Posts

Showing posts with the label Hollywood Actress

স্বপ্নে বিভোর কিম-ওয়েস্ট জুটি!

Image
MEn || আগেই ঘোষণা দিয়েছিলেন, মহা ধুমধামে নিজেদের প্রথম বিবাহ বার্ষিক পালন করবেন বিতর্কতি মডেল ও টিভি ব্যক্তিত্ব কিম কার্দাশিয়ান ও র্যা পার শিল্পী কাইনি ওয়েস্ট জুটি। করলেনও তা। কিন্তু তাদের মনোবাঞ্ছা অন্য, প্রথম বিবাহ বার্ষিক উপলক্ষে পরস্পর টুইটারে নিজেদের স্বপ্নের কথা বললেন। একসাথে সারা জীবন ঘর করার স্বপ্ন! তারকাদের মধ্যে এমনিতে যেখানে বিবাহ বিচ্ছেদের এত রমরমা, সেখানে কিম-কাইনির মতো মেগা সেলেব্রিটিদের বিবাহবার্ষিকী একটা গরম খবর বটে! চলতি মাসের ২৪ তারিখে বিয়ের এক বছরপূর্তিও করে ফেললেন তারা। বস্ত্তত , কিমও এই 'সাফল্য 'য় বেশ খুশি। পরস্পর স্বপ্নে বিভোর তারা। এ সম্পর্কে কিমের স্বামী কাইনি ওয়েস্ট টুইট করে বলেন, আমি আমার স্বপ্নের নারীকে পেয়ে অভিভূত! আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার সাথে সারাটা জীবন কাটিয়ে দিতে চাই। স্বামী ওয়েস্টের এমন টুইটের পর তিমও একটি ফিরতি টুইট করে একই মনোবাঞ্ছা ব্যক্ত করেন। উল্লেখ্য, গত বছর এই মে মাসে ইতালিতে মহা -ধূমধাম করে হয়েছিল দুই তারকার বিয়ের অনুষ্ঠান৷ তাতে হাজিরও ছিলেন সেলেব্রিটিদের একটা বড় অংশ৷

নায়ক ও রেসলার ‘দ্য রক’র বিশ^ রেকর্ড

Image
MEn || ‘দ্য রক’ নামে পরিচিত হলিউড তারকা ডুয়াইন জনসন তার নামের সঙ্গে আরো একটি সম্মাননা যুক্ত করলেন। এ তারকা এখন ‘গিনেজ বুক অব ওয়ার্ল্ড’ বইয়ে নাম লেখানো ব্যক্তিদের মধ্যে একজন। সেলফি তুলে রেকর্ড গড়ে ‘গিনেজ বুক অব ওয়ার্ল্ড’ বইয়ে নাম লিখিয়েছেন এ তারকা। মূলত জনপ্রিয় খেলা রেসলিংয়ের মাধ্যমে তারকা খ্যাতি পান এ তারকা। সেখানে বেশ কয়েক বার পেয়েছেন সেরাদের সেরার খেতাব। এ খেলায় দ্য রক নামে পরিচিত তিনি। এরপর সেই খেলা ছেড়ে অভিনয়ে নিয়মিত হন ডুয়াইন জনসন। অভিনয়েও প্রশংসিত হয়েছেন তিনি। সম্প্রতি লন্ডনের ওডেয়ন লেইসেস্টার স্কয়ারে এ অভিনেতা তার সান আন্দ্রেস সিনেমার একটি বিশেষ প্রদর্শনীতে হাজির হন। সেখানে মাত্র তিন মিনিটে ১০০ টির বেশি ছবি তুলে বিশ্বরেকর্ড গড়েন এ অভিনেতা। এত দ্রুত সত্ত্বেও অস্পষ্ট কোনো ছবি তোলেননি ডুয়াইন। মোট ১০৫টি ছবি তোলেন তিনি। অবশ্য কিছু ছবি বাদও পড়েছে। কিন্তু আগের রেকর্ড ঠিকই ভেঙেছেন। নিজের ইন্সটাগ্রামে গিনেজ বুক অব ওয়ার্ল্ডের সার্টিফিকেট পোস্টও করেছেন ‘দ্য রক’। পাশাপাশি তিনি লিখেছেন, ‘আমাকে যাঁরা সাহায্য করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। অপনাদের সহযোগিতা ছাড়া সম্ভব ছিল না। আমি লন্ডনে এসেছি...

সত্তরের দশকটি ছিলো আমার জন্য দুর্বিষহ: আল-পাচিনো

Image
MEn || ৭০’এর দশকটি নিজের জন্য দুর্বিষহ ছিলো বলে মন্তব্য করেছেন হলিউডের ‘গড ফাদার’ খ্যাত অভিনেতা আল-পাচিনো। ‘গড ফাদার’ চলচ্চিত্রে অসাধারণ অভিনয় করে কিংবদন্তি বনে যাওয়া এই হলিউডি অভিনেতা নিজের অতীত সম্পর্কে ডেইলি মিররকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, সত্তুরের দশকটি আমি ভুলেও মনে করতে চাই না। ওই সময়টায় আমি ঘোরতর

ডায়েট করে মৃত্যুর মুখে মডেল

Image
MEn || আপনি কি ডায়েট করছেন? তা হলে বলি রাখি সাবধান! অচিরে আপনার শরীরে বাসা বাঁধতে পারে মারণ-ব্যাধি অ্যানোরেক্সিয়া। যার শিকার আজ বছর ৩৭-এর মডেল রাচায়েল ফারক। জিরো ফিগার হতে গিয়ে আজ তিনি মাত্র ১৮ কেজি। যেন এক জীবন্ত কঙ্কাল। ধীরে ধীরে ঢোলে পড়ছেন মৃত্যুর কোলে। তবে জীবনের শেষ আশা ছাড়তে চান না রাচায়েল সোশ্যাল মিডিয়ায় তাঁর শেষ আর্তি, “ আমি বেঁচে থাকতে চাই। আমাকে সাহায্য কর”। স্টেজ মাতানোর নেশায় শরীরে সব মেদ ঝেড়ে

৭৭ বছর বয়সের তরুণীর আগমন ৬৮তম কান চলচ্চিত্র উৎসব

Image
MEn || বয়স গুনে গুনে ৭৭। সত্যি কথা বলতে গেলে, আমাদের দাদি-নানিদের বয়স। কিন্তু এই বয়সেও মানুষ এমন মোহনীয় থাকেন কী করে? মুখে বলিরেখা দৃশ্যমান। কিন্তু সোনালী চুল আর ধূসর সবুজ চোখ এখনো যথেষ্ট উজ্জ্বল। গলার বড়সড় সোনালী নেকলেসটা হয়তো গলার ভাঁজ লুকানোর জন্যই। তাঁর ব্যক্তিত্ব আর সদর্প উপস্থিতির কাছে সেসব তুচ্ছ। ঝকমকে নীল গাউনে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। এরইমধ্যে তিনি ঢুকে পড়েছেন লালগালিচার সেরা পোশাক পরিহিতাদের বিবিধ তালিকায়ও। অবাক কাÐ তো বটেই। এই বয়সে এমন উজ্জ্বলই বা থাকা যায় কীভাবে? যৌবন বা তারুণ্য মানে তাঁর কাছে আসলে কী? জেন ফন্ডাকে জিজ্ঞেস করা হয়েছিল। জবাবে দুবারের অস্কার বিজয়ী হলিউড কিংবদন্তি বলেন, মানুষ তখনই বুড়ো হয়, যখন সে তার জীবনের মানে হারিয়ে ফেলে। তার জীবনে “প্যাশন” বা তাড়না বলতে কিছু থাকে না। আমার মনে হয়, এখনো আমি যথেষ্ট প্যাশনেট। আর আমি কাজ করে যেতে চাই। একসময় হলিউড সিনেমা দুনিয়ায় দাপিয়ে বেড়িয়েছেন অভিনয়প্রতিভা আর ব্যক্তিত্বের শক্তিতে। জেন ফন্ডা এখনো এমন এক হলিউড মহাতারকার নাম, যিনি মাতিয়ে দিতে পারেন যেকোনো উৎসব। কান উৎসবেও হয়েছে তাই। তাঁর বিখ্যাত ছবির মধ্যে আছে বারবারেলা, পিরিয়ড ...

টম ক্রুজ-মিরান্ডার খোলামেলা প্রেম

Image
টম ক্রুজ-মিরান্ডার খোলামেলা প্রেম বিনোদন: বিশ্বনন্দিত সুপার মডেল মিরান্ডা কারের প্রেমে মজেছেন হলিউডের গুণী অভিনেতা টম ক্রুজ। তাও আবার খোলামেলা প্রেমে। সাম্প্রতিক সময়ে একাধিকবার ডেটিং করতে দেখা গেছে তাদের। এর আগে হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যানের সঙ্গে প্রেম করে বিয়ের পিঁড়িতে বসেছিলেন টম। কিন্তু সেই বিয়ে বেশি দিন টিকেনি। এরপর অভিনেত্রী কেটি হোমসের সঙ্গে প্রেম করেও বিয়ে করেছিলেন এই হার্টথ্রব অভিনেতা। কিন্তু আনুষ্ঠানিকভাবে ডিভোসের্র মধ্য দিয়ে ২০১২ সালে সেই বিয়ের সমাপ্তি ঘটে। ৫২ বছর বয়সী এই অভিনেতার সঙ্গে মিরান্ডা কারের পরিচয় হয় গত বছরের নভেম্বরে। সেই সময়েই বেশ ভাল বন্ধুত্ব গড়ে ওঠে তাদের মধ্যে। তারপর থেকেই নিয়মিত যোগাযোগ হতে থাকে তাদের। কিন্তু গত এক মাস ধরে অতিমাত্রায় ঘনিষ্ঠ হয়েছেন টম ক্রুজ ও মিরান্ডা। মিরান্ডার ফটোশুটেও এসে মাঝে মধ্যেই হাজির হয়ে যাচ্ছেন এ তারকা। আবার টমের শুটিং স্পটে চলে আসছেন মিরান্ডা। আর তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জনটা শুরু হয় তখন থেকেই। এই গুঞ্জন সম্প্রতি পাখা মেললো এই দুই তারকার বিচ ডেটিংয়ের মধ্য দিয়ে। বিচে ঘনিষ্ঠভাবে পাপারাজ্জিরা তাদের ক্যামেরাবন্দিও করেছেন। এই সময়...

মৃত্যু ছিল একচুল দূরে দাঁড়িয়ে!

Image
মৃত্যু ছিল একচুল দূরে দাঁড়িয়ে!  ইনফো ডেস্ক ॥ মাত্র কিছুদিনের মধ্যে সার্বিক অর্থেই জীবনের মোড় বদলেছেন হ্যারি পটারখ্যাত ড্যানিয়েল র‌্যাডক্লিফ। সারা পৃথিবীতে তুমুল জনপ্রিয়তা পাওয়া ‘হ্যারি পটার’ যেমন এখন হয়েছেন হর্ন ছবির কেন্দ্রীয় চরিত্র। তেমনি এ ছবির শুটিংয়ের সময় পিপাসা মেটাতে গিয়ে পানির বদলে ভুলে অ্যান্টিফ্রিজ একটি বিষাক্ত রাসায়নিক মিশ্রিত পানি পান করে মরতেই বসেছিলেন তিনি। সম্প্রতি একটি টিভি রিয়েলিটি শোতে উপস্থাপক কোনান ও’ব্রায়ানের সঙ্গে কথা বলার সময় র‌্যাডক্লিফ এ কথা জানান। এক খবরে এ তথ্য জানিয়েছে ডেইলি মেইল। ড্যানিয়েল র‌্যাডক্লিফ তাঁর সেই ভয়াবহ পরিস্থিতির বর্ণনায় বলেন, ‘হর্ন ছবির শুটিংয়ের সময় কাপে পানি আছে মনে করে আমি ভুলে পান করেছিলাম অ্যান্টিফ্রিজ একটি রাসায়নিক, যা পানিতে মেশানো ছিল। আর এরপরই ভয়াবহ অসুস্থ হয়ে পড়েছিলাম। যদিও বুঝতে পারছিলাম না কেন আমি এমন মারাত্মক অসুস্থ হয়ে পড়েছিলাম। কিন্তু মৃত্যু যে একচুল দূরে দাঁড়িয়েছিল তা বুঝতে পেরেছিলাম এর কিছুদিন পরে, এমনই আরেকটি পরিস্থিতি থেকে।’ র‌্যাডক্লিফ তাঁর সেই দিনের পরিস্থিতির ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ‘এ অসুস্থতার ঘটনার কয়েক সপ্...

