Posts

Showing posts with the label Rani Mukharjee

ঘরোয়া ব্যানারে রানির নতুন ছবি

Image
ঘরোয়া ব্যানারে রানির নতুন ছবি ইনফো ডেস্ক: এবার হোম প্রোডাকশান যশরাজ ফিল্মের ব্যানারে কাজ করবেন আদিত্য পতœী রানি চোপড়া (মুখার্জি) । তবে, ছবি-সংক্রান্ত কোনো বিষয়ে মিঞা-বিবি কেউই এখনও সেভাবে মুখ খোলেননি। ২২ আগস্ট বড়পর্দায় মুক্তি পাবে প্রদীপ সরকার পরিচালিত ও রানি চোপড়া (মুখার্জি) অভিনীত মর্দানী। এই ছবিটির প্রযোজনা করেছে যশরাজ ফিল্মস। মর্দানী ছবিতে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের অফিসার শিবানী শিবাজী রায়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে রানিকে। আপাতত সেই ছবির প্রোমোশনে ব্যস্ত রয়েছেন তিনি। রানি আরও জানিয়েছেন পরিচালক বা প্রযোজক হওয়ার কোনো ইচ্ছাই তাঁর নেই। তিনি তাঁর অভিনয় দক্ষতা দিয়েই চিরকাল মানুষের মন জয় করতে চান।

মার্শাল আর্ট শিখতে ব্যাস্ত রানী

Image
মার্শাল আর্ট শিখতে ব্যাস্ত রানী   ইনফো ডেস্ক : রানী মুখার্জির আপকামিং ফিল্ম ‘মর্দানি' ছবিতে তিনি কঠোর একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন বলেই রানী এই বিশেষ মার্শাল আটের্র ট্রেনিং নেয়া। যশরাজ ফিল্মস প্রযোজিত ও প্রদীপ সরকার পরিচালিত ‘মর্দানি'তে সমস্ত স্টান্ট নিজে করেছেন রানী মুখাজি। এর জন্য রানী ‘ক্রাব মাগা’ টেকনিকও শিখেছেন। এই টেকনিকের সাহায্যে দুর্বল লোকেরাও আত্মরক্ষা করতে পারেন! ছবির শ্যুটিং শুরু হবার আগে রানী মুখার্জিকে বেশ কিছু নারী পুলিশের সঙ্গে দেখা করেছে বলে জানতে পারেন, বিভিন্ন পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জন্য নিজেকে তৈরি রাখা জরুরি। সে কারণেই ছবিতে ডামি ব্যবহার না করে ফাইট সিন ও স্টান্ট নিজেই করেছেন রানী। এর আগের সিনেমাতে অন্য ধারার বিভিন্ন চরিত্রে অভিনয় করলেও অ্যাকশন দৃশ্যে কাজ করেননি রানী। ছবির ট্রেলার ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২২ আগস্ট। সূত্র: ইন্টারনেট