Posts

Showing posts with the label খুব টানাটানি করে সংসার চলছে: প্রভা

খুব টানাটানি করে সংসার চলছে: প্রভা

Image
খুব টানাটানি করে সংসার চলছে: প্রভা   ইনফো ডেস্ক : আমার ঘরে অভাব লেগেছে । খুবই টানাটানি করে সংসার চলছে । যতদিন যাচ্ছে অভাব যেন তার ঘাড়ে চেপে বসছে । দু ’ বেলা দু ’ মুঠো খাবার জোগাতে কষ্ট হয়ে যাচ্ছে । এমনটাই জানালেন টিভি নাটকের আলোচিত-সমালোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা । বললেন , আর বলবেন না কি যে অবস্থা বলার মতো না । এ পর্যন্ত বলার পরই একটু থামলেন প্রভা । বললেন , দেখুন ভাববেন না সত্যিই বুঝি আমি অভাবে আছি । আমার সংসারে টানাটানি চলছে । আমার স্বামী বিরাট ব্যবসায়ী । তার কোন অভাব নেই । প্রভা বলেন , তবে আমার টানাটানির সংসার নাটকে । অরণ্য আনোয়ারের রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক ‘ দহন ’ নামের একটি নাটকে আমাকে এমন চরিত্রে দেখা যাবে । এরই মধ্যে ধারাবাহিক এ নাটকটির শ্যুটিং শেষ হয়েছে । খুব শীগ্রই কোন একটি চ্যানেলে এর প্রচার শুরু হবে । প্রভা বলেন , বাস্তবতার সঙ্গে মিল রেখেই নাটকটি নির্মাণ করা হয়েছে । আমাদের গ্রামীণ জীবনে মানুষের নানা গল্প এ নাটকে ফুটে উঠেছে । এখানে আমার চরিত্রটি ভালভাবে মেলে ধরার চেষ্টা করেছি । এটি দর্শকের হৃদয় স্পর্শ করবে বলেই আমার বিশ্বাস । তি...