Posts

Showing posts with the label ATN

উপস্থাপনা ছেড়ে তিনি গান গেয়ে উঠলেন

Image
উপস্থাপনা ছেড়ে তিনি গান গেয়ে উঠলেন   টেকনো ডেস্ক : লাইট ক্যামেরা সবই রেডি। সিজি চলছে। প্রডিউসার কিউ দিলেন। কিন্তুু একি কান্ড। উপস্থাপনা রেখে তিনি গান গেয়ে উঠলেন। দর্শক হতবাক। লাইভ অনুষ্ঠান তাইতো প্রডিউসারের চোখ ছানাবড়া। কি করবেন তিনি। এমনই সব মজার ঘটনার অবতারনা দেখা যাবে এবার এটিএন বাংলার ঈদ অনুষ্ঠানমালায়।  ছোট ছোট স্কিড, একক, ডুয়েট ও দলীয় গান, নাচ, ফ্যাশন শো, যাত্রাপালা, টক ঝাল শো, পালাগান এবং রসালো ও ব্যাাঙ্গাত্বক কটপিচ সহ নানা সেগমেন্ট নিয়ে প্রথমবারের মতো এটিএন বাংলা আয়োজন করেছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘এটিএন ঈদ মেলা’। সারাটা বছর এটিএন বাংলায় যারা ক্যামেরার সামনে কিংবা পেছনে অনুষ্ঠান, সংবাদ নির্মাণ, উপস্থাপনা, ভিডিও চিত্র ধারণ, সম্পাদনা সহ কার্যালয়ের বিভিন্ন বিভাগে নানা দায়িত্বে নিয়োজিত থাকেন, তাদের অনেকেই রয়েছেন নানা প্রতিভার অধিকারী। প্রতিভাধর এসব কর্মীদের নিয়ে প্রথমবারের মতো এটিএন বাংলায় নির্মিত হয়েছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘এটিএন ঈদ মেলা’।   অনুষ্ঠানের পরিকল্পনা ও প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন এটিএন বাংলা’র পরিচালক রুকসানা কবীর কাকল...