Posts

Showing posts with the label Bappi

শুরু হচ্ছে ‘সুইটহার্ট’র শ্যুটিং

Image
শুরু হচ্ছে ‘সুইটহার্ট’র শ্যুটিং  ইনফো ডেস্ক : শুরু হচ্ছে রিয়াজ-বাপ্পি চৌধুরীর ও বিদ্যা সিনহা মিমের নতুন চলচ্চিত্র ‘সুইটহার্ট’র শ্যুটিং। কাল থেকে এফডিসির চার নম্বর ফোরে মহরতের মাধ্যমে এর শুটিং শুরু হবে। ছবিটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন। অবশ্য প্রথমে সিনেমাটি ইমনকে নেওয়ার কথা থাকলেও পরে তার বদলে রিয়াজকে নেওয়া হয়। ছবিটিতে মিমকে খ্রিস্টান মেয়ে বিলিনা, রিয়াজকে বিদেশ ফেরত রিচার্ড আর বাপ্পীকে দেখা যাবে শিক্ষিত মোঘল পরিবারের ছেলে জিসান চরিত্রে। কাহিনীতে দেখা যাবে বাপ্পী ও মিমের মধ্যে প্রেমের সম্পর্ক থাকলেও বিয়ে হয় রিয়াজের সঙ্গে। যা মেনে নিতে পারে না মিম নিজেও। তৈরি হয় দাম্পত্য জটিলতা। আর অন্যদিকে বাপ্পী মনে করে অথের্র অভাবেই সে বঞ্চিত হচ্ছে তার ভালোবাসা থেকে। নেমে পড়ে টাকা উপার্জনের পথে।

জায়েদ খান ১০০, বাপ্পি চৌধুরী ১০০!

Image
জায়েদ খান ১০০, বাপ্পি চৌধুরী ১০০!   ইনফো ডেস্ক : মাঠের ক্রিকেট যেন পেয়ে বসেছে ঢালিউডকেও। এখন কোন পরিচলকই আর ১০০’র কম সিনেমা হলে তাদের সিনেমা মুক্তি দাতে চাইছেন না। তারই ধারাবাহিকতায় এবার ১০০’র কোঠা পাড়ি দিতে যাচ্ছেন জনপ্রিয় নায়ক জায়েদ খান ও বাপ্পি চৌধুরী। জানা গেছে, আগামী মাসেই মুক্তি পাবে জায়েদ খান ও বাপ্পি চৌধুরীর দুটি সিনেমা। এর মধ্যে বাপ্পির ‘অনেক সাধের ময়না’ ছবিটি মুক্তি পাবে ৭ নভেম্বর। আর জায়েদের ‘প্রেম করবো তোমার সাথে’ মুক্তি পাবে ১৪ নভেম্বর। আর এ দুটি সিনেমাই মুক্তি পাবে ১০০ সিনেমা হলে। মুক্তির সময় যত ঘনিয়ে আসছে, ততই দর্শক, হলমালিক ও বুকিং এজেন্টদের পাশাপাশি মিডিয়াতেও আগ্রহ বাড়ছে ‘অনেক সাধের ময়না’ ছবিটি নিয়ে। ছবির নামভূমিকায় অভিনয় করেছেন মাহিয়া মাহি। শুধু তাই নয়, ছবিটি নিয়ে বুকিং এজেন্টদের মধ্যেও বেশ তোড়জোড় শুরু হয়ে গেছে। প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া জানায়, ইতিমধ্যে ৫০টি সিনেমা হলে ছবিটি প্রদর্শনের জন্য চূড়ান্ত কথাবার্তা হয়েছে। আরও কিছু সিনেমা হলের মালিকদের সঙ্গে কথা চলছে। সব মিলিয়ে প্রায় ১০০টি সিনেমা হলে একযোগে প্রদর্শিত হবে এ ছবিটি। অন্যদিকে, ত্রিভুজ প্রে...

সেলিব্রেশন অফ লাভ

Image
সেলিব্রেশন অফ লাভ  টেকনো ডেস্ক : বাংলাদেশে এ সময়কার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহীর সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে প্রকাশ হয়েছে বেশ কয়েকটি রহস্যজনক ছবি। ফেসবুকে ছবি প্রকাশের পর বাপ্পি চৌধুরীর সঙ্গে মাহিয়া মাহীর সম্পর্ক নিয়ে আরও গুজব নতুন মাত্রা পেল। যা নিয়ে ব্যাপক সমালোচনায় ভক্তরা। প্রকাশিত ঐ ছবিতে দেখা যায়, বাপ্পিকে নিয়ে বিশেষ মুহুর্ত পার করছেন মাহী। দামি রোস্তোরায় পালন করছেন তাদের কোন বিশেষ মুহুর্ত। তারা দুজন দুজনের বেশ ঘনিষ্ট হয়ে থাকেন, এমনকি চুমুও খান। এসময় দুজনকেই বেশ উৎফুল্ল দেখাচ্ছিল। মাহীর প্রকাশিত ঐ ছবির শিরোনাম ছিল ‘সেলিব্রেশন অফ লাভ’। ছবি প্রকাশের মুহুতের্র মধ্যে শতাধিক লাইক পরে। অনেকে নানা মন্তব্যও করেন। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই এ জুটির প্রেমের খবর রটেছিল। তবে সম্প্রতি এ দুজনের সম্পর্ক কিছুটা খারাপ হয়েছে বলেও শোনা যাচ্ছিল। ঠিক সেই মুহুর্তে এ ছবি দুজনের সম্পর্কে নতুন মাত্রা দিল।