Posts

Showing posts with the label Bangladeshi Singer

নতুন মিউজিক ভিডিও প্রকাশিত হচ্ছে বেলাল খানের

Image
MEn || শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে কণ্ঠশিল্পী বেলাল খানের দ্বিতীয় একক অ্যালবামের প্রথম মিউজিক ভিডিও। মেলোডি ও হিপহপ ধাচের গানটির শিরোনাম ‘নিশি করি ভোর’। জাহিদ আকবরের লেখা, বেলাল খানের সুর এবং মুশফিক লিটুর সংগীতে মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন। মডেল হিসেবে রয়েছেন শাহরিয়ার শোভা ও শান। নতুন মিউজিক ভিডিওতে বেলাল খানকে নতুন রূপে পাওয়া যাবে। এর আগে প্রথম অ্যালবাম ‘আলপনা’র ‘এক মুঠো স্বপ্ন’ গানটি শ্রোতাপ্রিয়তা পেয়েছিল। মিউজিক ভিডিও সম্পর্কে বেলাল খান বলেন, ‘একেবারে নতুন রূপে এই ভিডিওতে দর্শক-শ্রোতারা খুঁজে পাবেন আমাকে। মেলোডি প্রধান গানটিতে কথা ও সুরের পাশাপাশি ভিডিওতেও রয়েছে ভিন্নতা। ঢাকা এবং ঢাকার আশেপাশের বিভিন্ন লোকেশনে এর চিত্রধারণ করা হয়েছে। ভিডিওটিতে ভিএফএক্স এর কাজও করা হয়েছে।’ উল্লেখ্য, বেলাল খানের ‘পাগল তোর জন্যরে’, ‘ভালোবাসি হয়নি বলা’, ‘সোনাপাখি’, ‘ইস্টিশন’, ‘এক মুঠো স্বপ্ন’ গানগুলো শ্রোতাপ্রিয়তার শীর্ষে রয়েছে।

কন্ঠশিল্পী এলিটটের একক অ্যালবাম প্রকাশিত

Image
MEn || বারো বছরের ক্যারিয়ারে কণ্ঠশিল্পী এলিটার ছিলো না কোনো একক অ্যালবাম। অবশেষে গত ২৪ মে প্রকাশিত হল এলিটার প্রথম একক অ্যালবাম ‘এলিটা’। এ উপলক্ষে রাজধানীর ডেইলি স্টার ভবনে আয়োজন করা হয়েছিল প্রকাশনা অনুষ্ঠানের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং সংগীতপরিচালক বাপ্পা মজুমদার সহ মিডিয়াঙ্গনের আরও অনেকে। ১০ টি গান দিয়ে সাজানো হয়েছে এলিটার প্রথম একক অ্যালবামটি। অ্যালবামের গানগুলোর সংগীতপরিচালনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির, অদিত, সন্ধি এবং শাকের। অ্যালবামে গান লিখেছেন রবিউল ইসলাম জীবন, ফুয়াদ, সন্ধি প্রমুখ। অ্যালবামে কোনো দ্বৈত গান রাখা হয়নি। জেরেনা এন্টারটেইনমেন্টের ব্যানারে অডিও সিডির পাশাপাশি অ্যালবামটি অনলাইনেও প্রকাশ করা হয়েছে। আগামি ২৫ মে থেকে অ্যালবামটি সারাদেশে পাওয়া যাবে।