Posts

Showing posts with the label Bd Natok

একসঙ্গে জাহিদ-টুসি

Image
MEn ||  এ পর্যন্ত অনেক অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন অভিনেত্রী দিলরুবা টুসি। তারই ধারাবাহিকতায় এবার তিনি জাহিদ হাসানের সঙ্গে কাজ করলেন। এটি একটি খ- নাটক। ‘আমরা আপনাকে ভালোবাসি’ শিরোনামের নাটকটি আসন্ন ঈদ উপলক্ষে নির্মিত হয়েছে। এটি পরিচালনা করেছেন মুজিবুল হক খোকন। জানা গেছে, রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় নাটকটির দৃশ্যধারনের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এ প্রসঙ্গে টুসি বলেন, জাহিদ ভাইয়ের সাথে বেশকিছু নাটকে কাজ করা হলো এবার। তার সঙ্গে কাজ করতে বেশ ভালোলাগে। আশা করছি, এবারের ঈদে এই টেলিছবিটি দর্শকরা পছন্দ করবেন। এছাড়া, টুসি জাহিদ হাসানের সঙ্গে বর্তমানে উত্তরায় তারেক মিয়াজীর ‘চান্দু মিয়ার ঢাকা সফর’ নামেও একটি নাটকে কাজ করছেন। এ ছাড়া আরএফএলের নতুন একটি টিভিসিসহ ‘ওয়ানওয়ে’ নামে একটি ধারাবাহিকেও অভিনয় করেছেন টুসি।

নাটকে পদার্পন মডেল তিশার

Image
MEn || সকাল আহমেদ পরিচালিত ‘কাপল’ নাটকে স¤প্রতি অভিনয় করলেন তানজিন তিশা ও নাঈম। এটি রচনা করেছেন ওয়াহিদ ইবনে রেজা। কক্সবাজারে হানিমুনে এসেছে সদ্যবিবাহিত দুই দম্পতি জাবির-কুমকুম এবং তৌহিদ-উর্মি। জাবির ও কুমকুম যেমন রোমান্টিক, তৌহিদ ও উর্মি ঠিক তার বিপরীত। উর্মি সারাÿণ তৌহিদের সঙ্গে মেজাজ দেখায়। অন্যদিকে কুমকুম জাবিরের প্রতি খুবই যতœশীল। তাদের সাথে যুক্ত হয় এক গাইড দম্পতি। এইসব দম্পতিদের নানা কর্মকাÐ আর ঘটন-অঘটন নিয়ে এগিয়ে যায় নাটকের গল্প। নাটকে আরও অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও শখ। ২২ মে, শুক্রবার সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।

‘ফাঁদ’ নাটকে জুটিবদ্ধ মোশারফ করিম-ফারিয়া

Image
MEn || প্রথমবারের মতো ফারিয়ার ফাঁদে ধরা পড়েছেন মোশাররফ করিম। তবে তা বা¯Íবে নয়, ‘ফাঁদ’ শিরোনামে ছয় পর্বের একটি ধারাবাহিক নাটকে। ঈদের জন্য নির্মিত নাটকটিতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন এই দুই তারকা। নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা তুহিন হোসেন বলেন, নাটকের চরিত্রে মোশাররফ করিম বরিশালের মানুষ। ঘটনাচক্রে ঢাকায় আসে সে। কিন্তু ঢাকায় পা রাখার পর থেকেই বিভিন্ন রকম ফাঁদে পড়তে থাকে। একপর্যায়ে ফারিয়ার ফাঁদেও ধরা পড়ে। তিনি আরো বলেন, নাটকটি মোশাররফ-ফারিয়া জুটির প্রথম কাজ। তা ছাড়া এই নাটকে একসঙ্গে এমন অনেক অভিনেতা রয়েছেন যাঁরা মজার মানুষ

