হট হয়েও ফ্লপ যে নায়িকারা

MEn || সাফল্য পেতে নিজের শরীর মেলে ধরতে পিছপা হননি তাঁরা। কিন্তু আসে নি সাফল্য। বৃথা গিয়েছে তাঁদের চেষ্টা। আজ আমারা চোখ রাখব সেই সব অসফল সেলেব কাহিনির দিকে। যাদের শরীরি আবেদন পর্দায় ঝড় তুললেও দাগ কাটানি দর্শক মনে। সোনালি রাউত: ‘এক্সপোজ’ ছবিতে একটি দৃশ্য শোরগোল ফেলেছিল সোনালী রাউত। যেখানে রাউত উত্তেজক ভঙ্গিমায় শাড়ি পড়েছিলেন। এই ছবিতে ছিলেন হিমেশ রেশমিয়া। বীণা মালিক: টেলিভিশনের পর্দায় বেশ জনপ্রিয় নাম বীনা মালিক। কিন্তু বলিউডে তিনি তেমন কোনও ছাপ রাখতে পারেননি। ‘মুম্বই ১২৫ কিমি’ সিনেমায় বেশ কয়েকটি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছিলেন। ইন্দ্রা বর্মা: ‘কামসূত্র’-এ অভিনয় করে ছিলেন ফাটিয়ে। তবে চরিত্রের প্রয়োজনে