Posts

Showing posts with the label Tapos Pal

নায়ক তাপস রাজনাীতিতে খলনায়ক

Image
নায়ক তাপস রাজনাীতিতে খলনায়ক   ইনফো ডেস্ক : ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক তাপস পাল রাজনাীতিতে এসে ভালোই সাড়া ফেলেছিলেন। তুমুল জনপ্রিয়তা নিয়ে তৃণমূলের হয়ে এক ধাক্কায় কৃষ্ণনগর আসন থেকে লোকসভার সদস্যও নির্বাচিত হয়ে গিয়েছিলেন। কিন্তু এক মন্তব্যে নায়ক থেকে পুরো দেশজুড়ে খলনায়কে পরিণত হয়েছেন এ অভিনেতা। বিতর্কিত মন্তব্যের পর পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা তাপস পালের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সোচ্চার হয়েছেন ভারতের অন্যান্য দলের নেতারা। সম্প্রতি নদীয়ার চৌমাহা গ্রামে এক সমাবেশে রাজনৈতিক প্রতিপক্ষ সিপিএমের নারী কর্মীদের লক্ষ করে তাপস পাল বলেন, ‘আমার মা, বোন, বাবা, বাচ্চা কারোর গায়ে যদি হাত পড়ে, আমি ছেড়ে কথা বলব না। বাড়ি বাড়ি লোক পাঠিয়ে রেপ করে দেব।’ সোমবার টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাপস পালের বক্তব্যের ভিডিওটি প্রচারিত হওয়ার পর থেকে সমালোচনার ঝড় ওঠে। লোকসভার সদস্য তাপসকে সংসদ অধিবেশনের প্রথম দিন থেকেই যাতে বরখাস্ত করা হয়, এ জন্য চেষ্টা চালাচ্ছে বিজেপি, কংগ্রেস ও সিপিএম। আগামী সোমবার বাজেট অধিবেশনে তাপস পাল সংসদে এলে লোকসভার নারী সংসদ সদস্যরা তার বিরুদ্ধে একযোগে প্রতিব...