একসঙ্গে জাহিদ-টুসি

MEn || এ পর্যন্ত অনেক অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন অভিনেত্রী দিলরুবা টুসি। তারই ধারাবাহিকতায় এবার তিনি জাহিদ হাসানের সঙ্গে কাজ করলেন। এটি একটি খ- নাটক। ‘আমরা আপনাকে ভালোবাসি’ শিরোনামের নাটকটি আসন্ন ঈদ উপলক্ষে নির্মিত হয়েছে। এটি পরিচালনা করেছেন মুজিবুল হক খোকন। জানা গেছে, রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় নাটকটির দৃশ্যধারনের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এ প্রসঙ্গে টুসি বলেন, জাহিদ ভাইয়ের সাথে বেশকিছু নাটকে কাজ করা হলো এবার। তার সঙ্গে কাজ করতে বেশ ভালোলাগে। আশা করছি, এবারের ঈদে এই টেলিছবিটি দর্শকরা পছন্দ করবেন। এছাড়া, টুসি জাহিদ হাসানের সঙ্গে বর্তমানে উত্তরায় তারেক মিয়াজীর ‘চান্দু মিয়ার ঢাকা সফর’ নামেও একটি নাটকে কাজ করছেন। এ ছাড়া আরএফএলের নতুন একটি টিভিসিসহ ‘ওয়ানওয়ে’ নামে একটি ধারাবাহিকেও অভিনয় করেছেন টুসি।