে সম্প্রতি ভিন্ন এক দৃষ্টান্তই স্থাপন করলেন সালমানের সমসাময়িক দুই তারকা অভিনেতা শাহরুখ খান ও আমির খান। সালমান অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’ ছবির প্রচারণা চালিয়ে খবরের শিরোনাম হয়েছেন তাঁরা। ‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে সালমানকে কেমন দেখা যাবে তার একটি ছবি প্রথম টুইটারে পোস্ট করেন শাহরুখ খান। গতকাল মঙ্গলবার পোস্ট করা ওই ছবির ক্যাপশনে শাহরুখ লেখেন, ‘আমি বিশ্বাস করি, নায়ক হওয়ার চেয়ে একজন ভাই হওয়া অনেক বড় একটি ব্যাপার। ‘‘ভাইজান’’ আসছে ২০১৫ সালের ঈদে।’ ভক্তদের উদ্দেশে শাহরুখ আরও লেখেন, ‘প্রথম ছবিটি আপনারা কতটা পছন্দ করলেন?’ ছবির প্রচারণা চালিয়েছেন টুইটারে। ‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে সালমানকে কেমন দেখা যাবে তার প্রথম ছবি আমিরও পোস্ট করেছেন তাঁর টুইটার অ্যাকাউন্টে। পাশাপাশি ‘বজরঙ্গি ভাইজান’ ছবির প্রচারণা চালাতে আমির টুইট করেন, ‘শিগগির আসছে।’ এক খবরে এমনটিই জানিয়েছে ইন্ডিয়া টুডে। গতকাল মঙ্গলবার সালমানের অর্ধেক চেহারার ছবি পোস্...

আমির খানের স্বাস্থ্য নিয়ে ভয়ে তার স্ত্রী ও মা!

Image
MEn || আমির খান বলিউডের এমন একজন অভিনেতা, যিনি সিনেমায় চরিত্রের প্রয়োজনে কখনো নিজের ওজন বাড়িয়ে ফেলেন, আবার কখেনো বা ওজন একেবারে কমিয়ে দেন। আমির খানের স্বাস্থ্যের এমন ওঠানামায় দারুণ শঙ্কিত তার মা ও স্ত্রী। জানা গেছে, আসন্ন সিনেমা ‘দঙ্গল’-এ চরিত্রের প্রয়োজনে ফের স্বাস্থ্য বাড়াচ্ছেন মিস্টার পারফেকশনিস্ট। যেখানে তাকে একজন রেস্লার (কুস্তিগির) হিসেবে দেখা যাবে। আর এরজন্য তিনি নিজের ওজন বাড়িয়ে ৯৫ কেজিতে উঠিয়েছেন। এ সম্পর্কে আমির খান বলেন, বর্তমানে আমার ওজন ৯৫ কেজি। এটা দঙ্গলের চরিত্রের জন্য যথেষ্ঠ। কিন্তু ওজন বাড়ানোয় আমার মা ও স্ত্রী দারুণ শঙ্কিত। তারা ভাবছে, আমি আমার শরীর নিয়ে তাচ্ছিল্য করছি। এমনকি আমিও তাই ভাবছি! তবে আমির খান বলেন, দঙ্গল সিনেমার শ্যুটিং চলবে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত, তারপর ঠিকই আমি ওজন কমিয়ে আগের অবস্থায় ফিরে যাবো। একেবারে ‘পিকে’ সিনেমায় দর্শক আমাকে যেভাবে দেখেছে।

আমিরের নতুন চমক

Image
আমিরের নতুন চমক  টেকনো ডেস্ক : মিস্টার পারফেকশনিস্ট আমির খান বারবারই তার ছবিতে বিভিন্ন এক্সপেরিমেন্ট করে দর্শকে সারপ্রাইজ প্যাকেজ দিয়েছেন৷ ‘ধুম ৩’য়ের পর এবার আমির খান তার আপকামিং ছবি ‘পিকে’তেও আনতে চলেছেন নতুন চমক৷ জানা গেছে এই ছবির পোস্টারে একটি স্টিরিও হাতে নগ্ন আমির খানকে দেখা যাবে৷ ‘পিকে’ ছবিটি পরিচালনা করছেন রাজকুমার হিরানি৷ যদিও এ বিষয়ে এখনও কোনো অফিশিয়াল ঘোষণা করা হয়নি৷ এমনও শোনা যাচ্ছে এই ছবিতে নাকি কো-স্টার অনুষ্কা শর্মার সঙ্গে একটি লম্বা কিসিং সিনও করবেন আমির৷ এই ছবিতে আমির খান একজন ভিন গ্রহের মানুষের চরিত্রে অভিনয় করছেন যে হঠাৎ করেই পৃথিবীতে এসে পড়েছে৷ এছাড়াও ছবিতে আমিরকে বিভিন্ন অবতারে দেখা যাবে৷ যদিও রাজনৈতির পটভূমির উপরই তৈরি হচ্ছে এই ছবি৷ আমির খান ছাড়াও ছবিতে অনুশকা শর্মা, সুসান্ত সিং রাজপুত ও বোমান ইরানি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন৷– ওয়েবসাইট।