সংগীতশিল্পী সুবর্ণা মুস্তাফা

সংগীতশিল্পী সুবর্ণা মুস্তাফা ইনফো ডেস্ক: গুণী অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা তার দীর্ঘ সফল ক্যারিয়ারে বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। এখন অবশ্য অভিনয় আগের তুলনায় কমিয়ে দিয়েছেন তিনি। খুব বেছে বেছে কমসংখ্যক নাটকেই তাকে দেখা যায়। সেই ধারাবাহিকতায় সম্পতি একটি খ-নাটকে অভিনয় করলেন সুবর্ণা। এখানে সংগীতশিল্পীর চরিত্রে অভিনয় করবেন তিনি।’তোমার কণ্ঠে রাখিয়া এসেছি মোর কণ্ঠের গান, এইটুকু শুধু রবে পরিচয়? আর সব অবসান? ’ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘গানের আড়াল’ কবিতার প্রথম এ দুই লাইন অবলম্বনে সম্প্রতি নির্মিত হয়েছে নাটকটি। নাটকের নাম ‘শেষ হয় না বেলা’। এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নাহিদ আহমেদ পিয়াল। সুবর্ণা মুস্তাফা ছাড়াও এ নাটকে আরও অভিনয় করেছেন বন্যা মির্জা, মাজনুন মিজান, নাজিবা প্রমুখ। এ নাটকে অভিনয় প্রসঙ্গে সুবর্ণা মুস্তাফা বলেন, কাজী নজরুল ইসলামের ‘গানের আড়াল’ কবিতার প্রথম দুই লাইন অবলম্বনে নাটকটি তৈরি। এই দুই লাইনেই এর সারসংক্ষেপ পাওয়া যায়। আমার নিজের কাছে অনেক ভাল লেগেছে এর গল্প শুনে। এখানে সংগীতশিল্পী হিসেবে দেখা যাবে আমাকে। আমার মনে হয় নাটকটি সব শ্রেণীর দর্শকের ...