ঢাকাইয়া ভাষায় মোশাররফ করিম

Image
MEn || বিভিন্ন চরিত্র এবং বিভিন্ন আঞ্চলিক ভাষায় অভিনয় করে দর্শকদের হৃদয়ে অনেক আগেই জায়গা করে নিয়েছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এরই ধারাবাহিকতায় এবার ঢাকাইয়া ভাষায় অভিনয় করলেন তিনি। মুহাম্মদ আবু রাজীনের রচনা ও শেখ সেলিমের পরিচালনায় ঈদের বিশেষ নাটক ‘চাঁদে চন্দ্রবিন্দু নেই’ নাটকে মোশাররফ করিমকে দেখা যাবে ঢাকাইয়া ভাষায়। আর তার সঙ্গে জুটিবদ্ধ হয়ে প্রথমবারের মতো অভিনয় করেছেন আজমেরী আশা। এছাড়াও নাটকে বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন উজ্জ্বল মাহমুদ। আসছে ঈদকে সামনে রেখে নাটকটির শুটিং সম্প্রতি কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়িত হয়। নাটকটি প্রযোজনা করেছে পেকাপ প্রোডাকশন।

কক্সবাজারে গিয়ে ট্র্যাপে শ্যামল-অহনা

Image
MEn || আরিয়ান(শ্যামল) ও নিতা (অহনা) বিয়ের পর কক্সবাজারে হানিমুনে যায়। তারা একজন আরেকজনকে খুব ভালবাসে। কিন্তু বিপত্তি ঘটে তখনি, যখন তানভীর নিতাকে অপহরণ করে। হঠাৎ ঘুম থেকে সকালে ওঠে দেখে নিতা আর বিছানায় নেই। এদিকে আরিয়ানের আগের প্রেমিকা সুজানা (আমব্রিন) হোটেলে আসে। শুরু হয় নতুন ঘটনা। এমনই একটি কাহিনি নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ট্র্যাপ’। এটি রচনা ও পরিচালনা করেছেন ইভান রেহান। বর্তমানে কক্সবাজারসহ রাজধানীর বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারনের কাজ চলছে। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয়

মুক্তি পাচ্ছে ২১ নভেম্বর ‘স্বপ্ন যে তুই’

Image
মুক্তি পাচ্ছে ২১ নভেম্বর ‘স্বপ্ন যে তুই’     বিনোদন: ইমন-আঁচল জুটির প্রথম সিনেমা ‘স্বপ্ন যে তুই’ মুক্তি পাচ্ছে ২১ নভেম্বর। সিনেমাটি মালয়েশিয়া, দুবাই ও বাহরাইনেও মুক্তি দেওয়ার পরিকল্পনার কথা জানালেন এর পরিচালক মনিরুল ইসলাম সোহেল। সিনেমাটি দেশের বাইরে মুক্তি দেওয়ার উদ্দেশ্যে ইংরেজি সাবটাইটেলও করা হয়েছে। ইতোমধ্যে মালয়েশিয়ান প্রতিষ্ঠান রেডিয়েন্টের সঙ্গে কথাবার্তা হয়েছে বলে জানান তিনি। তাদের সহযোগিতায় সিনেমাটি মালয়েশিয়ার সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে। পরিচালক সোহেল বলেন, ‘পুরো ব্যাপারটি নিভর্র করছে মালয়েশিয়ার সেন্সর বোডের্র ওপর। তারা সেন্সর ছাড়পত্র দেওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে মালয়েশিয়ার কোন অঞ্চলে ছবিটি মুক্তি দেওয়া হচ্ছে। রোমান্টিক-কমেডি ধাঁচের সিনেমাতে আরও অভিনয় করছেন মীরাক্কেল খ্যাত তারকা আবু হেনা রনি, জামিল হোসেন ও আনোয়ারুল আলম সজল।

