Posts

Showing posts with the label My1_info

হিতে-বিপরীত ঘটলো বিদ্যা

Image
হিতে-বিপরীত ঘটলো বিদ্যা  http://my1info.blogspot.com/   ইনফো ডেস্ক : বিদ্যা বালানের আপকামিং ফিল্ম ‘ববি জাসুস’ এর প্রচারে বেশ ব্যস্ত বিদ্যা বালান। এই ফিল্মে ১২টি চেহারায় দেখা যাবে তাঁকে। ‘ববি জাসুস’এর প্রচারে ভাদোদরায় পৌছান বিদ্যা বালান। ভেবেছিলেন প্রচারে ১৩তম চেহারায়ন রেন্দ্র মোদির বেশ ধরে দর্শকদের সামনে এসে সকলকে চমকে দেবেন তিনি। কিন্তু তাতেই গোল বেধেছে। তা দেখেই ক্ষুব্ধ বিজেপি নেতারা।   সেখানে নমো-র চেহারার প্রচার করতে চেয়েছিলেন বিদ্যা বালান। সূত্রে জানা যায় যে, বিদ্যা বালান ওরফে ববি জাসুস ওই চায়ের দোকানেও যেতে চেয়েছিলেন, যে দোকানের মালিক লোকসভা নির্বাচনে প্রার্থী পদের জন্য মোদির নাম প্রস্তাব করেছিলেন। কিন্তু নমোর গেটআপে বিদ্যাকে দেখেই ক্ষোভে জ্বলে ওঠেন বিজেপি নেতারা। তাঁর বিরুদ্ধে বিক্ষোভও প্রদর্শন করেন তাঁরা।