Posts

Showing posts with the label হোমায়রা হিমু

এখনই বিয়ে করছেন না হোমায়রা হিমু

Image
এখনই বিয়ে করছেন না হোমায়রা হিমু ইনফো ডেস্ক : বিয়ে নিয়ে এখনই কোন পরিকল্পনা নেই টিভি অভিনেত্রী হোমায়রা হিমুর। সম্প্রতি অভিনয়ে ব্যস্ততা ও ব্যক্তিগত অন্যান্য বিষয়ে বলতে গিয়ে তিনি এসব কথা বলেন। দীর্ঘদিন ধরে টিভি নাটকে অভিনয় করছেন তিনি। বিয়ের বয়স হলেও এখন পর্যন্ত বিয়ে নিয়ে কোন পরিকল্পনা করেননি। এ বিষয়ে হিমু বলেন, বিয়ে মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রত্যেক মানুষের সঙ্গীর দরকার। কিন্তু আমি এখনও বিষয়টি নিয়ে তেমন কিছুই ভাবছি না। আমার সঙ্গের অনেকেই বিয়ে করে সংসারী হয়েছেন। কিন্তু বিয়ের বিষয়ে আমার এখন কোন পরিকল্পনা নেই বললেই চলে। বর্তমানে বিভিন্ন চ্যানেলে প্রচার চলতি একাধিক ধারাবাহিক নাটক ছাড়াও নতুন আরও একটি একটি নাটকের শুটিং করছেন হিমু। ফজলুর রহমানের পরিচালনায় এ নাটকের নাম ‘জীবনের অলিগলি’। এরই মধ্যে বেশ কয়েক পবের্র শুটিং শেষ হয়েছে বলে জানিয়েছেন হিমু। এ নাটক ছাড়াও প্রচার চলতি আরও কয়েকটি ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। এগুলো হলো, ‘হাটখোলা’, ‘ডিবি’, ‘সংঘাত’। প্রতিটি নাটকেই তার চরিত্রে ভিন্নতা রয়েছে বলে জানান হিমু। বৈশাখী টিভিতে প্রচার চলতি ‘সংঘাত’ নাটকে তিনি ভিলেন চরিত্রে অভিনয় করে আলোচিত...