ব্রাঞ্জোলিনার নৌ-অভিসার!

Image
ব্রাঞ্জোলিনার নৌ-অভিসার!  ইনফো ডেস্ক ॥ ডাঙ্গায় বা আকাশে নয়, শেষপর্যন্ত নৌপথেই অভিসার সারলেন হলিউডের আলোচিত জুটি ব্রাড পিট ও অ্যাঞ্জোলিনা জোলি। সম্প্রতি ৩০০ ফুট লম্বা এক বিশাল নৌযানে তারা আয়োজন করলেন মধুচন্দ্রিমার। এমন খবর দিয়েছে কন্টাক্ট মিউজিক। জানা গেছে, শুধু ব্রাঞ্জোলিনাই নন, এসময় তাদের সঙ্গে ছিলেন ছয় সন্তানও। ১০টি মাস্টার বেডরুম আর চারটি অতিথিদের জন্য বিশ্রামের সুব্যবস্থা আছে নৌযানটিতে। ২০০৫ সালে নির্মিত এ আয়েশি ধরনের নৌযানটি ২০১২ সালে নিলামে ওঠে। নিলামপরবর্তী সেই নৌযানটি এত দিন ধরে প্রতীক্ষায় ছিল ব্র্যাঞ্জেলিনার মধুচন্দ্রিমার।

১০ কেজি ওজন কমিয়েছেন প্যারিস

Image
১০ কেজি ওজন কমিয়েছেন প্যারিস  ইনফো ডেস্ক : গত কয়েক মাসে প্রায় ১০ কেজি ওজন কমিয়েছেন মার্কিন মডেল-অভিনেত্রী প্যারিস হিলটন। ধীরে ধীরে জিরো সাইজের দিকে এগিয়ে চলছেন প্যারিস। সম্প্রতি একটি মার্কিন রিয়েলিটি শোতে এ কথা জানান দেন তিনি। প্যারিস বলেন, শারীরিক কাঠামো জিরো ফিগারে নিয়ে আসতে তাকে নিয়মিত ব্যায়াম করার পাশাপাশি ডায়েট কন্ট্রোলও করতে হচ্ছে। জানা গেছে, প্যারিস তার বাড়িতে ছোট পরিসরের একটি ব্যায়ামাগার বানিয়েছেন। সেখানে প্রতিদিন ৩-৪ ঘণ্টা করে শরীরচর্চা করছেন তিনি। এ প্রসঙ্গে ৩৩ বছর বয়সী এই অভিনেত্রী আরো বলেন, ‘আমি আমার আগের ফিগারে খুব একটা সন্তুষ্ট ছিলাম না। তাই ওজন আরো কমিয়েছি। এভাবে নিয়মিত শরীরচর্চা চালিয়ে গেলে অচিরেই আমি জিরো সাইজের অধিকারী হব। 'সূত্রটি আরো জানিয়েছে, প্যারিস তার ডায়েট চার্ট থেকে সব ধরনের ফাস্টফুড জাতীয় খাবার একেবারেই বাদ দিয়েছেন। এখন শুধু ফল-মূল এবং নিরামিষযুক্ত খাবার খাচ্ছেন তিনি।