প্রথম সন্তানের বাবা হচ্ছেন রিয়াজ

 MEn || প্রথম সন্তানের বাবা হতে চলেছেন জনপ্রিয় নায়ক রিয়াজ। যেকোনো সময় আসবে সুখবর। রিয়াজের স্ত্রী মডেল তিনা এখন স্কয়ার হাসপাতালে ভর্তি। রিয়াজের ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সিঙ্গাপুরে সন্তান জন্ম দেয়ার পরিকল্পনা ছিল রিয়াজ ও তিনার। মধ্য জুনে ছিল সন্তান হওয়ার সম্ভাব্য তারিখ। কিন্তু কিছুটা জটিলতা দেখা দেয়ায় তিনাকে মঙ্গলবার রাতে হাসপাতালে আনা হয়। সম্ভবত এখানেই আসবে সুসংবাদটি।
জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ ও মডেল তিনা ভালবেসে বিয়ে করেন ৭ বছর আগে। দীর্ঘ সাত বছর পর
তাদের সংসার জীবন আলো করে আসছে পরিবারের নতুন সদস্য। রিয়াজ ও তিনার পরিবার গভীর আগ্রহের সঙ্গে নতুন সদস্যকে বরণ করার জন্য অপেক্ষা করছেন।

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি