Posts

Showing posts with the label BD Music

নতুন মিউজিক ভিডিও প্রকাশিত হচ্ছে বেলাল খানের

Image
MEn || শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে কণ্ঠশিল্পী বেলাল খানের দ্বিতীয় একক অ্যালবামের প্রথম মিউজিক ভিডিও। মেলোডি ও হিপহপ ধাচের গানটির শিরোনাম ‘নিশি করি ভোর’। জাহিদ আকবরের লেখা, বেলাল খানের সুর এবং মুশফিক লিটুর সংগীতে মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন। মডেল হিসেবে রয়েছেন শাহরিয়ার শোভা ও শান। নতুন মিউজিক ভিডিওতে বেলাল খানকে নতুন রূপে পাওয়া যাবে। এর আগে প্রথম অ্যালবাম ‘আলপনা’র ‘এক মুঠো স্বপ্ন’ গানটি শ্রোতাপ্রিয়তা পেয়েছিল। মিউজিক ভিডিও সম্পর্কে বেলাল খান বলেন, ‘একেবারে নতুন রূপে এই ভিডিওতে দর্শক-শ্রোতারা খুঁজে পাবেন আমাকে। মেলোডি প্রধান গানটিতে কথা ও সুরের পাশাপাশি ভিডিওতেও রয়েছে ভিন্নতা। ঢাকা এবং ঢাকার আশেপাশের বিভিন্ন লোকেশনে এর চিত্রধারণ করা হয়েছে। ভিডিওটিতে ভিএফএক্স এর কাজও করা হয়েছে।’ উল্লেখ্য, বেলাল খানের ‘পাগল তোর জন্যরে’, ‘ভালোবাসি হয়নি বলা’, ‘সোনাপাখি’, ‘ইস্টিশন’, ‘এক মুঠো স্বপ্ন’ গানগুলো শ্রোতাপ্রিয়তার শীর্ষে রয়েছে।

কন্ঠশিল্পী এলিটটের একক অ্যালবাম প্রকাশিত

Image
MEn || বারো বছরের ক্যারিয়ারে কণ্ঠশিল্পী এলিটার ছিলো না কোনো একক অ্যালবাম। অবশেষে গত ২৪ মে প্রকাশিত হল এলিটার প্রথম একক অ্যালবাম ‘এলিটা’। এ উপলক্ষে রাজধানীর ডেইলি স্টার ভবনে আয়োজন করা হয়েছিল প্রকাশনা অনুষ্ঠানের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং সংগীতপরিচালক বাপ্পা মজুমদার সহ মিডিয়াঙ্গনের আরও অনেকে। ১০ টি গান দিয়ে সাজানো হয়েছে এলিটার প্রথম একক অ্যালবামটি। অ্যালবামের গানগুলোর সংগীতপরিচালনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির, অদিত, সন্ধি এবং শাকের। অ্যালবামে গান লিখেছেন রবিউল ইসলাম জীবন, ফুয়াদ, সন্ধি প্রমুখ। অ্যালবামে কোনো দ্বৈত গান রাখা হয়নি। জেরেনা এন্টারটেইনমেন্টের ব্যানারে অডিও সিডির পাশাপাশি অ্যালবামটি অনলাইনেও প্রকাশ করা হয়েছে। আগামি ২৫ মে থেকে অ্যালবামটি সারাদেশে পাওয়া যাবে।

ওদের’ ধ্যান-ধারণায় ও অনুভূতিতে নজরুল

Image
MEn || গতকাল  সোমবার জাতীয় কবি কাজি নজরুল ইসলামের ১১৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে । এ নিয়ে নিজেদের অনুভূতির কথা জানালেন সঙ্গীতশিল্পী ফাতেমা-তুজ-জোহরা ও ফেরদৌস আরা। নজরুল সম্পর্কে যা বললেন এই দুই গুণি শিল্পী। ফেরদৌস আরা : নজরুলসঙ্গীতের চর্চা নিয়ে আমার কোনো শুরু নেই। ছোটবেলা থেকেই আমি গান গাইতাম। একপর্যায়ে অবচেতন মনেই কিছু সুর আমাকে বেশি টানত। বড় হয়ে জানতে পারলাম, আমি যে গান গাই, সেগুলো আসলে নজরুলের। এভাবে একটা অমোঘ আকর্ষণ ও অবচেতনভাবে নজরুলের গানের সঙ্গে নিজেকে বেঁধে ফেলেছি। আর এখনো সেই নজরুলকে নিয়েই কাজ করে চলেছি। জীবনের এতটা সময় নজরুলসঙ্গীতের মধ্য দিয়ে কাটিয়ে দেয়ার একটা কারণও আছে। তার গানের সুর, লয়, তাল ও ছন্দের যে বৈচিত্র্য, সেটা আসলেই প্রচ- শক্তিশালী। এ বৈচিত্র্যই আমাকে

