অভিনয়ে নিয়মিত হচ্ছেন ফারিয়া

অভিনয়ে নিয়মিত হচ্ছেন ফারিয়া 


ইনফো ডেস্ক ॥ শুধুমাত্র ঈদ এলেই লাক্সতারকা মডেল কাম অভিনেত্রী ফারিয়াকে অভিনয়ে নিয়মিত দেখা যায়। বছড়জুড়ে অভিনয় করতে দেখা যায়না এই অভিনেত্রীকে। কিন্তু কেন? প্রশ্ন রাখতেই ফারিয়ার সহজ সরল জবাব ছিলো এমন যে, ’ অন্য অনেকের মতো আমারও ইচ্ছে করে নিয়মিত অভিনয় করার। কিন্তু ভালো স্ক্রিপ্ট পাইনা। কিন্তু ঈদ এলে গুণী গুণী নির্মাতারা ভালো ভালো স্ক্রিপ্ট নিয়ে নাটক নির্মাণ করার চেষ্টা করেন। আমিও মনেরমতো কয়েকটি নাটকে অভিনয় করার চেষ্টা করি। তাছাড়া বছরজুড়ে আমার কাছে ধারাবাহিক নাটকে কাজ করার অফার আসে। কিন্তু আমি ধারাবাহিক নাটকে কাজ করতে চাইনা।’ এবারের ঈদ উপলক্ষ্যে এরইমধ্যে ফারিয়া তুহিন হোসেনের রচনা ও পরিচালনায় তিনি ‘ফাঁদ’ নামের ছয় পবের্র একটি ধারাবাহিক নাটকে কাজ করছেন। ’ঘাসফড়িং’ এর প্রযোজনায় আসছে ঈদে নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। কেমন লাগলো নাটকটিতে কাজ করতে? ফারিয়া বলেন, ‘ সাধারণত আমাকে যে ধরনের চরিত্রে দেখে অভ্যস্ত দর্শক তারচেয়ে ব্যতিক্রম একটি চরিত্রে অভিনয় করছি আমি। গল্পটি বলতে চাইনা। শুধু এতোটুকু বলবো যে প্রেমের গল্প, বসে বসে বাদাম খাচ্ছি-এমন টাইপের গল্প নয় এটি। দর্শকের প্রতি অনুরোধ থাকবে নাটকটি দেখার জন্য।’ এ নাটকে ফারিয়ার বিপরীতে আছেন মোশাররফ করিম। তারসঙ্গে ফারিয়ার এটি প্রথম কাজ। এদিকে ফারিয়া অভিনীত সামিয়া জামান পরিচালিত ‘আকাশ কতো দুরে’ ছবিটিতে অভিনয়ের জন্য এখনো বেশ প্রশংসিত হচ্ছেন। ফারিয়া অপ্রত্যাশিত সাড়া পাচ্ছেন। অনেক ছবিতে কাজ করার অফার পাচ্ছেন তিনি। তবে ব্যাটে বলে মিলে গেলেই তাকে আবারো পর্দায় দেখা যাবে ‘টেলিভিশন’ কিংবা ‘চোরাবালি’ ঘরানার চলচ্চিত্রে। ফারিয়া সর্বশেষ প্রায় দুই বছর আগে সাফায়েত মনসুর রানার ‘রিভিসন’ এবং মাহফুজ আহমেদের ‘হাউজ হাজব্যান্ড’ নাটকে অভিনয় করেছিলেন। তার অভিনীত প্রথম নাটক ছিলো সাইফুল ইসলাম মান্নু নির্দেশিত ‘চলো বৃষ্টিতে ভিজি’। এ নাটকে তার সহশিল্পী ছিলেন আফরান নিশো।

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি