Posts

Showing posts with the label BD Actress

শুভ-মৌটুসীর ‘যৌথ সুর’

Image
MEn || আজ সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটক ‘যৌথ সুর’। সায়মন জাকারিয়ার রচনায় এটি পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরেফিন শুভ ও মৌটুসী। এতে দেখা যাবে, দাম্পত্য জীবনে স্ত্রী শিউলির সাথে স্বামী কবিরের স্বাভাবিক সর্ম্পক হলেও কবিরের ব্যাক্তিগত কিছু ভালোলাগার জায়গা দিনে দিনে ঈর্ষনীয় হয়ে ওঠে শিউলির কাছে। যেমন- ভিখারীর সাথে সম্পর্ক, চায়ের দোকানীর সাথে সম্পর্ক, ফুল বিক্রেতার সাথে সম্পর্ক। এইসব সম্পর্কের সাথে কবিরের একটা প্রিয় বিড়াল ও বুকশেলফ ভর্তি বইও আছে। এসবের প্রতি ভালোবাসার কারনেই স্ত্রী মনে করে কবির বোধ হয় তাকে ভালোবাসে না। একদিন কবিরের আড়ালে তার প্রিয় সব জিনিস ছুঁড়ে ফেলে দেয় শিউলী। ঠিক একইভাবে কবিরও একদিন স্ত্রীর প্রিয় একটি গহনা লুকিয়ে ফেলে- এমন গল্প নিয়ে এগিয়ে যায় নাটকটি।

চিত্রনায়িকা শায়নার দ্বিতীয় সম্পন্ন!

Image
MEn || বিয়ে নিয়ে লুকোচুরি, তারকাদের জন্যে নতুন কিছু নয়। সেই ধারাবাহিকতায় এই তালিকায় যুক্ত হলো আলোচিত মডেল ও অভিনেত্রী শায়না আমিনের নাম। তিনি দ্বিতীয় বিয়ে করেছেন বলে খবর রটেছে। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, সম্প্রতি লন্ডনে গিয়ে মাসুদ রানা নামে এক বাংলাদেশিকে বিয়ে করেছেন তিনি। এর আগে ২০১১ সালে আসাদুজ্জামান সেতু নামের একজনের সঙ্গে বিয়ে হয় শায়নার। কিন্তু বিয়ের ৩ বছরের মাথায় সেই সংসারের ইতি টানেন তিনি। গেল বছরের শেষ দিকে হঠাৎ করেই মিডিয়াতে শায়নার দুঃসময় শুরু হয়। ফলে চলচ্চিত্র, নাটক কিংবা মিউজিক ভিডিওতেও তার উপস্থিতি ছিলো না বললেই চলে। এ সময় তিনি পরিবার নিয়ে ব্যস্ত আছেন বলেও বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর বের হয়। তারপর হঠাৎ করেই চলতি বছরের এপ্রিলে যুক্তরাজ্যে পাড়ি জমান শায়না। এদিকে যুক্তরাজ্য থেকে প্রবাসী বাংলাদেশিদের অনেকে জানান, মাসুদ রানা নামে এক বাংলাদেশিকে বিয়ে করে সেখানেই সংসার করছেন শায়না আমিন। উল্লেখ্য, ২০০৬ সালে বদরুল আনাম সৌদের ‘ক্রস কানেকশন’ নাটকের মাধ্যমে ছোটপর্দায় ক্যারিয়ার শুরু করেন শায়না। এরপর বেশকিছু বিজ্ঞাপন ও নাটকে কাজ করেন। তবে ২০১১ সালে ‘এক জীবন’ শিরোনামের একটি মিউজিক ভিডিও...

