Posts

Showing posts with the label Shakib Khan

শাকিব খানের সময় ভালো যাচ্ছেনা

Image
শাকিব খানের সময় ভালো যাচ্ছেনা  ইনফো ডেস্ক ॥ দীর্ঘদিন যাবত ঢালিউড চলচ্চিত্রে রাজার আসনটি দখল করেছিলেন তিনি। সেই তিনিটা হলেন ঢালিউড বাদশাহ খ্যাত শাকিব খান। কিন্তু বর্তমান সময়টা খুব একটা ভালো যাচ্ছেনা তার। বিশেষ করে গেল কোরবানির ঈদে শাকিব খানের তিনটি সিনেমা মুক্তি পাবার পর সেগুলোর ব্যবসায়িক দিক দিয়ে দারুণভাবে মুখ থুবড়ে পড়ে। ঈদে শাকিব অভিনীত মুক্তিপ্রাপ্ত তিনটি চলচ্চিত্র হলো ‘হিটম্যান’, ‘কঠিন প্রতিশোধ’ এবং ‘সেরা নায়ক।’ সিনেমা তিনটির মধ্যে ‘কঠিন প্রতিশোধ’ এবং ‘সেরা নায়ক’ চরমভাবে ফপ। অপরদিকে ‘হিটম্যান'-ও যে শাকিবের নাম এবং জনপ্রিয়তার তুলনায় খুব ভালো ব্যবসা করেছে তা বলা মুশকিল। এই যখন অবস্থা, তার মধ্যে মরার উপর খাঁড়ার ঘা হিসেবে নতুন খবর হলো শাকিবের হাতে এখন নতুন কোন সিনেমাই নেই। এই মুহুর্তে শাকিব খান অভিনীত যে সিনেমায় কাজ চলছে সেগুলো হলো ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-টু', ‘ধুমকেতু’ ও ‘ভালবাসা-২০১৪।’ আর যেসব ছবির কাজ গত একবছরেরও বেশি সময় ধরে বন্ধ হয়ে আছে সেগুলো হলো ‘দুই পৃথিবী', ‘স্বপ্নের বিদেশ', ‘মনের মত মন পাইলাম না।’ এই তিনটি ছবির মধ্যে ‘মনের মত মন পাইলাম না’ ছবিটি শুরু হ...