শাকিব খানের সময় ভালো যাচ্ছেনা

শাকিব খানের সময় ভালো যাচ্ছেনা 


ইনফো ডেস্ক ॥ দীর্ঘদিন যাবত ঢালিউড চলচ্চিত্রে রাজার আসনটি দখল করেছিলেন তিনি। সেই তিনিটা হলেন ঢালিউড বাদশাহ খ্যাত শাকিব খান। কিন্তু বর্তমান সময়টা খুব একটা ভালো যাচ্ছেনা তার। বিশেষ করে গেল কোরবানির ঈদে শাকিব খানের তিনটি সিনেমা মুক্তি পাবার পর সেগুলোর ব্যবসায়িক দিক দিয়ে দারুণভাবে মুখ থুবড়ে পড়ে। ঈদে শাকিব অভিনীত মুক্তিপ্রাপ্ত তিনটি চলচ্চিত্র হলো ‘হিটম্যান’, ‘কঠিন প্রতিশোধ’ এবং ‘সেরা নায়ক।’ সিনেমা তিনটির মধ্যে ‘কঠিন প্রতিশোধ’ এবং ‘সেরা নায়ক’ চরমভাবে ফপ। অপরদিকে ‘হিটম্যান'-ও যে শাকিবের নাম এবং জনপ্রিয়তার তুলনায় খুব ভালো ব্যবসা করেছে তা বলা মুশকিল। এই যখন অবস্থা, তার মধ্যে মরার উপর খাঁড়ার ঘা হিসেবে নতুন খবর হলো শাকিবের হাতে এখন নতুন কোন সিনেমাই নেই। এই মুহুর্তে শাকিব খান অভিনীত যে সিনেমায় কাজ চলছে সেগুলো হলো ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-টু', ‘ধুমকেতু’ ও ‘ভালবাসা-২০১৪।’ আর যেসব ছবির কাজ গত একবছরেরও বেশি সময় ধরে বন্ধ হয়ে আছে সেগুলো হলো ‘দুই পৃথিবী', ‘স্বপ্নের বিদেশ', ‘মনের মত মন পাইলাম না।’ এই তিনটি ছবির মধ্যে ‘মনের মত মন পাইলাম না’ ছবিটি শুরু হবার কথা আরো এক বছর আগে হলেও এখন পর্যন্ত ছবিটির কাজ শুরু হয়নি। শুধুমাত্র ঘোষনাতেই আটকে আছে এটি। আর ‘দুই পৃথিবী’ সিনেমার কাজ অর্ধেক শেষ হবার পর গত দেড় বছর ধরে বন্ধ রয়েছে বাকি অর্ধেকের কাজ। এটি আর শেষ হবে কি না তাও বলতে পারছেন না কেউ। এদিকে ‘স্বপ্নের বিদেশ’ ছবিটির শুটিং শুরু হয়েছিল রাশিয়াতে। এই সিনেমায় তার বিপরীতে ছিলেন শাবনূর। কিন্তু সিনেমাটির শুটিং কিছুদূর হবার পর সেই যে বন্ধ হয়েছে আজ অব্দি তা আর শুরু হয়নি এবং আর হবার সম্ভাবনাও নেই। সোহেল আরমান পরিচালিত মডেল-অভিনেত্রী বিন্দুর বিপরীতে ‘এইতো প্রেম’ শিরোনামের সিনেমাটি শেষ হলেও গত চার বছরে তা মুক্তির মুখ দেখেনি। এছাড়া ‘অপমানের জ্বালা’ নামের একটি সিনেমা দীর্ঘদিন আগে শেষ হলেও সেটিও এখন পর্যন্ত মুক্তি পায়নি। তবে জানা গেছে এ বছরের শেষের দিকে মুক্তি পেতে পারে চলচ্চিত্রটি। উপরে উল্লেখিত ছবিগুলো ছাড়া এখন শাকিবের হাতে আছে মাত্র দুটি সিনেমা। এগুলো হলো ‘মেন্টাল’ এবং ‘বাদশাহ।’ দুটি ছবিরই ঘোষণা হয়েছে কিন্তু এখনও কাজ শুরু হয়নি। তবে জানা গেছে এ দুটি ছবির কাজ শুরু হতে পারে যেকোনো সময়। এসব ছাড়া এই জনপ্রিয় নায়কের হাতে আর কোনো ছবির কাজ নেই। এছাড়া বিগ বাজেটের সিনেমা ‘রাজা হ্যান্ডসাম'-এ শাকিবের কাজ করার কথা থাকলেও এই সিনেমাটি থেকে তিনি এবং অপু বিশ্বাস দুজনেই বাদ পড়েছেন। যা কিনা শাকিব খানের এই মুহূতের্র ক্যারিয়ারে বেশ বাজে প্রভাব ফেলবে বলেই মনে করছেন চলচ্চিত্র সংশিল্ষ্টরা। রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত ‘হিরো দ্যা সুপারষ্টার’ বাদে এই ২০১৪ সালে শাকিব খানের কোনো ছবিই ব্যবসায়িকভাবে সফল হিসেবে গণ্য হচ্ছে না। শাকিব খানের এই সাম্প্রতিক হিসাব কিতাবের চূড়ান্ত খতিয়ান হলো দীর্ঘদিন ধরে দেশীয় চলচ্চিত্রে রাজত্ব করে আসা এই রাজার দিন প্রায় শেষের দিকে। আর তাই শাকিব এখন মরণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার ক্যারিয়ারে এই টলায়মান সিংহাসন ধরে রাখার। তবে তা কতটুকু কাজে দেবে তা একমাত্র ভবিষৎই বলতে পারবে।

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি