Posts

Showing posts with the label deshimodel

বিতর্কিত ৬ দেশি সুন্দরী নায়িকা

Image
বিতর্কিত ৬ দেশি সুন্দরী নায়িকা    ইনফে ডেস্ক : মিডিয়া মানেই নানান আলোচনা আর সমালোচনার যায়গা। তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই একটু বেশিই মাতামাতি হয় মিডিয়াতে। আর তাই মিডিয়ার জালে জড়িয়ে অনেক তারকাই হয়ে যান বিতর্কিত। বাংলাদেশের বিনোদন জগতের এমনই ৬ সুন্দরী নায়িকার সম্পর্কে জেনে নিন । শখ: মডেলিং এর শুরুতেই বেশ জনপ্রিয়তা লাভ করেন এই তারকা। বাংলালিঙ্কের বিজ্ঞাপনের মাধ্যমে দিন দিন তার জনপ্রিয়তা বৃদ্ধি পায়। কিন্তু হঠাৎ তার একটি নগ্ন ভিডিও ফেসবুকে ছড়িয়ে পরায় বেশ সমালোচনার পাত্রী হয়ে উঠেন শখ। ভিডিওটি নিয়ে অনেক আলোচনা আর সমালোচনার ছড়িয়ে পরে মিডিয়াতে। কেউ বলেছেন সেটা শখ আবার কেউ বলেছেন শখের মত দেখতে অন্য কেউ। এছাড়াও শিডিউল নিয়ে প্রায়ই বেশ অবহেলা করেন শখ যা সবাইকেই বেশ বিরক্তিকর পরিস্থিতিতে ফেলেছে। সারিকা: শখের পাশাপাশি প্রায় একই সময়েই গ্ল্যামার জগতে পা রেখেছেন সারিকা। পরিবারে বাবা মায়ের একমাত্র কন্যা সারিকা। সুন্দরী এই তারকা জড়িয়েছেন একের পর এক বিতর্কে। সম্পকের্র ভাঙা গড়া ছাড়াও সিডিউল ফাকি দেয়া এবং  ইয়াবা আসক্তি কারণে অনেকটাই সমালোচনার সৃষ্টি হয়েছে তাকে নিয়ে। এছাড়াও সারিক...