Posts

Showing posts with the label সোনার ডিম

সোনার ডিম

Image
সোনার ডিম   ইনফো ডেস্ক : গ্রামের সহজ সরল এবং অলস একটি ছেলে ঢেঁকী মোঃ হাশেম। তার কথা পৃথিবীর আট দশ জন ধনী থাকলে সেও একদিন ধনী হতে পারবে। তাই বাড়ির উঠানে বসে বসে তার প্রিয় একটি হাঁসকে আদরযতœ করাই তার কাজ। তার কথা এই হাঁস দিয়ে সে একদিন অনেক ধনী হবে। হাশেম লাবনী নামে একটি মেয়েকে ভালবাসে। লাবনী বাবা মার বড় মেয়ে, আর বাবার অঢেল টাকা থাকার কারনে গ্রামের অনেকে তাকে বিয়ে করতে চায়। লাবনী জানে হাশেমের কথা বলে সে দুই তিন বছরের জন্য তার বাবার বাড়িতে থাকতে পারবে না, তাই বুদ্ধি করে চার বছর মেট্রিক পরীক্ষায় খারাপ করে, এতে করে বাবা তাকে বিয়ের জন্য তারা দিতে পারে না। আর লজ্জা হয় তারই ছোট ভাই তাকে টপকে কলেজে পরে। প্রত্যেকদিনের মত হাশেম তার উঠানে বসে হাঁসের যতœ করছিলো, এমন সময় একজন ফকির তার উঠানে এসে আল্লাহের নামে ভিক্ষা চায়। হাশেম রাতে খাবার চালাবার দুটি ডিম ফকিরকে দিয়ে দেয়। ফকির খুশি হয় আর বলে আমারতো দেবার মত কিছু নাই খালি দোয়া করতে পারি। তখন হাশেম বলে আমার জন্য দোয়া না করে আমার হাঁসের জন্য দোয়া করেন যাতে করে আমার হাঁস সোনার ডিম পারে। ফকির তখন হাশেমের কথা শুনে হাঁসি দিয়ে চলে যায়। পরদিন ভোরবে...