নতুন করে ন্যান্সি

Image
নতুন করে ন্যান্সি  ইনফো ডেস্ক ॥ নতুন উদ্যম নিয়ে কাজ শুরু করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনির ন্যান্সি। রোজার ঈদের পরের অনাকাঙ্খিত ঘটনার রেশ কাটিয়ে এবং কোরবানি ঈদের পর বিএনপির অঙ্গসংগঠন জাসাস মহানগরের (দক্ষিণ) সহ-সভাপতির পদ ছেড়ে এখন শুধু গানে মনোযোগী হয়েছেন এই শিল্পী। পদে না থেকেও সারাজীবন বিএনপিকে সাপোর্ট করার কথাও অবশ্য তিনি এরই মধ্যে জানিয়েছেন। এদিকে মগবাজার ছেড়ে এখন রামপুরার একটি ফ্ল্যাটে উঠেছেন ন্যান্সি। সেখানেই স্বামী নাজিমুজ্জামান জায়েদ ও দুই কন্যা রোদেলা ও নায়লাকে নিয়ে থাকছেন তিনি। বর্তমানে একাধিক ছবি ও অ্যালবামের গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন ন্যান্সি। এদিকে এরই মধ্যে এ তারকা তার গড়া গানের দলের সদস্যদের কথা-সুর-সংগীতে ‘দুষ্টু ছেলে’ নামক একটি একক অ্যালবাম প্রকাশ করেছেন। এ অ্যালবামটি রোজার ঈদে মোবাইল ফোনে মুক্তি দেয়া হয় ডিজিটালি। এরই মধ্যে গানগুলো থেকে ভাল সাড়াও পেয়েছেন ন্যান্সি। অ্যালবামটি শ্রোতাদের জন্য শিগগিরই ফিজিক্যালি প্রকাশ করা হবে। অ্যালবাম থেকে দু-একটি মিউজিক ভিডিও তৈরিরও ইচ্ছা রয়েছে এ তারকার। সব মিলিয়ে পরিবার ও গান নিয়ে চলতি সময়টা কেমন উপভোগ করছেন? উত্তরে আগ...

আসিফের সঙ্গে লেমিসের প্রেমের গান

Image
আসিফের সঙ্গে লেমিসের প্রেমের গান ইনফো ডেস্ক ॥ চলচ্চিত্রে এ প্রর্যন্ত যত গানই গেয়েছি সবই আইটেম গান নয়তো প্রতিবাদী কিংবা বিরহের। এবারই প্রথম বড় পর্দার জন্য প্রেমের গান গাইলাম’- বললেন জনপ্রিয় কণ্ঠশিল্পী লেমিস। হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘রাত্রির যাত্রী’ নামের ছবিটির জন্য তৈরি হয়েছে ‘না’ শিরোনামের গানটি। এতে আসিফ আকবরের সঙ্গে কণ্ঠ দিয়েছেন লেমিস। এটাই তাদের প্রথম দ্বৈত গান। নতুন গানটির কথা লিখেছেন পরিচালক হাবিব, সুর ও সংগীত পরিচালনা করেছেন রাজেশ। আসিফ বলেছেন, ‘লেমিসের গায়কীটা একই সঙ্গে মেজাজিও রোমান্টিক মনে হয়েছে আমার। চর্চা ধরে রাখলে অনেকদূর যাবে ও।’

সালমার কণ্ঠে দেশের গান

Image
সালমার কণ্ঠে দেশের গান  ইনফো ডেস্ক ॥বিজয় দিবস উপলক্ষে একটি দেশাত্মবোধক গানে কণ্ঠ দিতে যাচ্ছেন ক্লোজআপ তারকা সালমা। এটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ করা হবে। গানটি রচনার পাশাপাশি এর সুর-সংগীত করছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। এ প্রসঙ্গে সালমা বলেন, ‘আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারের কথা ও সুরে একটি পূর্ণাঙ্গ অ্যালবাম করার কথা ছিল। কিন্তু তার ব্যস্ততার কারণে তা হয়ে উঠেনি। তবে ইতিমধ্যেই তার কথা ও সুরে আমি বেশ কিছু গান গেয়েছি। এবার একটি দেশের গান গাইব। যা বিজয় দিবস উপলক্ষে মিউজিক ভিডিও আকারে প্রকাশিত হবে। দু'এক দিনের মধ্যেই গানটির রেকর্ডিং করব।’ গানটি পরবর্তীতে কোনো একক অ্যালবামে রাখা হবে কি-না জানতে চাইলে সালমা আরো বলেন, ‘আপাতত তেমন কোন ইচ্ছে নেই। গানটি শুধুমাত্র বিজয়ের মাস উপলক্ষেই তৈরি হচ্ছে। ভক্তদের জন্য বিজয়ের মাসে এটি আমার উপহার বলতে পারেন।’ এদিকে, সালমার সর্বশেষ একক অ্যালবাম ‘স্বপ্ন উড়াইলা’র একটি গান সম্প্রতি মিউজিক ভিডিও আকারে প্রকাশিত হয়েছে। এর শিরোনাম ‘অকুলে ভাসাইয়া দিওনা’। গানটির কথা ও সুর করেছেন ওস্তাদ শফি ম-ল। এর ভিডিও পরিচালনা করেছেন নাজিম। ইতিমধ্যেই গানটি ইউটিউবে বেশ জনপ্রিয়তা ...

ফেসবুকে শিরোনামহীনের ভেরিফায়েড পেজ

Image
ফেসবুকে শিরোনামহীনের ভেরিফায়েড পেজ ইনফো ডেস্ক ॥ভেরিফায়েড হলো শিরোনামহীন ব্যান্ডের ফ্যানপেজ। ফেসবুক কর্তৃপক্ষ তাদের পেজটি (যঃঃঢ়ং://িি.িভধপবনড়ড়শ.পড়স/ঝযরৎড়হধসযরহ.হবঃ) যাচাই-বাছাই করে এর যথার্থতা নিশ্চিত করেছে। ভেরিফায়েড হওয়া এই পেজে লাইকের সংখ্যা ২ লাখ ৮৩ হাজার ৪৪৯। এটা যে শিরোনামহীনের অনুমোদিত পেজ, তা বোঝা যাবে পেজে ব্যান্ডটির নামের পাশে নীল রঙের বৃত্তে সাদা রঙের টিকচিহ্ন দেখে। ব্যান্ডটির সদস্যরা বলেন, ‘আমাদের ফ্যানপেজ ভেরিফায়েড হওয়ায় বেশ ভালো লাগছে। আশা করছি, ভক্তরা আমাদের প্রতি সমর্থন অব্যাহত রাখবেন।’

আইয়ুব বাচ্চুকে নিয়ে ভিডিওতে সরব সুমন

Image
আইয়ুব বাচ্চুকে নিয়ে ভিডিওতে সরব সুমন ইনফো ডেস্ক ॥আইয়ুব বাচ্চু-সুমনের বিতর্ক যেন থামছেই না। বিতর্কের অধ্যায়টিতে এবার নতুন করে যোগ হলো ব্যান্ড পাওয়ারসার্জের ভোকালিস্ট জামশেদ, মেটাল মেইজের ভোকালিস্ট সাব্বির ও নাগরিকের ভোকালিস্ট রাসেলের সাক্ষাৎকার। আর ভিডিও সাক্ষাৎকারটি নিয়েছেন অর্থহীন ব্যান্ডর সুমন। যমুনা টিভিতে প্রচারিত ‘ছুটির রাতে’ অনুষ্ঠানে আইয়ুব বাচ্চুর ফোনের বিষয়টি নিয়ে সুমনের বিভিন্ন প্রশ্নের জবাবে নিজেদের বক্তব্য তুলে ধরেন জামশেদ, সাব্বির ও রাসেল। তারা জানান, কেন সেদিন আইয়ুব বাচ্চু এভাবে ফোন করে বিব্রত করেছিলেন- সেটা তারা নিজেরাও বুঝতে পারছেন না! শুধু তাই নয়, তারা তো শুধু সঞ্চালকের প্রশ্নেরই জবাব দিচ্ছিলেন। সেখানে তো বাংলাদেশের রক মিউজিকের কোনও ইতিহাসও জানতে চাওয়া হয়নি! সাক্ষাৎকারে জামশেদ বলেন, ‘সেদিনের অভিজ্ঞতাটা মনে রাখার মতো। আর আমরাও একটু কনফিউজড হয়ে গিয়েছিলাম।’ সাব্বির বলেন, ‘রক ইতিহাস নিয়ে অনুষ্ঠানে আমাদের কোনও প্রশ্ন করা হয়নি। আর আমরা তো ছোট। বলা চলে একবারেই নতুন। যদি তাদের সে ধরনের কোনও প্রশ্ন করার ইচ্ছা থাকতো, তাহলে আমার মনে হয় মোস্ট সিনিয়র যারা আছেন, তাদের কাছে প্র...

সংগীতে সম্মাননা ডিগ্রি অর্জন করলেন বিউটি-পুতুল

Image
সংগীতে সম্মাননা ডিগ্রি অর্জন করলেন বিউটি-পুতুল ইনফো ডেস্ক ॥সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণের মধ্য দিয়ে সংগীতে সম্মাননা ডিগ্রি অর্জন করেছেন ২০০৫-এর ক্লোজআপ তারকা বিউটি ও ২০০৬-এর ক্লোজআপ তারকা পুতুল। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিউটি স্নাতক (সম্মান) এবং পুতুল স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছ থেকে বিউটি ও পুতুল এ সম্মাননা গ্রহণ করেন। বিউটি ও পুতুল রাজধানীর ‘ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ (টউঅ) থেকে চলতি বছর ‘ব্যাচেলর অব মিউজিক’ (বি মিউজিক) বিষয়ে যথাক্রমে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ২০১২ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে পুতুল একই বিষয়ে স্নাতক (সম্মান) সম্পন্ন করেছেন। সম্মাননা ডিগ্রি অর্জন প্রসঙ্গে বিউটি বলেন, খুব ভাল লাগছে আজ, অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। পুতুল বলেন, সবার কাছে দোয়া চাই যেন আগামীতে আমি গানে আরও সফল হতে পারি। উল্লেখ্য, বিউটি চুয়াডাঙ্গার হাটবোয়ালিয়া উচ্চমাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং এমএস জোহা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। অন্যদিকে পুতুল আশুগঞ্জ সার কারখা...

চলচ্চিত্রে কনা

Image
চলচ্চিত্রে কনা ইনফো ডেস্ক : চলচ্চিত্রে এতদিন গানের মাধ্যমেই উপস্থিতি ছিল তার। তার কণ্ঠে ঠোঁট মিলিয়েছেন আনেক অভিনয়শিল্পী। তবে এবার আর ঠোঁট মেলানো নয়, সরাসরি পর্দায় হাজির হচ্ছেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। আলভী আহমেদের পরিচালনায় ‘ইউটার্ন’ চলচ্চিত্রের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। যেখানে সংগীতশিল্পী কনা হয়েই হাজির হবেন তিনি। এই প্রসঙ্গে কনা জানালেন, ছোটবেলায় সিনেমার দু-একটি দৃশ্যে অভিনয় করেছিলেন তিনি, তবে সেগুলো উল্লেখযোগ্য কোনো কিছু নয়। 'ইউটার্ন চলচ্চিত্র নিয়ে নিজের আনন্দের কথাও প্রকাশ করলেন তিনি। চলচ্চিত্রটি দর্শকদের ভালো লাগবে বলেও তার বিশ্বাস। আগামী মাসের শুরুতে কনার অংশের শুটিং শুরু হওয়ার কথা। বর্তমানে ঢাকার আশপাশে চলচ্চিত্রটির শুটিং চলছে।

সঙ্কটে ‘শিরোনামহীন’

Image
সঙ্কটে ‘শিরোনামহীন’ ইনফো ডেস্ক ॥ স্টুডিওর অভাবে বেশ বড়সড় এক সঙ্কটে পড়েছে জনপ্রিয় ব্যন্ড ‘শিরোনামহীন’। বন্ধ হয়ে গেছে তাদের স্বাভাবিক সব কাজকর্ম। সবাই এখন ব্যস্ত নতুন স্টুডিওর খোঁজে। ব্যান্ডের সদস্য জিয়া বলেন, মিরপুরে আমরা ও জলের গান একটি স্টুডিও ব্যবহার করতাম। এবার এককভাবে ও বড় পরিসরে স্টুডিও নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। তাই আপতত কাজ বন্ধ করে স্টুডিওর প্রতি মনযোগী হতে হয়েছে। গানগুলোর নতুন সংগীতায়োজনে শ্রীলঙ্কার ঐতিহ্যবাহী কিছু বাদ্যযন্ত্রও ব্যবহার করা হচ্ছে। অ্যালবামগুলো হলো জাহাজী (২০০৪), ইচ্ছে ঘুড়ি (২০০৬), বন্ধ জানালা (২০০৯), শিরোনামহীন রবীন্দ্রনাথ (২০১০) ও শিরোনামহীন (২০১৩) । শ্রীলঙ্কায় নতুন এ অ্যালবামটি প্রকাশ করবে ব্রিজ। এদিকে শিরোনামহীনের আট থেকে দশটি গান শ্রীলঙ্কার সিংহলি প্রকাশ হওয়ার কথা রয়েছে। ব্যান্ডের প্রকাশিত ৫টি অ্যালবাম থেকে গানগুলো বাছাই করা হবে।