ওদের’ ধ্যান-ধারণায় ও অনুভূতিতে নজরুল

Image
MEn || গতকাল  সোমবার জাতীয় কবি কাজি নজরুল ইসলামের ১১৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে । এ নিয়ে নিজেদের অনুভূতির কথা জানালেন সঙ্গীতশিল্পী ফাতেমা-তুজ-জোহরা ও ফেরদৌস আরা। নজরুল সম্পর্কে যা বললেন এই দুই গুণি শিল্পী। ফেরদৌস আরা : নজরুলসঙ্গীতের চর্চা নিয়ে আমার কোনো শুরু নেই। ছোটবেলা থেকেই আমি গান গাইতাম। একপর্যায়ে অবচেতন মনেই কিছু সুর আমাকে বেশি টানত। বড় হয়ে জানতে পারলাম, আমি যে গান গাই, সেগুলো আসলে নজরুলের। এভাবে একটা অমোঘ আকর্ষণ ও অবচেতনভাবে নজরুলের গানের সঙ্গে নিজেকে বেঁধে ফেলেছি। আর এখনো সেই নজরুলকে নিয়েই কাজ করে চলেছি। জীবনের এতটা সময় নজরুলসঙ্গীতের মধ্য দিয়ে কাটিয়ে দেয়ার একটা কারণও আছে। তার গানের সুর, লয়, তাল ও ছন্দের যে বৈচিত্র্য, সেটা আসলেই প্রচ- শক্তিশালী। এ বৈচিত্র্যই আমাকে

চলচ্চিত্র নায়ক মিঠুন আর নেই

Image
MEn || বাংলাদেশের প্রখ্যাত চিত্রনায়ক আবুল কাসেম মিঠুন আর নেই। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ২টায় মারা গেছেন। ইন্না লিল্লাহিৃরাজিউন। শেখ মিঠুনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার বন্ধু তরুণ কবি আফসার নিজাম। তিনি জানান, কলকাতার কুটরি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিঠুন মারা গেছেন। মৃত্যুকালে শেখ মিঠুন স্ত্রী, মেয়ে, মা ও ভাইসহ অসংখ্য ভক্ত-গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরার দরগাপুর গ্রামে। রাজধানী ঢাকার আদাবরে পরিবারসহ ভাড়া থাকতেন মিঠুন। কবি আফসার জানান, শেখ আবুল কাশেম মিঠুন কিছুদিন যাবৎ কিডনি ও হৃদরোগে ভুগছিলেন। গত ১১ মে অসুস্থ মা হাফেজা খাতুনকে দেখতে তিনি খুলনায় যান। পর দিন থেকে অসুস্থ হয়ে

এক ঢিলে দুই পাখি মারলেন পরীমনি

Image
MEn || এক ঢিলে দুই পাখি মারতে ওস্তাদ চিত্রতারকারা, তার প্রমাণ দিলেন পরীমণি। শনিবার সন্ধ্যায় আইপিএল এর খেলা দেখার উদ্দেশ্যে ভারতে পাড়ি জমিয়েছেন পরীমণি। কিন্তু খোঁজ নিয়ে জানা যায়, খেলার পাশাপাশি একটি বিজ্ঞাপন চিত্রের শুটিংয়েও অংশ নিবেন এই নায়িকা। সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর বের হয়, স্যান্ডালিনা সাবানের বিজ্ঞাপনে মডেল হিসেবে হাজির হচ্ছেন পরীমণি। জয় আহসানের জায়গায়, এই নায়িকাকে দেখা যাওয়ার কথা। সংবাদে এও দাবি করা হয় যে, চলতি মাসের শেষ সপ্তাহে বিজ্ঞাপনটির শুটিং এ

একসঙ্গে জাহিদ-টুসি

Image
MEn ||  এ পর্যন্ত অনেক অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন অভিনেত্রী দিলরুবা টুসি। তারই ধারাবাহিকতায় এবার তিনি জাহিদ হাসানের সঙ্গে কাজ করলেন। এটি একটি খ- নাটক। ‘আমরা আপনাকে ভালোবাসি’ শিরোনামের নাটকটি আসন্ন ঈদ উপলক্ষে নির্মিত হয়েছে। এটি পরিচালনা করেছেন মুজিবুল হক খোকন। জানা গেছে, রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় নাটকটির দৃশ্যধারনের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এ প্রসঙ্গে টুসি বলেন, জাহিদ ভাইয়ের সাথে বেশকিছু নাটকে কাজ করা হলো এবার। তার সঙ্গে কাজ করতে বেশ ভালোলাগে। আশা করছি, এবারের ঈদে এই টেলিছবিটি দর্শকরা পছন্দ করবেন। এছাড়া, টুসি জাহিদ হাসানের সঙ্গে বর্তমানে উত্তরায় তারেক মিয়াজীর ‘চান্দু মিয়ার ঢাকা সফর’ নামেও একটি নাটকে কাজ করছেন। এ ছাড়া আরএফএলের নতুন একটি টিভিসিসহ ‘ওয়ানওয়ে’ নামে একটি ধারাবাহিকেও অভিনয় করেছেন টুসি।

মৌসুমীর চমক

Image
MEn ||  নতুন চমক নিয়ে দর্শকদের সামনে হাজির হবেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমি হামিদ। কারণ আগামি আগস্ট মাসেই তার নতুন দুটি ছবি মুক্তির আলো দেখবে। এ সিনেমাদুটিতে মৌসুমীকে দর্শকরা নতুন রুপো আবিষ্কার করবে। ছবি দুটি হচ্ছে সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘ব্ল্যাকমানি’ এবং অনন্য মামুনের ‘ব্ল্যাকমেইল’। আগস্টের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে মুক্তি পেতে যাচ্ছে এ তারকার দুই ছবি। সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘ব্ল্যাকমানি’ এরইমধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে। ২৯ মে ছবিটি মুক্তি দেওয়ার ইচ্ছে ছিল প্রযোজনা প্রতিষ্ঠানের। কিন্তু সিদ্ধান্ত বদলানো হয়েছে। ৭ আগস্ট মুক্তি পাচ্ছে এ ছবিটি। এ ছবিতে মৌসুমি হামিদের পাশাপাশি অভিনয় করেছেন সায়মন সাদিক, কেয়া, মিশা সওদাগর, সাদেক বাচ্চু, রেহানা জলি, রেবেকা, আফজাল শরীফ এবং চিত্রনায়ক রুবেল। অন্যদিকে, ‘ব্ল্যাকমেইল’ ছবিরও কাজ শেষ করেছেন মৌসুমী। আগামি ১৪ আগস্ট ছবিটির মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন নির্মাতা। ১০ মার্চ সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে ছবিটি।ছবিতে মৌসুমি হামিদ ছাড়াও অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, ববি, মিশা সওদাগরসহ অনেকে। এই দুটি ছবি নিয়ে মৌসুমি হামিদ বলেন, দুই ছবিতে দুই ধরনের চম...

কফি শপ উদ্বোধন করলেন অনন্ত-বর্ষা

Image
MEn || ঢালিউডের আলোচিত জুটি অনন্ত জলিল ও তার স্ত্রী আফিয়া নুসরাত বর্ষা উদ্বোধন করলেন আমেরিকার ওহাইওর বিখ্যাত কফি ব্র্যান্ড ক্রিমসন কাপ কফির বাংলাদেশি ফ্রানচাইজি কলম্বাস কফি শপ। কফি শপটি বনানীর ১১ নম্বর রোডের ২৫ নম্বর বাড়ির দোতলায় উদ্বোধন করেন তারা। ২২ মে বিকেলে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা গাজী মাজহারুল আনোয়ার, সংগীতশিল্পী দিঠি আনোয়ার, ক্রিকেটার আশরাফুল সহ অনেকেই। কলম্বাস কফির স্বাদ নিতে নিতে চিত্রনায়ক অনন্ত জলিল বলেন, কফির প্রতি আমার ও বর্ষার আলাদা একটা দুর্বলতা আছে। বিশ্বের যে দেশেই যাই কফির স্বাদ নিয়ে আসি। ক্রিমসন কাপ কফির সঙ্গে আমার আগে থেকেই পরিচয় ও স্বাধ নেবার অভিজ্ঞতা আছে। আশা করছি বাংলাদেশের কলম্বাস কফি শপে ক্রিমসনের কফির স্বাদটা বজায় থাকবে। পরে অনন্ত-বর্ষা মিলে পুরো কফি শপটি ঘুরে দেখেন, সেলফি তোলেন এবং কফি গ্রহনকারীদের সঙ্গে কথা বলেন।

নাটকে পদার্পন মডেল তিশার

Image
MEn || সকাল আহমেদ পরিচালিত ‘কাপল’ নাটকে স¤প্রতি অভিনয় করলেন তানজিন তিশা ও নাঈম। এটি রচনা করেছেন ওয়াহিদ ইবনে রেজা। কক্সবাজারে হানিমুনে এসেছে সদ্যবিবাহিত দুই দম্পতি জাবির-কুমকুম এবং তৌহিদ-উর্মি। জাবির ও কুমকুম যেমন রোমান্টিক, তৌহিদ ও উর্মি ঠিক তার বিপরীত। উর্মি সারাÿণ তৌহিদের সঙ্গে মেজাজ দেখায়। অন্যদিকে কুমকুম জাবিরের প্রতি খুবই যতœশীল। তাদের সাথে যুক্ত হয় এক গাইড দম্পতি। এইসব দম্পতিদের নানা কর্মকাÐ আর ঘটন-অঘটন নিয়ে এগিয়ে যায় নাটকের গল্প। নাটকে আরও অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও শখ। ২২ মে, শুক্রবার সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।

