রিচি এবং তার পথচলা

রিচি এবং তার পথচলা ইনফো ডেস্ক: ১৯৯৮ সালে ফারুক ভুঁইয়া প্রযোজিত ধারাবাহিক নাটক ‘বেলা অবেলা’র মধ্য দিয়ে অভিনেত্রী রিচি সোলায়মানের মিডিয়ায় অভিষেক ঘটে। এরপর ‘নাবিলা চরিত', ‘জোছনাকাল', ‘বনলতা সেন', ‘ময়ূর বাহন', ‘নিশিথে’ ও ‘ত্যাগ’ নাটকে অভিনয় করে আলোচনার শীর্ষে চলে আসেন তিনি। ক্যারিয়ারের ১৬ বছরের পথচলায় এখনও ছুটছেন রিচি। তবে একটু দেখে, একটু বেছেই কাজ করছেন এখন। যার কারণে আগের তুলনায় এখন অভিনয়ে রিচিকে কিছুটা কম দেখা যাচ্ছে। তবে যেসব নাটকে তিনি অভিনয় করছেন তার অধিকাংশই তুমুল জনপ্রিয়তা অর্জন করছে। তার অভিনীত পপ্রতটি নাটকেই রিচি প্রমাণ করছেন অভিনয়ের ক্ষেত্রে তিনি জাত শিল্পী। অন্যদিকে পরিচালকরাও আত্মবিশ্বাসের জায়গা থেকে তাকে কাস্ট করছেন। সম্প্রতি রিচি নতুন তিনটি ধারাবাহিক নাটকের কাজ হাতে নিয়েছেন। এগুলো হলো গোলাম সোহরাব দোদুলের ‘আনন্দময় আমোদপুর', রুলীন রহমানের ‘মায়ার খেলা’ ও আলভী আহমেদের ‘শূন্য থেকে শুরু’। এ প্রসঙ্গে রিচি বলেন, একসঙ্গে তিনটি ধারাবাহিক নাটকের প্রস্তাব পেয়েছি। তাই সিডিউল মেলাতে কিছুটা হিমশিম খাচ্ছি। প্রতিটি ধারাবাহিকের গল্পই চমৎকার। তাই একটু কষ্ট হলেও যথেষ্...