Posts

Showing posts with the label আবারো মা হতে যাচ্ছেন শাকিরা

আবারো মা হতে যাচ্ছেন শাকিরা

Image
আবারো মা হতে যাচ্ছেন শাকিরা ইনফো ডেস্ক : শাকিরা আবারো নাকি মা হতে যাচ্ছেন, এমনটা গুজবই কলম্বিয়ার বাতাসে ছড়িয়ে পড়েছে। কলম্বিয়ার মিডিয়াগুলো জানাচ্ছে, এটা গুজব নয় ঘটনা সত্যি। বিশ্বখ্যাত গায়িকা শাকিরা এবং তার প্রেমিক বার্সেলোনার ডিফেন্ডার জেরার্ড পিকে দ্বিতীয় সন্তানের পিতা-মাতা হতে যাচ্ছেন। ফক্স নিউজ ল্যাটিনো বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে। শাকিরার অন্তঃসত্ত্বার বিষয়টি প্রথম প্রকাশ পায় বিশ্বকাপের চূড়ান্ত খেলার অনুষ্ঠানে যখন তিনি “হিপ ডোন্ট লাই” গানের সাথে পারফর্ম করছিলেন। এ সময় তিনি খুবই সাবধানী ও কৌশলী পোশাক পরিধান করেন যা তার অন্তঃসত্ত্বার বিষয়টিকে আড়াল করে রাখে। ক্যারাকো প্রথম প্রতিবেদন করে যে শাকিরা তিন মাসের অন্তঃসত্ত্বা। আর এই জন্য এই জনপ্রিয় গায়িকা নিজের স্বাস্থ্য ও শরীরের প্রতি যতœ নিচ্ছেন, পুষ্টিগুণ মেনে চলছেন। উল্লেখ্য, শাকিরা ও পিকে দম্পতির মিলান নামে এক বছরের একটি সন্তান রয়েছে। পরজীবী সংক্রমণের কারণে ৩৫ বছর বয়সী এই জনপ্রিয় পপ তারকার সন্তান ধারণ জটিল হতে পারে বলে মিলানের জন্মের আগে চিকিৎসকরা মত দিয়েছিলেন।