‘ফাঁদ’ নাটকে জুটিবদ্ধ মোশারফ করিম-ফারিয়া

Image
MEn || প্রথমবারের মতো ফারিয়ার ফাঁদে ধরা পড়েছেন মোশাররফ করিম। তবে তা বা¯Íবে নয়, ‘ফাঁদ’ শিরোনামে ছয় পর্বের একটি ধারাবাহিক নাটকে। ঈদের জন্য নির্মিত নাটকটিতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন এই দুই তারকা। নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা তুহিন হোসেন বলেন, নাটকের চরিত্রে মোশাররফ করিম বরিশালের মানুষ। ঘটনাচক্রে ঢাকায় আসে সে। কিন্তু ঢাকায় পা রাখার পর থেকেই বিভিন্ন রকম ফাঁদে পড়তে থাকে। একপর্যায়ে ফারিয়ার ফাঁদেও ধরা পড়ে। তিনি আরো বলেন, নাটকটি মোশাররফ-ফারিয়া জুটির প্রথম কাজ। তা ছাড়া এই নাটকে একসঙ্গে এমন অনেক অভিনেতা রয়েছেন যাঁরা মজার মানুষ

ঢাকাইয়া ভাষায় মোশাররফ করিম

Image
MEn || বিভিন্ন চরিত্র এবং বিভিন্ন আঞ্চলিক ভাষায় অভিনয় করে দর্শকদের হৃদয়ে অনেক আগেই জায়গা করে নিয়েছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এরই ধারাবাহিকতায় এবার ঢাকাইয়া ভাষায় অভিনয় করলেন তিনি। মুহাম্মদ আবু রাজীনের রচনা ও শেখ সেলিমের পরিচালনায় ঈদের বিশেষ নাটক ‘চাঁদে চন্দ্রবিন্দু নেই’ নাটকে মোশাররফ করিমকে দেখা যাবে ঢাকাইয়া ভাষায়। আর তার সঙ্গে জুটিবদ্ধ হয়ে প্রথমবারের মতো অভিনয় করেছেন আজমেরী আশা। এছাড়াও নাটকে বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন উজ্জ্বল মাহমুদ। আসছে ঈদকে সামনে রেখে নাটকটির শুটিং সম্প্রতি কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়িত হয়। নাটকটি প্রযোজনা করেছে পেকাপ প্রোডাকশন।

কক্সবাজারে গিয়ে ট্র্যাপে শ্যামল-অহনা

Image
MEn || আরিয়ান(শ্যামল) ও নিতা (অহনা) বিয়ের পর কক্সবাজারে হানিমুনে যায়। তারা একজন আরেকজনকে খুব ভালবাসে। কিন্তু বিপত্তি ঘটে তখনি, যখন তানভীর নিতাকে অপহরণ করে। হঠাৎ ঘুম থেকে সকালে ওঠে দেখে নিতা আর বিছানায় নেই। এদিকে আরিয়ানের আগের প্রেমিকা সুজানা (আমব্রিন) হোটেলে আসে। শুরু হয় নতুন ঘটনা। এমনই একটি কাহিনি নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ট্র্যাপ’। এটি রচনা ও পরিচালনা করেছেন ইভান রেহান। বর্তমানে কক্সবাজারসহ রাজধানীর বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারনের কাজ চলছে। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয়

প্রথম সন্তানের বাবা হচ্ছেন রিয়াজ

Image
 MEn || প্রথম সন্তানের বাবা হতে চলেছেন জনপ্রিয় নায়ক রিয়াজ। যেকোনো সময় আসবে সুখবর। রিয়াজের স্ত্রী মডেল তিনা এখন স্কয়ার হাসপাতালে ভর্তি। রিয়াজের ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সিঙ্গাপুরে সন্তান জন্ম দেয়ার পরিকল্পনা ছিল রিয়াজ ও তিনার। মধ্য জুনে ছিল সন্তান হওয়ার সম্ভাব্য তারিখ। কিন্তু কিছুটা জটিলতা দেখা দেয়ায় তিনাকে মঙ্গলবার রাতে হাসপাতালে আনা হয়। সম্ভবত এখানেই আসবে সুসংবাদটি। জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ ও মডেল তিনা ভালবেসে বিয়ে করেন ৭ বছর আগে। দীর্ঘ সাত বছর পর

মুক্তি পাচ্ছে ২১ নভেম্বর ‘স্বপ্ন যে তুই’

Image
মুক্তি পাচ্ছে ২১ নভেম্বর ‘স্বপ্ন যে তুই’     বিনোদন: ইমন-আঁচল জুটির প্রথম সিনেমা ‘স্বপ্ন যে তুই’ মুক্তি পাচ্ছে ২১ নভেম্বর। সিনেমাটি মালয়েশিয়া, দুবাই ও বাহরাইনেও মুক্তি দেওয়ার পরিকল্পনার কথা জানালেন এর পরিচালক মনিরুল ইসলাম সোহেল। সিনেমাটি দেশের বাইরে মুক্তি দেওয়ার উদ্দেশ্যে ইংরেজি সাবটাইটেলও করা হয়েছে। ইতোমধ্যে মালয়েশিয়ান প্রতিষ্ঠান রেডিয়েন্টের সঙ্গে কথাবার্তা হয়েছে বলে জানান তিনি। তাদের সহযোগিতায় সিনেমাটি মালয়েশিয়ার সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে। পরিচালক সোহেল বলেন, ‘পুরো ব্যাপারটি নিভর্র করছে মালয়েশিয়ার সেন্সর বোডের্র ওপর। তারা সেন্সর ছাড়পত্র দেওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে মালয়েশিয়ার কোন অঞ্চলে ছবিটি মুক্তি দেওয়া হচ্ছে। রোমান্টিক-কমেডি ধাঁচের সিনেমাতে আরও অভিনয় করছেন মীরাক্কেল খ্যাত তারকা আবু হেনা রনি, জামিল হোসেন ও আনোয়ারুল আলম সজল।

কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের চলচ্চিত্র

Image
কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের চলচ্চিত্র বিনোদন: কলকাতা চলচ্চিত্র উৎসবে যে ১৮০টি স্বল্পদৈর্ঘ্য ছবি দেখানো হচ্ছে তার মধ্যে মনোনীত হয়েছে বাংলাদেশের একটি। মুক্তিযুদ্ধের ওপর ভিত্তি করে ছবিটি নির্মাণ করেছেন বুলবুল বিশ্বাস। মুহম্মদ জাফর ইকবালের গল্প ‘রতন’ অবলম্বনে ছবিটি নির্মিত হয়েছে। ২৮ মিনিটের ‘রতন’ নামের এ ছবিটি তৈরি হয়েছে মুক্তিযুদ্ধে বাবা-মা হারানো এক কিশোরকে কেন্দ্র করে। রতনের চরিত্রে অভিনয় করেছে রাসেল। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, রাশেদ মামুন অপু, বীথি, রাজু খান, মুন্নি তালুকদার প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছেন আশফাক আহমেদ। ছবির গল্পে দেখা যায়, মুক্তিযুদ্ধ চলাকালীন তাঁতিবন্ধ গ্রামে হামলা চালায় পাকিস্তান সেনাবাহিনী। নির্বিচারে গণহত্যা চালায় তারা। দু’জন মুক্তিযোদ্ধা যখন ঐ গ্রামের অবস্থা পর্যবেক্ষণ করতে যায়, তখন তারা রতনকে খুঁজে পান। ১০ বছরের বালক রতনের সামনেই খুন হয়েছে তার বাবা, ধর্ষিত হয়েছে মা। রতনকে যখন মুক্তিবাহিনীর ক্যাম্পে নিয়ে আসা হয় তখন তাকে দেখা হয় বোঝা হিসেবেই। কিন্তু সেই ক্যাম্পের কমান্ডার পাকিস্তানি সেনাদের হাতে ধরা পড়ার পর গেরিলা যুদ্ধে যোগ দেয় সেই...

নতুন করে ন্যান্সি

Image
নতুন করে ন্যান্সি  ইনফো ডেস্ক ॥ নতুন উদ্যম নিয়ে কাজ শুরু করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনির ন্যান্সি। রোজার ঈদের পরের অনাকাঙ্খিত ঘটনার রেশ কাটিয়ে এবং কোরবানি ঈদের পর বিএনপির অঙ্গসংগঠন জাসাস মহানগরের (দক্ষিণ) সহ-সভাপতির পদ ছেড়ে এখন শুধু গানে মনোযোগী হয়েছেন এই শিল্পী। পদে না থেকেও সারাজীবন বিএনপিকে সাপোর্ট করার কথাও অবশ্য তিনি এরই মধ্যে জানিয়েছেন। এদিকে মগবাজার ছেড়ে এখন রামপুরার একটি ফ্ল্যাটে উঠেছেন ন্যান্সি। সেখানেই স্বামী নাজিমুজ্জামান জায়েদ ও দুই কন্যা রোদেলা ও নায়লাকে নিয়ে থাকছেন তিনি। বর্তমানে একাধিক ছবি ও অ্যালবামের গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন ন্যান্সি। এদিকে এরই মধ্যে এ তারকা তার গড়া গানের দলের সদস্যদের কথা-সুর-সংগীতে ‘দুষ্টু ছেলে’ নামক একটি একক অ্যালবাম প্রকাশ করেছেন। এ অ্যালবামটি রোজার ঈদে মোবাইল ফোনে মুক্তি দেয়া হয় ডিজিটালি। এরই মধ্যে গানগুলো থেকে ভাল সাড়াও পেয়েছেন ন্যান্সি। অ্যালবামটি শ্রোতাদের জন্য শিগগিরই ফিজিক্যালি প্রকাশ করা হবে। অ্যালবাম থেকে দু-একটি মিউজিক ভিডিও তৈরিরও ইচ্ছা রয়েছে এ তারকার। সব মিলিয়ে পরিবার ও গান নিয়ে চলতি সময়টা কেমন উপভোগ করছেন? উত্তরে আগ...

ফেসবুকে ফ্যানপেজ খুললেন মোনালিসা

Image
ফেসবুকে ফ্যানপেজ খুললেন মোনালিসা   ইনফো ডেস্ক ॥ নিজের আসল নামে মডেল অভিনেত্রী মোনালিসার একটি ফেসবুক একাউন্ট থাকলেও তার নামে বিভিন্ন ‘ ফ্যানপেজ ’ চালু আছে । সেগুলো বন্ধ করতেই এবার মোনালিসা নিজের উদ্যোগেই অফিসিয়ালি একটি ‘ ফ্যানপেজ ’ খুলেছেন । এটি তিনি নিজেই পরিচালনা করছেন । কারণ তার নামে ‘ ফ্যানপেজ ’ খুলে নানানজন যত্রতত্রভাবে তা ব্যবহার করছেন যা ভক্তদের মধ্যে মোনালসাকে কে নিয়ে মাঝে মাঝে বিরূপ প্রতিক্রিয়াও দেখা দেয় । বিষয়টি মোনালিসা অবগত হয়ে বিস্ময় এবং ভীষণ দুঃখও প্রকাশ করেছেন । মুঠোফোনে যুক্তরাষ্ট্র থেকে মোনািলসা বলেন , ‘ অনেক কষ্ট , সাধনার পর একজন মডেল এবং অভিনেত্রী হিসেবে আমি একটি অবস্থানে এসেছি । কিন্তু আমার সে অবস্থান ভক্তদের কাছে নষ্ট করার জন্য এই ধরনের ভুয়া ফ্যানপেজ ভীষণ ক্ষতিকর । যে বা যারাই আমার ফেসবুক ফ্যানপেজ পরিচালনা করছেন তার প্রতি বিশেষ অনুরোধ থাকবে যে আপনার যদি আমার দেশের শিল্পের প্রতি , শিল্পীদের প্রতি যথাযথ শ্রদ্ধা আর ভালোবাসা থাকে তাহলে এভাবে ফ্যানপেজ পরিচালনা করা থেকে নিজেকে বিরত রাখুন । কারণ আপনি বা আপনারা যা করছেন তা ভীষণ বিব্রত কর এবং শিল্প...

