Posts

Showing posts with the label তিনি এখন সিনেমার নায়িকা

তিনি এখন সিনেমার নায়িকা

Image
তিনি এখন সিনেমার নায়িকা  ইনফো ডেস্ক : টিভি পর্দায় দীর্ঘদিন অভিনয়ের পর বেশ কিছুদিন হলো পুরোদমে বাণিজ্যিক ধারার চলচ্চিত্রে নাম লিখিয়েছেন টিভি মিডিয়ার জনপ্রিয় অভিনেত্রী লাক্স-তারকা জাকিয়া বারী মম। চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করলেও দীর্ঘদিন জড়িয়ে থাকা টিভি মাধ্যমকে একেবারে ছাড়তে পারেননি তিনি। সময় পেলেই কোন না কোন টিভি নাটকে অভিনয় করতে দেখা যায় তাকে। আর সেই সুযোগটাই যেন এখন কাজে লাগাচ্ছেন মম। বর্তমানে সমরেশ মজুমদারের উপন্যাস অবলম্বনে ‘সিনেমাওয়ালা’ নামের একটি ধারাবাহিক নাটকের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। ১০ই অক্টোবর থেকে নাটকটির শুটিং শুরু হয়েছে। এতে অভিনয় প্রসঙ্গে মম বলেন, নাটকের গল্প আমার কাছে সত্যিই খুব ভাল লেগেছে। আর উপন্যাস অবলম্বনে নাটকে কাজ করতে আমার এমনিতেই ভাল লাগে। শুটিং ইউনিটের সবাই খুব আন্তরিকতার সঙ্গে কাজ করছেন। সব মিলিয়ে অনেক দিন পর ভাল একটি নাটকে কাজ করতে পারছি বলে ভাল লাগছে। টিভি পর্দার জন্য আপাতত এই একটি নাটকেরই কাজ করছেন মম। এদিকে মম'র প্রথম বাণিজ্যিক ধারার ছবি বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে। সম্প্রতি ‘প্রেম করবো তোমার সাথে’ নামে তার অভিনীত এ ছবিটি সেন্সর পেয়েছে। ...