Posts

Showing posts with the label নতুন করে ন্যান্সি

নতুন করে ন্যান্সি

Image
নতুন করে ন্যান্সি  ইনফো ডেস্ক ॥ নতুন উদ্যম নিয়ে কাজ শুরু করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনির ন্যান্সি। রোজার ঈদের পরের অনাকাঙ্খিত ঘটনার রেশ কাটিয়ে এবং কোরবানি ঈদের পর বিএনপির অঙ্গসংগঠন জাসাস মহানগরের (দক্ষিণ) সহ-সভাপতির পদ ছেড়ে এখন শুধু গানে মনোযোগী হয়েছেন এই শিল্পী। পদে না থেকেও সারাজীবন বিএনপিকে সাপোর্ট করার কথাও অবশ্য তিনি এরই মধ্যে জানিয়েছেন। এদিকে মগবাজার ছেড়ে এখন রামপুরার একটি ফ্ল্যাটে উঠেছেন ন্যান্সি। সেখানেই স্বামী নাজিমুজ্জামান জায়েদ ও দুই কন্যা রোদেলা ও নায়লাকে নিয়ে থাকছেন তিনি। বর্তমানে একাধিক ছবি ও অ্যালবামের গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন ন্যান্সি। এদিকে এরই মধ্যে এ তারকা তার গড়া গানের দলের সদস্যদের কথা-সুর-সংগীতে ‘দুষ্টু ছেলে’ নামক একটি একক অ্যালবাম প্রকাশ করেছেন। এ অ্যালবামটি রোজার ঈদে মোবাইল ফোনে মুক্তি দেয়া হয় ডিজিটালি। এরই মধ্যে গানগুলো থেকে ভাল সাড়াও পেয়েছেন ন্যান্সি। অ্যালবামটি শ্রোতাদের জন্য শিগগিরই ফিজিক্যালি প্রকাশ করা হবে। অ্যালবাম থেকে দু-একটি মিউজিক ভিডিও তৈরিরও ইচ্ছা রয়েছে এ তারকার। সব মিলিয়ে পরিবার ও গান নিয়ে চলতি সময়টা কেমন উপভোগ করছেন? উত্তরে আগ...