মা হতে আজ ব্যাংকক যাচ্ছেন বর্ষা

Image
মা হতে আজ ব্যাংকক যাচ্ছেন বর্ষা  ইনফো ডেস্ক ॥ আজ ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন চিত্রনায়িকা বর্ষা। সঙ্গে থাকবেন স্বামী আলোচিত নায়ক অনন্ত জলিল। তবে শপিং কিংবা শুটিং নয়, সন্তান জন্ম দিতেই এবার ব্যাংকক যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের এই দম্পতি। গতকাল রোববার নিজের ফেসবুক অ্যাকাউন্টে বর্ষা লেখেন, ‘আগামীকাল একমাসের জন্যে ব্যাংকক যাচ্ছি, আমার অনাগত সন্তানের জন্যে আর অপেক্ষা করতে পারছি না। সবাই আমার এবং আমার অনাগত সন্তানের জন্যে দোয়া করবেন।’ উল্লেখ্য, অনন্ত-বর্ষা দুজনেই চেয়েছিলেন তাদের প্রথম সন্তান যেন ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে জন্মগ্রহণ করে। বর্ষা বর্তমানে চিকিৎসক তাহমিনা বেগমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। 

লাক্স সুন্দরী নির্বাচিত হলেন নাদিয়া

Image
লাক্স সুন্দরী নির্বাচিত হলেন নাদিয়া  ইনফো ডেস্ক ॥ গত ৮ নভেম্বর সন্ধ্যাটা জীবনের সবচেয়ে স্মরণীয় সন্ধ্যা হয়ে থাকলো নাদিয়ার জন্য। কারণ এই আগমনী শীতের সন্ধ্যায় তার মাথায় ওঠে লাক্স চ্যানেল আই সুপার স্টার প্রতিযোগিতার সেরা মুকুটটি। উপস্থাপক তার নামটি ঘোষণা করার আগ পর্যন্তও তিনি জানতেন না তিনিই হবেন লাক্স চ্যানেল আই সুপার স্টার প্রতিযোগিতার ২০১৪ সালের বিজয়ী। গত তিন মাস ধরে যে সুন্দরের লড়াই করে এসেছিলেন আজ পেলেন তার পুরস্কার। এ বছরের নির্বাচিত ‘ফেস অব লাক্স’-এর মুকুট ছাড়াও পুরস্কার হিসেবে এই সুন্দরীকে দেওয়া হয়েছে একটি নতুন গাড়ি। প্রথম রানার আপ হয়েছেন নাজিফা দ্বিতীয় রানারআপ হয়েছেন নীলা। প্রথম রানারআপকে পাঁচ লাখ ও দ্বিতীয় রানারআপকে তিন লাখ টাকা। এ ছাড়া তাদের জন্য রয়েছে নানা উপহার সামগ্রী, চ্যানেল আইতে নাটক ও টেলিফিল্মে মুখ্য চরিত্রে অভিনয় করার সুযোগ। নীলাঞ্জনা নীলা, নাজিফা আনজুম, নাদিয়া আফরিন, সুপ্রিয়া শবনম ও ফাহমিদা তাসনিম এই পাঁচ কন্যা আজ লড়েছেন সেরা সুন্দরী হবার চূড়ান্ত প্রতিযোগিতায়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সন্মেলন কেন্দ্রে সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হয় লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০...

অভিনয়ে নিয়মিত হচ্ছেন স্বাগতা

Image
অভিনয়ে নিয়মিত হচ্ছেন স্বাগতা ইনফো ডেস্ক ॥ বিরতির পর অভিনয়ে নিয়মিত হচ্ছেন অভিনেত্রী জিনাত সানু স্বাগতা। বাবার মৃত্যুর পর অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন জনপ্রিয় এ নায়িকা। গত ১৭ই অক্টোবর পিতাকে হারিয়েছেন তিনি। শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি তিনি। তবুও বাস্তবতা মেনে নিয়ে নিয়মিত হয়েছেন অভিনয়ে। জানা গেছে, বেশ আগে দেয়া নাটকের শিডিউলগুলো কোনভাবেই আর পেছানো যাচ্ছিল না। তাই নতুন উদ্যমে কাজ শুরু করেছেন তিনি। এরই মধ্যে নতুন একটি খ-নাটকের শুটিং শুরু করেছেন স্বাগতা। তাসলিমা মুক্তার রচনা ও পরিচালনায় এর নাম ‘দাগ’। এ নাটক ছাড়াও প্রচার চলতি ধারাবাহিক ‘ধন্যি মেয়ে’, ‘সুখপাখি আগুন ডানা’-তে অভিনয় করছেন তিনি। পাশাপাশি আরিফ খানের ‘দলছুট প্রজাপতি’ ধারাবাহিকের কাজও করছেন স্বাগতা।