ফেসবুকে ফ্যানপেজ খুললেন মোনালিসা

Image
ফেসবুকে ফ্যানপেজ খুললেন মোনালিসা   ইনফো ডেস্ক ॥ নিজের আসল নামে মডেল অভিনেত্রী মোনালিসার একটি ফেসবুক একাউন্ট থাকলেও তার নামে বিভিন্ন ‘ ফ্যানপেজ ’ চালু আছে । সেগুলো বন্ধ করতেই এবার মোনালিসা নিজের উদ্যোগেই অফিসিয়ালি একটি ‘ ফ্যানপেজ ’ খুলেছেন । এটি তিনি নিজেই পরিচালনা করছেন । কারণ তার নামে ‘ ফ্যানপেজ ’ খুলে নানানজন যত্রতত্রভাবে তা ব্যবহার করছেন যা ভক্তদের মধ্যে মোনালসাকে কে নিয়ে মাঝে মাঝে বিরূপ প্রতিক্রিয়াও দেখা দেয় । বিষয়টি মোনালিসা অবগত হয়ে বিস্ময় এবং ভীষণ দুঃখও প্রকাশ করেছেন । মুঠোফোনে যুক্তরাষ্ট্র থেকে মোনািলসা বলেন , ‘ অনেক কষ্ট , সাধনার পর একজন মডেল এবং অভিনেত্রী হিসেবে আমি একটি অবস্থানে এসেছি । কিন্তু আমার সে অবস্থান ভক্তদের কাছে নষ্ট করার জন্য এই ধরনের ভুয়া ফ্যানপেজ ভীষণ ক্ষতিকর । যে বা যারাই আমার ফেসবুক ফ্যানপেজ পরিচালনা করছেন তার প্রতি বিশেষ অনুরোধ থাকবে যে আপনার যদি আমার দেশের শিল্পের প্রতি , শিল্পীদের প্রতি যথাযথ শ্রদ্ধা আর ভালোবাসা থাকে তাহলে এভাবে ফ্যানপেজ পরিচালনা করা থেকে নিজেকে বিরত রাখুন । কারণ আপনি বা আপনারা যা করছেন তা ভীষণ বিব্রত কর এবং শিল্প...

অভিনয়ে নিয়মিত হচ্ছেন স্বাগতা

Image
অভিনয়ে নিয়মিত হচ্ছেন স্বাগতা ইনফো ডেস্ক ॥ বিরতির পর অভিনয়ে নিয়মিত হচ্ছেন অভিনেত্রী জিনাত সানু স্বাগতা। বাবার মৃত্যুর পর অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন জনপ্রিয় এ নায়িকা। গত ১৭ই অক্টোবর পিতাকে হারিয়েছেন তিনি। শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি তিনি। তবুও বাস্তবতা মেনে নিয়ে নিয়মিত হয়েছেন অভিনয়ে। জানা গেছে, বেশ আগে দেয়া নাটকের শিডিউলগুলো কোনভাবেই আর পেছানো যাচ্ছিল না। তাই নতুন উদ্যমে কাজ শুরু করেছেন তিনি। এরই মধ্যে নতুন একটি খ-নাটকের শুটিং শুরু করেছেন স্বাগতা। তাসলিমা মুক্তার রচনা ও পরিচালনায় এর নাম ‘দাগ’। এ নাটক ছাড়াও প্রচার চলতি ধারাবাহিক ‘ধন্যি মেয়ে’, ‘সুখপাখি আগুন ডানা’-তে অভিনয় করছেন তিনি। পাশাপাশি আরিফ খানের ‘দলছুট প্রজাপতি’ ধারাবাহিকের কাজও করছেন স্বাগতা।

রাত্রির যাত্রী'তে অরুনা বিশ্বাস

Image
রাত্রির যাত্রী'তে অরুনা বিশ্বাস  ইনফো ডেস্ক ॥ চলচ্চিত্রের দর্শকপ্রিয় নায়িকা অরুনা বিশ্বাস আবারো চলচ্চিত্রে নিয়মিত হয়েছেন। যে কারণে টিভি নাটকে এবং চলচ্চিত্রে অভিনয়ে এখন তাকে নিয়মিতই পাওয়া যাচ্ছে। চলতি সপ্তাহে অরুনা বিশ্বাস নতুন একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। চলচ্চিত্রটির নাম ‘রাত্রির যাত্রী’। হাবিবুল ইসলাম হাবিবের কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় অরুনা বিশ্বাস ‘রাত্রির যাত্রী’ চলচ্চিত্রের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। চলতি মাসেই চলচ্চিত্রটির শুটিং শুরু হবে বলে জানালেন পরিচালক হাবিবুল ইসলাম হাবিব। নতুন চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে চিত্রনায়িকা অরুনা বিশ্বাস বলেন, ’ চলচ্চিত্রই কিন্তু আজ আমাকে দর্শকের কাছে নায়িকা অরুনা বিশ্বাসে পরিণত করেছে। তাই সবসময়ই আমি চলচ্চিত্রে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।’রাত্রির যাত্রী'র যাত্রার সঙ্গে যুক্ত হলাম আমিও। ভালোলাগছে। চলচ্চিত্রটির নাম, গল্প সবই সুন্দর। সবার সহযোগিতায় আশাকরি ভালো একটি চলচ্চিত্র হয়ে উঠবে ‘রাত্রির যাত্রী’।’ এই চলচ্চিত্রে আরও যারা অভিনয় করবেন তারা হলেন এটিএম শামসুজ্জামান, মৌসুমী, আনিসুর রহমান মিলন, মোহ...

নাটকে প্রথম টুটুল চৌধুরী-শবনম ফারিয়া

Image
নাটকে প্রথম টুটুল চৌধুরী-শবনম ফারিয়া  ইনফো ডেস্ক ॥ বিশেষত নাট্যনির্মাতা অঞ্জন আইচের নির্দেশনায় টুটুল চৌধুরী যে ক'টি টিভি নাটক এবং টেলিফিল্মে অভিনয় করেছেন প্রত্যেকটিতে টুটুলের অভিনয় বশে প্রশংসিত হয়েছে। যে কারণে পরিচালক অঞ্জন আইচ-ও তার নাটক টেলিফিল্মে টুটুলকে নিয়ে কাজ করতে একটু বেশিই স্বাচ্ছন্দ্যবোধ করেন। স্বাচ্ছন্দ্যতার সে জায়গা থেকেই পরিচালক অঞ্জন আইচ আবারো টুটুল চৌধুরীকে নিয়ে এবার নতুন একটি ধারাবাহিক নাটক নির্মাণের কাজ শুরু করেছেন গত বৃহস্পতিবার থেকে রাজধানীর অদূরে সোহাগ পল্লীতে। অঞ্জন আইচের রচনা ও পরিচালনায় টুটুল কাজ করছেন নতুন ধারাবাহিক নাটক ‘ভাইরাস'-এ। এতে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন টুটুল চৌধুরী ও শবনম ফারিয়া। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে টুটুল চৌধুরী বলেন, ‘অঞ্জন আইচের নাটকে কাজ করতে সবসময়ই আমার ভালোলাগে। কারণ আমার চরিত্র সবসময়ই চ্যালেঞ্জিং চরিত্র থাকে। যে কারণে একজন অভিনেতা হিসেবেও চরিত্র নিয়ে খেলতে পারি। নতুন ধারাবাহিক নাটকে কাজ করতে বেশ ভালোলাগছে। শবনম ফারিয়ার সঙ্গে এটা প্রথম কাজ হলেও তিনি বেশ আন্তরকি এবং সহযোগী মনোভাবাপন্ন।’ শবনম ফারিয়া গত তিন মাস যাবত নাট...

অভিনয়ে ফিরলেন সুইটি

Image
অভিনয়ে ফিরলেন সুইটি  ইনফো ডেস্ক ॥ দীর্ঘদিন পর নতুন নাটকে অভিনয় করছেন প্রিয়দর্শিনী অভিনেত্রী তানভীন সুইটি।’ভাইরাস’ শিরোনামের এ ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করছেন অঞ্জন আইচ। এরইমধ্যে গাজীপুরের বিভিন্ন লোকেশনে এর শুটিং শুরু হয়েছে। এ প্রসঙ্গে সুইটি বলেন, ‘দীর্ঘদিন পর এ ধারাবাহিকটিতে অভিনয় করছি। এখানে আমার চরিত্রের নাম দিয়া। মূলত আমাকে কেন্দ্র করেই এর প্রেক্ষাপট গড়ে উঠেছে। গল্পটি অসাধারন। এতে মানবিক কিছু বিষয় উঠে এসেছে। আশা করি, ধারাবাহিকটি থেকে দর্শকরা অনেক কিছুই শিখতে পারবেন।’ তানভীন সুইট ছাড়াও ধারাবাহিকটিতে আরো অভিনয় করেছেন- তৌকীর আহমেদ, মিশু সাব্বির, সামিহা, ফারুক আহমেদ, শবনম ফারিয়া প্রমুখ। শিগগিরই ধারাবাহিকটি প্রচার শুরু হবে বলে পরিচালক জানিয়েছেন। এর আগে দীর্ঘদিন মিড়িয়া থেকে নিজেকে অড়াল করে রেখেছিলেন একসময় তুমুল জনপ্রিয় এ অভিনেত্রী। জানা গেছে, মানসম্পন্ন কাজের অভাবেই মিড়িয়া থেকে দূরে ছিলেন তিনি। তবে আগামীতে ভালো মানের কাজ পেলে আবারও মিড়িয়ায় নিয়মিত হওয়ার ইচ্ছা রয়েছে তার। এদিকে সুইটি কিছুদিন আগে মঞ্চে ফিরেছেন। থিয়েটারের ৩৭ তম প্রযোজনা ‘মুক্তি'তে অভিনয় করছেন তিনি। এ নাটকে তাকে সদ্য...

সাংবাদিক অপি

Image
সাংবাদিক অপি ইনফো ডেস্ক ॥ গণহত্যা নিয়ে কাজ করতে গিয়ে মুক্তিযুদ্ধের সময়ের একটি সাদাকালো ছবি খুঁজে পান সাংবাদিক অপি। যার সূত্র ধরেই বেরিয়ে আসে ভয়ংকর এক রাজাকারের কুকর্ম। যাকে পরে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেন মুক্তিযোদ্ধারা। এমনই একটি গল্পের নাটকে অভিনয় করছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। নাটকটির শিরোনাম রাখা হয়েছে বাংলাদেশ। মাহমুদ দিদারের রচনা ও পরিচালনায় নির্মিত হতে যাচ্ছে মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নাটক ‘বাংলাদেশ’। নাটকটিতে সাংবাদিক চরিত্রে অভিনয় করবেন অপি করিম। এতে একজন আল বদর কমান্ডারের চরিত্রে অভিনয় করবেন তারিক আনাম খান। ভার্সেটাইল মিডিয়ার প্রযোজনায় নির্মাণাধীন নাটকটি আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে আরটিভিতে প্রচার করা হবে।

এবারই প্রথম চয়নিকার নির্দেশনায় ফারিয়া

Image
এবারই প্রথম চয়নিকার নির্দেশনায় ফারিয়া ইনফো ডেস্ক ॥ লাক্স তারকাভিনেত্রী ফারিয়া এবারই প্রথম নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরীর নির্দেশনায় একটি খন্ড নাটকে কাজ করলেন। জাকারিয়া শৌখিনের রচনায় ‘তুমি নীরবে এলে’ নাটকে অভিনয় করেছেন ফারিয়া। এরইমধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। ফারিয়ার অনেকদিনের ইচ্ছে ছিলো চয়নিকা চৌধুরীর নির্দেশনায় একটি ভালো গল্পের নাটকে কাজ করার। এবার তার সেই ইচ্ছে পূরণ হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘নাটকে আমার চরিত্র, নাটকের গল্প সবকিুছই আমার এতো ভালোলেগেছে যে কাজটি আমি অনেক আন্তরকিতা নিয়ে করেছি। আমি চয়নিকা দিদির কাছে ভীষণ কৃতজ্ঞ যে তিনি আমাকে তার নাটকে কাজ করার সুযোগ দিয়েছেন। তার নির্মাণৈশলী সবসময়ই আমার ভালোলাগে। তারসাথে এটা আমার প্রথম কাজ হলেও কাজের পরিবেশ সবমিলিয়ে এতো চমসৎকার ছিলো যে মনেই হয়নি তারসঙ্গে আমি প্রথম কাজ করছি। আমার বিশ্বাস অনেক ভালো  একটি কাজ দাঁড়িয়েছে, ভালোলাগবে দর্শকের।’ চয়নিকা চৌধুরী বলেন, ‘ফারিয়া একজন ট্যালেন্ট্যাড অভিনেত্রী। কিন্তু কেন যে ফারিয়া কম অভিনয় করেন জানিনা। ফারিয়া অভিনয়ে নিয়মিত হলে তিনি আরো অনেক ভাল...

নাটক থেকে সরে যাচ্ছেন মাহফুজ

Image
নাটক থেকে সরে যাচ্ছেন মাহফুজ ইনফো ডেস্ক ॥ অভিমানে নাটক থেকে দূরে সরে যাচ্ছেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। সম্প্রতি তার কণ্ঠ শোনা গেল, এমনই অজানা অভিমানের সুর। মাহফুজ বলেন, এবার ঈদে ইচ্ছে করেই কোন কাজ করিনি। এমন একটা সময় জীবনে আসতেও পারে, যখন আমাকে আর কেউ ডাকবে না। সেই বিষয়গুলো বোঝার চেষ্টা করছি। তিনি আরও বলেন, আমি একটা বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। আর তা হলো, আমার প্রতি দর্শকের আগ্রহ থাকতেই অভিনয় ছেড়ে দেব। মাহফুজ বলেন, অনিমেষ আইচের পরিচালনায় আমার নতুন ছবি ‘জিরো ডিগ্রি’র সব কাজ এরই মধ্যে শেষ। আগামী সপ্তাহে জমা দেয়া হবে বলে শুনেছি। সেন্সর সার্টিফিকেট পাওয়ার পরই মূলত চূড়ান্তভাবে ছবি মুক্তির সময় ঠিক করা হবে। তবে প্রাথমিকভাবে শুনেছি, এটি ডিসেম্বরে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে।

খুব টানাটানি করে সংসার চলছে: প্রভা

Image
খুব টানাটানি করে সংসার চলছে: প্রভা   ইনফো ডেস্ক : আমার ঘরে অভাব লেগেছে । খুবই টানাটানি করে সংসার চলছে । যতদিন যাচ্ছে অভাব যেন তার ঘাড়ে চেপে বসছে । দু ’ বেলা দু ’ মুঠো খাবার জোগাতে কষ্ট হয়ে যাচ্ছে । এমনটাই জানালেন টিভি নাটকের আলোচিত-সমালোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা । বললেন , আর বলবেন না কি যে অবস্থা বলার মতো না । এ পর্যন্ত বলার পরই একটু থামলেন প্রভা । বললেন , দেখুন ভাববেন না সত্যিই বুঝি আমি অভাবে আছি । আমার সংসারে টানাটানি চলছে । আমার স্বামী বিরাট ব্যবসায়ী । তার কোন অভাব নেই । প্রভা বলেন , তবে আমার টানাটানির সংসার নাটকে । অরণ্য আনোয়ারের রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক ‘ দহন ’ নামের একটি নাটকে আমাকে এমন চরিত্রে দেখা যাবে । এরই মধ্যে ধারাবাহিক এ নাটকটির শ্যুটিং শেষ হয়েছে । খুব শীগ্রই কোন একটি চ্যানেলে এর প্রচার শুরু হবে । প্রভা বলেন , বাস্তবতার সঙ্গে মিল রেখেই নাটকটি নির্মাণ করা হয়েছে । আমাদের গ্রামীণ জীবনে মানুষের নানা গল্প এ নাটকে ফুটে উঠেছে । এখানে আমার চরিত্রটি ভালভাবে মেলে ধরার চেষ্টা করেছি । এটি দর্শকের হৃদয় স্পর্শ করবে বলেই আমার বিশ্বাস । তি...

তিনি এখন সিনেমার নায়িকা

Image
তিনি এখন সিনেমার নায়িকা  ইনফো ডেস্ক : টিভি পর্দায় দীর্ঘদিন অভিনয়ের পর বেশ কিছুদিন হলো পুরোদমে বাণিজ্যিক ধারার চলচ্চিত্রে নাম লিখিয়েছেন টিভি মিডিয়ার জনপ্রিয় অভিনেত্রী লাক্স-তারকা জাকিয়া বারী মম। চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করলেও দীর্ঘদিন জড়িয়ে থাকা টিভি মাধ্যমকে একেবারে ছাড়তে পারেননি তিনি। সময় পেলেই কোন না কোন টিভি নাটকে অভিনয় করতে দেখা যায় তাকে। আর সেই সুযোগটাই যেন এখন কাজে লাগাচ্ছেন মম। বর্তমানে সমরেশ মজুমদারের উপন্যাস অবলম্বনে ‘সিনেমাওয়ালা’ নামের একটি ধারাবাহিক নাটকের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। ১০ই অক্টোবর থেকে নাটকটির শুটিং শুরু হয়েছে। এতে অভিনয় প্রসঙ্গে মম বলেন, নাটকের গল্প আমার কাছে সত্যিই খুব ভাল লেগেছে। আর উপন্যাস অবলম্বনে নাটকে কাজ করতে আমার এমনিতেই ভাল লাগে। শুটিং ইউনিটের সবাই খুব আন্তরিকতার সঙ্গে কাজ করছেন। সব মিলিয়ে অনেক দিন পর ভাল একটি নাটকে কাজ করতে পারছি বলে ভাল লাগছে। টিভি পর্দার জন্য আপাতত এই একটি নাটকেরই কাজ করছেন মম। এদিকে মম'র প্রথম বাণিজ্যিক ধারার ছবি বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে। সম্প্রতি ‘প্রেম করবো তোমার সাথে’ নামে তার অভিনীত এ ছবিটি সেন্সর পেয়েছে। ...

