Posts

Showing posts with the label ফেসবুকে শিরোনামহীনের ভেরিফায়েড পেজ

ফেসবুকে শিরোনামহীনের ভেরিফায়েড পেজ

Image
ফেসবুকে শিরোনামহীনের ভেরিফায়েড পেজ ইনফো ডেস্ক ॥ভেরিফায়েড হলো শিরোনামহীন ব্যান্ডের ফ্যানপেজ। ফেসবুক কর্তৃপক্ষ তাদের পেজটি (যঃঃঢ়ং://িি.িভধপবনড়ড়শ.পড়স/ঝযরৎড়হধসযরহ.হবঃ) যাচাই-বাছাই করে এর যথার্থতা নিশ্চিত করেছে। ভেরিফায়েড হওয়া এই পেজে লাইকের সংখ্যা ২ লাখ ৮৩ হাজার ৪৪৯। এটা যে শিরোনামহীনের অনুমোদিত পেজ, তা বোঝা যাবে পেজে ব্যান্ডটির নামের পাশে নীল রঙের বৃত্তে সাদা রঙের টিকচিহ্ন দেখে। ব্যান্ডটির সদস্যরা বলেন, ‘আমাদের ফ্যানপেজ ভেরিফায়েড হওয়ায় বেশ ভালো লাগছে। আশা করছি, ভক্তরা আমাদের প্রতি সমর্থন অব্যাহত রাখবেন।’