Posts

Showing posts with the label Sakib Khan

শাকিব খান চিকিৎসার জন্য সিঙ্গাপুরে

Image
 MEn || দেশের কিং খান ঈদের আগে এসে অসুস্থ হয়ে গেলেন। এ খবরে বেশকিছু প্রযোজক ও পরিচালক চিন্তায় মাথায় হাত। কারণ ঈদের কাজ শেষ করার আগেই সপ্তাহ দুয়েক ধরে শারীরিকভাবে অনেক অসুস্থ হন শাকিব খান। তবুও অসুস্থতা নিয়ে টানা শুটিং করে যাচ্ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত নিজের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যেতে হচ্ছে তাকে। জানা যায়, ১৯ মে ‘লাভ ম্যারেজ’ ছবির ডাবিং করার সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন শাকিব। সাথে সাথে তাকে ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডা. সলিমুর রহমানের তত্ত¡াবধানে চিকিৎসা শেষে তাকে বাসা নিয়ে যাওয়া হয়। শাকিব খান যাবার আগে বলেন, ডাক্তারের পরামর্শে শাকিব সিঙ্গাপুর

দুই নায়কের লড়াই- পর্দায় ও বাস্তবে সমান সমান

Image
দুই নায়কের লড়াই- পর্দায় ও বাস্তবে সমান সমান   টেকনো ডেস্ক : গেলবারের মতো এবারের ঈদেও মূলত দুই নায়ক অনন্ত জলিল ও শাকিব খানের মধ্যেই যুদ্ধ হবে। তবে এবার ছবি মুক্তির আগেই সেই যুদ্ধ শুরু হয়েছে। পর্দা থেকে সেই যুদ্ধ বাইরে এসে ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে চলে গেছে। সম্প্রতি শাকিব খান এক সাক্ষাৎকারে অনন্তকে নিয়ে কটূক্তি করেছেন। বিষয়টি নিয়ে অনন্তও বেশ ক্ষেপেছেন। তার মতে, শাকিবকে নিয়ে তিনি কখনোই কোনো ধরনের কটূক্তি তো দূরে থাক, বাজে মন্তব্য করেননি। একই মাধ্যমে কাজ করার কারণে দু’জন দু’জনার প্রতি কাজের চ্যালেঞ্জ ছুড়ে দিতেই পারেন। মাঝে মধ্যে অনন্ত শাকিবকে এই চ্যালেঞ্জটিই করেছেন। সেটা ছবি নিয়ে। অনন্ত বলেছেন, শাকিব এবং আমার ছবি একই সঙ্গে মুক্তি পাক। দেখা যাক দর্শক কাকে বেশি গ্রহণ করেন। প্রতিযোগিতার বাজারে এ ধরনের চ্যালেঞ্জ আসতেই পারে। এমন চ্যালেঞ্জ আসাটা বরং ইতিবাচক। এতে কাজের স্পিড বাড়ে। দর্শকের মধ্যে আলাদা একটা আলোড়ন তৈরি হয়। এ আলোড়নটুকু তৈরি করার জন্যই চ্যালেঞ্জ ছুড়ে দেয়া। কিন্তু শাকিব সেই চ্যালেঞ্জকে একেবারে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে অনন্তকে ‘পাগল’ বলেই সম্বোধন করলেন। আর অনন্তও এর প্রতিবাদ...

ফাইনালে কাকে সাপোর্ট দিব : শাকিব

Image
ফাইনালে কাকে সাপোর্ট দিব : শাকিব  ইনফো ডেস্ক : আমি ভেবেই পাচ্ছি না ফাইনালে কাকে সাপোর্ট দিব। আমি ব্রাজিলের সাপোর্টার ছিলাম। তবে এবার আর্জেন্টিনারও ভক্ত হয়ে গেছি। মেসির খেলা দেখে মনে হচ্ছে তিনি গোল্ডেন বুট নিয়ে তবেই মাঠ ছাড়বেন। তাঁর পায়ে জাদু আছে। একবার বল পায়ে পেলেই হলো। প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে ছাড়েন। জামানির্র লম্বা পাসের খেলা আমাকে মুগ্ধ করে। পুরো দলটারই বেশ এনার্জি আছে। ব্রাজিল সম্পর্কে তো নতুন করে বলার নেই! নেইমার একাই একশ। গত শুক্রবারে খেলায় ব্রাজিল বেশ ভালোভাবেই জিতেছে। আমি চাই ব্রাজিল আর আর্জেন্টিনা ফাইনাল খেলুক। তবে সেমিফাইনালের ছক কিন্তু আমি করে ফেলেছি। আমার মনে হয়, সেমিফাইনালে ব্রাজিল বনাম জার্মানি এবং আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস খেলবে। আমার ধারণা যদি ঠিক হয়, তবে ফুটবলকে নতুন করে চিনবে বিশ্ব। এত সুন্দর, গোছানো, ছন্দময়, গতিশীল বিশ্বকাপ ফুটবল আমি আগে দেখিনি। একটু চিন্তায় আছি ব্রাজিল আর আর্জেন্টিনাকে নিয়ে। দুই দলকেই পছন্দ করি। ভেবে পাচ্ছি না ফাইনালে কাকে সাপোর্ট করব। সিদ্ধান্তটা না হয় সেদিনই নেব। তবে মনেপ্রাণে চাই এই দুই দল ফাইনালে উঠুক।