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

Image
ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন  ইনফো ডেস্ক : আজিজুল হাকিম, গোলাম ফরিদা ছন্দা কিংবা শারমীন জোহা শশী আলাদাভাবে একসঙ্গে কাজ করেছেন। তবে এবারই প্রথম তারা তিনজন অর্থাৎ আজিজুল হাকিম, গোলাম ফরিদা ছন্দা এবং শারমীন জোহা শশী একই নাটকে একসঙ্গে অভিনয় করেছেন। মামুন রশিদের কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় খন্ড নাটক ‘ভালোবাসাই যথেষ্ট নয়’ নাটকে তারা তিনজন একসঙ্গে অভিনয় করেছেন। নাটকের গল্পে দেখা যাবে আজিজুল হাকিম ও গোলাম ফরিদা ছন্দা স্বামী স্ত্রীর চরিত্রে এবং তাদের একমাত্র সন্তানের চরিত্রে অভিনয় করেছেন শশী। এরইমধ্যে নাটকটির শুটিং শেষ হয়েছে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আজিজুল হাকিম বলেন, ‘যতদূর জানি এটা মামুন রশিদের প্রথম নাটক। নাটকের গল্পটাই আসলে আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে। সেইসাথে সহশিল্পী হিসেবে ছন্দা এবং শশীকে পেয়েও ভীষণ ভালোলেগেছে। ছন্দা এমনই একজন গুণী শিল্পী যিনি চরিত্রকে বিশ্বস্থ করে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করে। আমাদের নাট্যাঙ্গনে তারমতো গুণী অভিনয়শিল্পীর সত্যিই সংকট আছে। অন্যদিকে ন্যাচারাল এ্যাক্টিং-এর ক্ষেত্রে শশী অনন্য একজন।’ গোলাম ফরিদা ছন্দ...

এখনই বিয়ে করছেন না হোমায়রা হিমু

Image
এখনই বিয়ে করছেন না হোমায়রা হিমু ইনফো ডেস্ক : বিয়ে নিয়ে এখনই কোন পরিকল্পনা নেই টিভি অভিনেত্রী হোমায়রা হিমুর। সম্প্রতি অভিনয়ে ব্যস্ততা ও ব্যক্তিগত অন্যান্য বিষয়ে বলতে গিয়ে তিনি এসব কথা বলেন। দীর্ঘদিন ধরে টিভি নাটকে অভিনয় করছেন তিনি। বিয়ের বয়স হলেও এখন পর্যন্ত বিয়ে নিয়ে কোন পরিকল্পনা করেননি। এ বিষয়ে হিমু বলেন, বিয়ে মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রত্যেক মানুষের সঙ্গীর দরকার। কিন্তু আমি এখনও বিষয়টি নিয়ে তেমন কিছুই ভাবছি না। আমার সঙ্গের অনেকেই বিয়ে করে সংসারী হয়েছেন। কিন্তু বিয়ের বিষয়ে আমার এখন কোন পরিকল্পনা নেই বললেই চলে। বর্তমানে বিভিন্ন চ্যানেলে প্রচার চলতি একাধিক ধারাবাহিক নাটক ছাড়াও নতুন আরও একটি একটি নাটকের শুটিং করছেন হিমু। ফজলুর রহমানের পরিচালনায় এ নাটকের নাম ‘জীবনের অলিগলি’। এরই মধ্যে বেশ কয়েক পবের্র শুটিং শেষ হয়েছে বলে জানিয়েছেন হিমু। এ নাটক ছাড়াও প্রচার চলতি আরও কয়েকটি ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। এগুলো হলো, ‘হাটখোলা’, ‘ডিবি’, ‘সংঘাত’। প্রতিটি নাটকেই তার চরিত্রে ভিন্নতা রয়েছে বলে জানান হিমু। বৈশাখী টিভিতে প্রচার চলতি ‘সংঘাত’ নাটকে তিনি ভিলেন চরিত্রে অভিনয় করে আলোচিত...

অন্যরকম অভিজ্ঞতায় তিশা

Image
অন্যরকম অভিজ্ঞতায় তিশা ইনফো ডেস্ক ॥ অন্যরকম অভিজ্ঞতার মুখোমুখি হলেন দেশের জনপ্রিয় টিভি অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। অতীতে অনেক ঈদ ও পূজার নাটকে অভিনয় করেছেন এই অভিনেত্রী। সেগুলোর শুটিংও হয়েছে বিচ্ছিন্নভাবে। তবে এবার পূজা ও ঈদের নাটকের মাধ্যমে ভিন্নধর্মী অভিজ্ঞতা অর্জন হলো তার। চলতি মাসের ৪ঠা সেপ্টেম্বর পূজার নাটক সন্ধ্যাকমল এবং ঠিক তার পরদিনই ঈদের নাটক ‘লাভ এন্ড ওয়ার'-এর শুটিং করেছেন তিশা। বিষয়টি নিয়ে খুব শিহরিত তিশা। কারণ, পূজার ঠিক বিপরীত সাজ ও লুকেই তাকে হাজির হতে হয়েছে ঈদের নাটকে। দুটি নাটকের গল্পের প্রেক্ষাপটও ছিল একদমই বিপরীতমুখী। এই প্রথমবারের মতো পর পর পূজা ও ঈদের নাটকের শুটিং করলেন তিশা। সন্ধ্যাকমল নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সুমন আনোয়ার। এখানে আফরান নিশোর বিপরীতে দেখা যাবে তাকে। নাটকে আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, শিমুল প্রমুখ। নাটকের গল্পে ব্রাহ্মণ পরিবারের ছেলে নিশোর স্ত্রী তিশা। পরবর্তীতে তাদের দাম্পত্য জীবনে তৈরি হয় দূরত্ব। এক সময় তিশাকে বাড়ি ছাড়াও হতে হয়। এরপরই ঘটনা মোড় নেয় অন্যদিকে। নাটকটি আসছে দুর্গাপূজা উপলক্ষ্য্যে আরটিভিতে প্রচার হবে।লাভ এন্ড ওয়ার একটি স...

অভিনয়ে নিয়মিত হচ্ছেন ফারিয়া

Image
অভিনয়ে নিয়মিত হচ্ছেন ফারিয়া  ইনফো ডেস্ক ॥ শুধুমাত্র ঈদ এলেই লাক্সতারকা মডেল কাম অভিনেত্রী ফারিয়াকে অভিনয়ে নিয়মিত দেখা যায়। বছড়জুড়ে অভিনয় করতে দেখা যায়না এই অভিনেত্রীকে। কিন্তু কেন? প্রশ্ন রাখতেই ফারিয়ার সহজ সরল জবাব ছিলো এমন যে, ’ অন্য অনেকের মতো আমারও ইচ্ছে করে নিয়মিত অভিনয় করার। কিন্তু ভালো স্ক্রিপ্ট পাইনা। কিন্তু ঈদ এলে গুণী গুণী নির্মাতারা ভালো ভালো স্ক্রিপ্ট নিয়ে নাটক নির্মাণ করার চেষ্টা করেন। আমিও মনেরমতো কয়েকটি নাটকে অভিনয় করার চেষ্টা করি। তাছাড়া বছরজুড়ে আমার কাছে ধারাবাহিক নাটকে কাজ করার অফার আসে। কিন্তু আমি ধারাবাহিক নাটকে কাজ করতে চাইনা।’ এবারের ঈদ উপলক্ষ্যে এরইমধ্যে ফারিয়া তুহিন হোসেনের রচনা ও পরিচালনায় তিনি ‘ফাঁদ’ নামের ছয় পবের্র একটি ধারাবাহিক নাটকে কাজ করছেন। ’ঘাসফড়িং’ এর প্রযোজনায় আসছে ঈদে নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। কেমন লাগলো নাটকটিতে কাজ করতে? ফারিয়া বলেন, ‘ সাধারণত আমাকে যে ধরনের চরিত্রে দেখে অভ্যস্ত দর্শক তারচেয়ে ব্যতিক্রম একটি চরিত্রে অভিনয় করছি আমি। গল্পটি বলতে চাইনা। শুধু এতোটুকু বলবো যে প্রেমের গল্প, বসে বসে বাদাম খাচ্ছি-এমন টাইপের গল্...