সুপারস্টার সালমান এখন গায়ক

সুপারস্টার সালমান এখন গায়ক  

ইনফো ডেস্ক : গায়ক হিসেবে আত্মপ্রকাশ করলেন বলিউড সুপারস্টার সালমান খান। নিজের আগামী ছবি ‘কিক’-এর একটি গানে কণ্ঠ দিয়েছেন ৪৮ বছর বয়সী সুপারস্টার।
হ্যাংওভার’ শিরোনামের গানটির ভিডিও ইউটিউবে প্রকাশ হয়েছে। প্রেমের গানটিতে সালমানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন শ্রেয়া ঘোষাল। সুর ও সঙ্গীতায়োজন করেছেন সুরকার ত্রয়ী মিট ব্রাদার্স অঞ্জন।
কিক’ ছবিতে সালমানের নায়িকা জ্যাকলিন ফার্নান্দেজ।’হ্যাংওভার’ গানটিতে সালমানের সঙ্গে পর্দায় ঠোঁট মিলিয়েছেন শ্রীলঙ্কান এই সুন্দরী। মেহবুব স্টুডিওতে গানটির চিত্রায়ন হয়েছে দুই দিন ধরে।
সাজিদ নাদিওয়াড়ওয়ালা পরিচালিত প্রথম ছবি ‘কিক’ মুক্তি পাবে আগামী রোজার ঈদে। ছবিটিতে আরও আছেন রণদীপ হুদা ও নওয়াজুদ্দিন সিদ্দিকী।

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি