সালমার কণ্ঠে দেশের গান

সালমার কণ্ঠে দেশের গান 

ইনফো ডেস্ক ॥বিজয় দিবস উপলক্ষে একটি দেশাত্মবোধক গানে কণ্ঠ দিতে যাচ্ছেন ক্লোজআপ তারকা সালমা। এটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ করা হবে। গানটি রচনার পাশাপাশি এর সুর-সংগীত করছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। এ প্রসঙ্গে সালমা বলেন, ‘আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারের কথা ও সুরে একটি পূর্ণাঙ্গ অ্যালবাম করার কথা ছিল। কিন্তু তার ব্যস্ততার কারণে তা হয়ে উঠেনি। তবে ইতিমধ্যেই তার কথা ও সুরে আমি বেশ কিছু গান গেয়েছি। এবার একটি দেশের গান গাইব। যা বিজয় দিবস উপলক্ষে মিউজিক ভিডিও আকারে প্রকাশিত হবে। দু'এক দিনের মধ্যেই গানটির রেকর্ডিং করব।’ গানটি পরবর্তীতে কোনো একক অ্যালবামে রাখা হবে কি-না জানতে চাইলে সালমা আরো বলেন, ‘আপাতত তেমন কোন ইচ্ছে নেই। গানটি শুধুমাত্র বিজয়ের মাস উপলক্ষেই তৈরি হচ্ছে। ভক্তদের জন্য বিজয়ের মাসে এটি আমার উপহার বলতে পারেন।’ এদিকে, সালমার সর্বশেষ একক অ্যালবাম ‘স্বপ্ন উড়াইলা’র একটি গান সম্প্রতি মিউজিক ভিডিও আকারে প্রকাশিত হয়েছে। এর শিরোনাম ‘অকুলে ভাসাইয়া দিওনা’। গানটির কথা ও সুর করেছেন ওস্তাদ শফি ম-ল। এর ভিডিও পরিচালনা করেছেন নাজিম। ইতিমধ্যেই গানটি ইউটিউবে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। অন্যদিকে, সালমা তার লালনগীতির অ্যালবামের কাজটিও দ্রুত গতিতে এগিয়ে নিচ্ছেন। ইতোমধ্যেই এ অ্যালবামের বেশ কিছু গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তিনি। ১০টি লাললগীতি দিয়ে অ্যালবামটি সাজানো হচ্ছে।

সালমার পাশপাশি এর গানগুলোতে আরো কণ্ঠ দেবেন ওস্তাদ শফি মন্ডল। অ্যালবামের প্রাথমিক নাম রাখা হয়েছে ‘সালমার- লালনের ভাবনগর’। আগামী বছরের মাঝামাঝিতে এটি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সালমা।

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি