Posts

Showing posts with the label Garam Masala

সুপারস্টার সালমান এখন গায়ক

Image
সুপারস্টার সালমান এখন গায়ক   ইনফো ডেস্ক : গায়ক হিসেবে আত্মপ্রকাশ করলেন বলিউড সুপারস্টার সালমান খান। নিজের আগামী ছবি ‘কিক’-এর একটি গানে কণ্ঠ দিয়েছেন ৪৮ বছর বয়সী সুপারস্টার। হ্যাংওভার’ শিরোনামের গানটির ভিডিও ইউটিউবে প্রকাশ হয়েছে। প্রেমের গানটিতে সালমানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন শ্রেয়া ঘোষাল। সুর ও সঙ্গীতায়োজন করেছেন সুরকার ত্রয়ী মিট ব্রাদার্স অঞ্জন। কিক’ ছবিতে সালমানের নায়িকা জ্যাকলিন ফার্নান্দেজ।’হ্যাংওভার’ গানটিতে সালমানের সঙ্গে পর্দায় ঠোঁট মিলিয়েছেন শ্রীলঙ্কান এই সুন্দরী। মেহবুব স্টুডিওতে গানটির চিত্রায়ন হয়েছে দুই দিন ধরে। সাজিদ নাদিওয়াড়ওয়ালা পরিচালিত প্রথম ছবি ‘কিক’ মুক্তি পাবে আগামী রোজার ঈদে। ছবিটিতে আরও আছেন রণদীপ হুদা ও নওয়াজুদ্দিন সিদ্দিকী।

আবারো সানিকে নিয়ে ইউটিউবে ঝড়

Image
আবারো সানিকে নিয়ে ইউটিউবে ঝড় ইনফো ডেস্ক : আবার ‘হেট স্টোরি টু’ ছবির আইটেম গানে নেচেছেন তিনি। এর শিরোনাম ‘পিঙ্ক লিপস’ । ইউটিউবে গানটির ভিডিও প্রকাশ হতেই ঝড় উঠেছে। ‘পিঙ্ক লিপস’ গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন মিট-ব্রস-অঞ্জন। কুমারের লেখা গানটিতে কণ্ঠ দিয়ে খুশবু গ্রেওয়াল। এই গানের মাধ্যমে সিকুয়েলের আইটেম গানে নৃত্য পরিবেশনের হ্যাট্রিক করলেন সানি লিওন। ছবিগুলো হলো ‘জিসম টু’, ‘রাগিনী এমএমএস টু’, ‘হেট স্টোরি টু’। এর আগে ‘শুটআউট অ্যাট ওয়াদালা’র আইটেম গানে নৃত্য পরিবেশন করেন সানি লিওন । কিছুদিন আগে নিজের অভিনীত ‘রাগিনী এমএমএস ২’- ছবির ‘বেবি ডল’ গানে নেচে ঝড় তোলেন ৩৩ বছর বয়সী এই অভিনেত্রী।

যৌন নির্যাতনে শিকার পুজা মিশ্রা

Image
যৌন নির্যাতনে শিকার পুজা মিশ্রা ইনফো ডেস্ক : প্রীতি জিনতা ও নেস ওয়াদিয়ার মাঝে শ্লীলতাহানি ও দুর্ব্যবহারের মামলা যখন চলছে তখন ফের একবার বলিউডের অপর এক নায়িকার স্বামীর বিরুদ্ধে উঠল শ্লীলতাহানির অভিযোগ। অভিনেত্রী ও বিগবস ৫ এর প্রতিযোগী পুজা মিশ্রা বলিউডের ‘খাল্লাস গার্ল’ ইশা কোপিকারের স্বামী রোহিত নারঙ্গ ও তার ভাই রোহন নারঙ্গের যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন। পুজা পুলিশের কাছে অভিযোগ করেছেন রেহিত ও রোহন নারঙ্গ তাকে একটি ছবিতে রোল পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাকে পুনার একটি জনশূন্য এলাকার নিয়ে যায় ও গাড়িতে তার সঙ্গে যৌন হয়রানি করেন।  দুই ভাইয়ের বিরুদ্ধে ৩৫৪, ৫০৬ (বি) ও ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুজা গত ১৯ জুন পুনার মুন্ডবা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছিলেন। সেখানে তিনি জানিয়েছিলেন এই দুই ভাই অনেক বছর ধরেই তার সঙ্গে খারাপ ব্যবহার করছেন এবং অভিযোগ করলে তার খারাপ ফলের হুমকিও দিয়েছেন। পুজার বক্তব্য অনুযায়ী এই দুই ভাই এর আগেও দু’বার তার যৌন নির্যাতন করেছেন। পুজা দুই অভিযুক্তের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগও করেছেন। এছাড়াও পুজার অভিযোগ তারা তার ফোন ও সোশ্যাল মিডিয়া অ্যাকা...