Posts

Showing posts with the label Branjelina

ব্রাঞ্জোলিনার নৌ-অভিসার!

Image
ব্রাঞ্জোলিনার নৌ-অভিসার!  ইনফো ডেস্ক ॥ ডাঙ্গায় বা আকাশে নয়, শেষপর্যন্ত নৌপথেই অভিসার সারলেন হলিউডের আলোচিত জুটি ব্রাড পিট ও অ্যাঞ্জোলিনা জোলি। সম্প্রতি ৩০০ ফুট লম্বা এক বিশাল নৌযানে তারা আয়োজন করলেন মধুচন্দ্রিমার। এমন খবর দিয়েছে কন্টাক্ট মিউজিক। জানা গেছে, শুধু ব্রাঞ্জোলিনাই নন, এসময় তাদের সঙ্গে ছিলেন ছয় সন্তানও। ১০টি মাস্টার বেডরুম আর চারটি অতিথিদের জন্য বিশ্রামের সুব্যবস্থা আছে নৌযানটিতে। ২০০৫ সালে নির্মিত এ আয়েশি ধরনের নৌযানটি ২০১২ সালে নিলামে ওঠে। নিলামপরবর্তী সেই নৌযানটি এত দিন ধরে প্রতীক্ষায় ছিল ব্র্যাঞ্জেলিনার মধুচন্দ্রিমার।